ETV Bharat / entertainment

সেমিফাইনালে বেঙ্গল টাইগার্স, পঞ্জাবের বিরুদ্ধে খেলতে প্রস্তুত যিশুর দল - BENGAL TIGERS

1 মার্চ সেমিফাইনালে পঞ্জাব দি শের-এর বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গল টাইগার্স ৷ জিততে পারলেই ফাইনালের টিকিট পাকা যিশু ব্রিগেডের ৷

Bengal Tigers
সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে বেঙ্গল টাইগার্স দল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 8:51 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে পৌঁছে গেল যিশু, সৌরভ, রাহুল, জয়ী, বনি ও জ্যামিদের টিম । এই আসরে প্রত্যেকটি লিগ ম্যাচেই জয়ী হয়েছে বেঙ্গল টাইগার্স । এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে পঞ্জাব দি শের । অন্যদিকে আরেকটি সেমিফাইনালে মুখোমুখি হবে কর্নাটক বুল্ডোজার্স এবং চেন্নাই রাইনোজ ।

আগামী 1 মার্চ কর্নাটকের মাইসুরুর শ্রীকান্তদত্ত নরসিংহ রাজা ওয়াদিয়ার গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স এবং পঞ্জাব দি শের । সেমিফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে জিতলে বেঙ্গল টাইগার্স কার বিপক্ষে খেলবে ফাইনালে? এই নিয়ে আগ্রহ আর উন্মাদনা তুঙ্গে নেটিজেনদের মধ্যে । লিগ ম্যাচে বেঙ্গল টাইগার্স হারিয়েছে চেন্নাই রাইনোজ, পঞ্জাব দি শের, মুম্বই হিরোজ এবং তেলুগু ওয়ারিয়র্স'কে । এবার সেমিফাইনালে বেঙ্গল টাইগার্সের প্রতিপক্ষ পঞ্জাব ।

Bengal Tigers
জয়ের ধারা বজায় রাখতে চাইবে বেঙ্গল টাইগার্স (নিজস্ব ছবি)

রবিবার তেলুগুর সঙ্গে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জ্যামি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "এবার সেমি ফাইনালের পালা । সেটাও আমরা খেলব । ফাইনালটাও খেলব বলে আশা রাখি । দলের হয়ে এবার আমি রান করেছি 130।" জয়ী দেব রায়ের কথায়, "আমাদের দলে ছোটখাটো চোট আঘাত আছে । ইউসুফের হাত কেটে গিয়েছে । তিনটে সেলাই পড়েছে । আমার ঠোঁট ফেটে গিয়েছে বল লেগে । কিন্তু খেলতে আমরা প্রস্তুত । জিততেও প্রস্তুত ।"

Bengal Tigers
পঞ্জাবের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে যিশুর ছেলেরা (নিজস্ব ছবি)

মাঝে কয়েকদিনের বিশ্রাম তার পরেই 1 মার্চ সেমিফাইনালে খেলতে নামবে বেঙ্গল টাইগার্স । তবে শুধু বিশ্রাম নয়, এই ক’দিন যে চুটিয়ে অনুশীলন করবে বেঙ্গল টাইগার্স তা বলাই বাহুল্য । খেলার জন্য দলের কঠোর পরিশ্রম এর আগেই ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় । যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল মজুমদার, জয়ী দেব রায়, জ্যামি বন্দ্যোপাধ্যায়, বনি সেনগুপ্ত, অনির্বাণ, ইউসুফ, শতদীপ সাহা, সৌগত নন্দী, অংশুমান প্রত্যুষ, আনন্দ ঘোষদের নিয়ে একটা গোছানো টিম বেঙ্গল টাইগার্সের । অভিনয়ের পাশাপাশি যাঁরা ক্রিকেট নিয়ে চর্চা করেন, মূলত তাঁরাই খেলছেন এই দলে । দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় । ম্যানেজার প্রমিস ।

Bengal Tigers
1 মার্চ মাইসুরুতে সেমিফাইনাল (নিজস্ব ছবি)

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনালে পৌঁছে গেল যিশু, সৌরভ, রাহুল, জয়ী, বনি ও জ্যামিদের টিম । এই আসরে প্রত্যেকটি লিগ ম্যাচেই জয়ী হয়েছে বেঙ্গল টাইগার্স । এবার সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে পঞ্জাব দি শের । অন্যদিকে আরেকটি সেমিফাইনালে মুখোমুখি হবে কর্নাটক বুল্ডোজার্স এবং চেন্নাই রাইনোজ ।

আগামী 1 মার্চ কর্নাটকের মাইসুরুর শ্রীকান্তদত্ত নরসিংহ রাজা ওয়াদিয়ার গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স এবং পঞ্জাব দি শের । সেমিফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে জিতলে বেঙ্গল টাইগার্স কার বিপক্ষে খেলবে ফাইনালে? এই নিয়ে আগ্রহ আর উন্মাদনা তুঙ্গে নেটিজেনদের মধ্যে । লিগ ম্যাচে বেঙ্গল টাইগার্স হারিয়েছে চেন্নাই রাইনোজ, পঞ্জাব দি শের, মুম্বই হিরোজ এবং তেলুগু ওয়ারিয়র্স'কে । এবার সেমিফাইনালে বেঙ্গল টাইগার্সের প্রতিপক্ষ পঞ্জাব ।

Bengal Tigers
জয়ের ধারা বজায় রাখতে চাইবে বেঙ্গল টাইগার্স (নিজস্ব ছবি)

রবিবার তেলুগুর সঙ্গে খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জ্যামি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "এবার সেমি ফাইনালের পালা । সেটাও আমরা খেলব । ফাইনালটাও খেলব বলে আশা রাখি । দলের হয়ে এবার আমি রান করেছি 130।" জয়ী দেব রায়ের কথায়, "আমাদের দলে ছোটখাটো চোট আঘাত আছে । ইউসুফের হাত কেটে গিয়েছে । তিনটে সেলাই পড়েছে । আমার ঠোঁট ফেটে গিয়েছে বল লেগে । কিন্তু খেলতে আমরা প্রস্তুত । জিততেও প্রস্তুত ।"

Bengal Tigers
পঞ্জাবের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে যিশুর ছেলেরা (নিজস্ব ছবি)

মাঝে কয়েকদিনের বিশ্রাম তার পরেই 1 মার্চ সেমিফাইনালে খেলতে নামবে বেঙ্গল টাইগার্স । তবে শুধু বিশ্রাম নয়, এই ক’দিন যে চুটিয়ে অনুশীলন করবে বেঙ্গল টাইগার্স তা বলাই বাহুল্য । খেলার জন্য দলের কঠোর পরিশ্রম এর আগেই ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় । যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল মজুমদার, জয়ী দেব রায়, জ্যামি বন্দ্যোপাধ্যায়, বনি সেনগুপ্ত, অনির্বাণ, ইউসুফ, শতদীপ সাহা, সৌগত নন্দী, অংশুমান প্রত্যুষ, আনন্দ ঘোষদের নিয়ে একটা গোছানো টিম বেঙ্গল টাইগার্সের । অভিনয়ের পাশাপাশি যাঁরা ক্রিকেট নিয়ে চর্চা করেন, মূলত তাঁরাই খেলছেন এই দলে । দলের কোচ শরদিন্দু মুখোপাধ্যায় । ম্যানেজার প্রমিস ।

Bengal Tigers
1 মার্চ মাইসুরুতে সেমিফাইনাল (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.