কলকাতা, 24 ফেব্রুয়ারি: শেষ গোলটা এসেছিল 24 ডিসেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে ৷ তারপর থেকে কোনওকিছুই যেন ঠিকঠাক হচ্ছিল না দিমিত্রি পেত্রাতোসের ৷ বাগানের নয়নের মণি হারিয়ে গিয়েছিলেন মাসদু'য়েকের জন্য ৷ মাঝের সময়ে ভুগতে হয়েছে চোট-আঘাতেও ৷ তবে তিনি ফিরলেন এমন সময়, যখন তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দলের ৷ দিমি ম্য়াজিকে রবিবাসরীয় যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট কেবল ম্যাচই জিতল না, আইএসএলের প্রথম দল হিসেবে শিল্ড ধরে রাখার নজির গড়ল ৷
দু'মাস পর যাঁর গোলে শিল্ড ঘরে এল সেই পেত্রাতোস কাঙ্খিত গোল উৎসর্গ করছেন সমর্থকদের। সঙ্গে অবশ্যই পরিবারকে। কারণ কঠিন সময়ে গোল করার উৎসাহ যে জুগিয়ে গিয়েছেন তাঁর ঠাকুরদাই ৷ তাই গোল উৎসর্গের প্রসঙ্গ এলে বাগানের অজি বিশ্বকাপার বলেন, "বিশেষ করে বলব আমার ঠাকুরদার কথা। তাঁর সঙ্গে যখনই কথা হয়েছে তখনই জিজ্ঞাসা করেছেন আমি কেন গোল পাচ্ছি না। আজ নিশ্চয় ঠাকুরদা খুব খুশি হবেন।"
বড় ম্যাচ, বড় মঞ্চ মানেই দিমিত্রি পেত্রাতোস গোল শিকার। ডুরান্ড কাপ ফাইনাল হোক বা লিগের শিল্ড নির্ণায়ক ম্যাচ। অজি স্ট্রাইকারের স্কোরিং বুট ঝলসে উঠেছে। গত কয়েকমাস গোলের মধ্যে ছিলেন না। তবে মন খারাপ হলেও ভেঙে পড়েননি। সুযোগের অপেক্ষায় ছিলেন। সমালোচকরা বলছেন দিমিত্রি পেত্রাতোস কামব্যাক করলেন। কিন্তু সবুজ-মেরুন জনতার আদরের দিমি বলছেন, "আমি তো এখানেই ছিলাম। কামব্যাকের কথা কেন আসছে। আমি তো কোথাও চলে যাইনি। একইসঙ্গে যোগ করেন, "সবার জীবনেই খারাপ সময় আসে। আমারও এসেছে। আমি থেমে যাইনি। পরিশ্রম করেছি।"
ওড়িশা এফসি'র বিরুদ্ধে গোলটিকে সবার সেরা না বললেও সেরার তালিকায় রাখছেন। পাশাপাশি শিল্ড জয় সম্পূর্ণ করার পর বাকি দু'ম্যাচে জয় তুলে নিয়ে আইএসএল কাপ জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চান পেত্রাতোস। নায়কের কথার সুর কোচ হোসে মোলিনার মুখেও। আকাশছোঁয়া প্রত্যাশা ছুড়ে দিয়ে নয়, ছোট ছোট লক্ষ্য সামনে বেঁধে দিয়ে পুরো দলকে লক্ষ্যপূরণের পথে নিয়ে গিয়েছেন। লক্ষ্যপূরণ হওয়ার পরে আপাতভাবে হাল্কা বোধ করলেও পরের লক্ষ্যের দিকে এগোতে চান। তাই সামনের ম্যাচদু'টো জিতেই লিগের দৌড় শেষ করতে চান। সেক্ষেত্রে 58 পয়েন্ট নিয়ে লিগ শেষ করবে মোহনবাগান । যা আগে কোনও দল করতে পারেনি। তারপর মোলিনা চোখ রাখবেন আইএসএল কাপে।