দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: তরুণীকে প্রথমে অশ্লীল ইঙ্গিত! তারপর ধাওয়া করে একাধিকবার তরুণীর গাড়িতে ধাক্কা মারে ইভটিজারদের গাড়ি। শেষমেশ কাঁকসার পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কে গাড়ি উল্টে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার হুগলির বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের।
মেয়ের মৃত্যুতে মায়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গে একই ঘটনা বারবার হচ্ছে, কিন্তু কেউ বিচার পাচ্ছে কি ? হুগলির চন্দননগর থেকে কাঁকসা থানায় সোমবার দুপুরে এসে পৌঁছন সুতন্দ্রার মা, পিসি ও প্রতিবেশী।
মৃত তরুণীর মায়ের প্রশ্ন, "পশ্চিমবঙ্গে এমন ঘটনা বারবার হচ্ছে। কেউ বিচার পাচ্ছে? আমার মেয়ে বিহার, ঝাড়খণ্ডে এতদিন কাজ করছে। কোনওদিন কিছু হয়নি। আমি চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।"
উল্লেখ্য, মাত্র 8 মাস আগে স্বামীকে হারিয়েছেন তনুশ্রী চট্টোপাধ্যায় ৷ আজ হারালেন পরিবারের একমাত্র রোজগেরে মেয়ে সুতন্দ্রাকে। উল্লেখ্য, রবিবার রাতে পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ি নিয়ে তরুণীর গাড়িকে ধাওয়া করছিল কয়েকজন। পুলিশের অনুমান, জাতীয় সড়কে মদ্যপ যুবকদের গাড়ি ওই তরুণীর গাড়িতে একাধিকবার ধাক্কাও মারে। তার ফলে গাড়ি উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। আহত হন গাড়ির পিছনের আসনে থাকা তিনজনের মধ্যে দু'জন। এরপরই চারচাকা গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা।
সুতন্দ্রার পিসি মৌসুমী পাল ফোনে বলেন, "ইভেন্ট ম্যাজেমেন্ট ছিল গয়ায়। সুতন্দ্রা সেখানেই টিম নিয়ে যাচ্ছিল ৷ ওর সঙ্গে কয়েকজন যুবক ছিল। এতদিন কোনও সমস্যা হয়নি। ট্রেনের টিকিট পায়নি বলে নিজের গাড়িতে করেই রবিবার রওনা দেয় ৷ রাতেই দুর্ঘটনায় তার মৃত্যু হয় ৷" প্রতিবেশী হীরালাল সিংহ বলেন, "এ রাজ্যে শান্তি-শৃঙ্খলা বলতে আর কিছুই নেই।"
অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তায় যুবকদের অশ্লীল ইঙ্গিত, গাড়িতে ধাক্কা ! দুর্ঘটনায় মৃত তরুণী