দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: যুবতীকে অশ্লীল ইঙ্গিত নয়, রেষারেষির জেরেই যুবকদের গাড়িতে ধাক্কা মারে তরুণীর গাড়ি ৷ আর তাতেই মৃত্যু হয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের ৷ এমনকী গাড়ির চালক ও অন্য যাঁরা ওই গাড়িতে ছিলেন তাঁরাও কটূক্তির কথা দায়ের করা অভিযোগে জানাননি ৷ সোমবার সন্ধ্যার সাংবাদিক বৈঠক থেকে এমনটাই দাবি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধরীর ।
রবিবার গভীর রাতে কাঁকসার পানাগড়ের রাইস মিল মোড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার হুগলির চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (26) ৷ কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা, তা নিয়ে পুলিশ কমিশনার বলেন, "মৃতার গাড়ি এবং সাদা রঙের একটি ক্রেটা গাড়ির মধ্যে রেষারেষি চলছিল ৷ কোনও ইভটিজিং-এর ঘটনার কথা অভিযোগে উল্লেখ নেই ৷ পুলিশ সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে ৷ একটি জায়গায় দেখা গিয়েছে, মৃতা যে গাড়িটিতে ছিলেন সেই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে ৷ তারপরও সাদা রংয়ের ক্রেটা গাড়িটির পিছনে ধাওয়া করে মৃতার গাড়ি ৷"
সবমিলিয়ে সাদা ক্রেটা গাড়িতে থাকা যুবকরা যে ওই যুবতীকে কটূক্তি করেছিল-সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ৷ তিনি জানিয়ে দিলেন এরকম কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি ৷ অন্যদিকে তাঁর আরও দাবি, মৃতা ও তাঁর সঙ্গীদের গন্তব্য যখন গয়া, তখন কেন ওই গলির মধ্যে গাড়ি নিয়ে গেলেন তাঁরা ? কারণ গয়া যেতে হলে তারা দু'নম্বর জাতীয় সড়ক দিয়ে বেরিয়ে যেতে পারতেন ৷ তাহলে কেন রাইস মিলের ওই গলিতে গাড়িটি ঢুকল ? সমস্ত বিষয়ে ফরেনসিক তদন্ত হবে বলেও জানান পুলিশ কমিশনার ৷