ETV Bharat / bharat

বাবা-মায়ের ঝগড়ার পর নিখোঁজ তিন শিশু ! কুয়ো থেকে উদ্ধার ভাই ও দুই বোনের দেহ - THREE SIBLINGS BODIES FOUND

বিহারে তিন ভাই-বোনকে পাওয়া যাচ্ছিল না ৷ পুলিশ তাদের দেহ উদ্ধার করল কুয়ো থেকে ৷ পুলিশের সন্দেহ, বাবা-মা এই ঘটনায় জড়িত ৷

Three Siblings Bodies Recovered From Well In Samastipur
সমস্তিপুরে কুয়ো থেকে উদ্ধার ভাই-বোনের দেহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 7:32 PM IST

সমস্তিপুর, 24 ফেব্রুয়ারি: নিখোঁজ তিন ভাই-বোনের দেহ মিলল একটি কুয়োর মধ্যে ৷ সোমবার পুলিশ জানিয়েছে বিহারের সমস্তিপুরে একটি কুয়ো থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের বয়স দু'বছর, চার বছর এবং ছ'বছর ৷ শনিবার রাত থেকে তাদের পাওয়া যাচ্ছিল না ৷ এই ঘটনায় ওই তিন সন্তানের বাবা-মাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে ৷

পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সমস্তিপুর জেলার চাকমেহাসি থানা এলাকার মালিনগর পঞ্চায়েতের মালিনগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতরা তরুণ কুমার (4), তানিষ্ক কুমার (2) এবং মেয়ে তানিয়া কুমারী (6) ৷

এসপি অশোক মিশ্র ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ তিনি জানান, ওই নিখোঁজ তিন সন্তানের বাবা চন্দন কুমার নিখোঁজের ডায়রি করেছিলেন ৷ তিনি থানায় জানিয়েছিলেন, তাঁর দুই ছেলে এবং মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানান, তদন্ত শুরু হয়েছে ৷

অভিযোগ পেয়ে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে ৷ কিন্তু শিশুদের কোথাও খুঁজে পায়নি ৷ পরের দিন সকালে তিন শিশুর সন্ধান পেতে পুলিশ কুকুর আনা হয় ৷ এই সময় কুয়ো থেকে তিনটি দেহ পাওয়া যায় ৷

এসপি অশোক মিশ্র বলেন, "ফরেনসিক দল এই ঘটনার তদন্ত করছে ৷ চন্দন কুমারের বিবৃতি অনুযায়ী তাঁর সঙ্গে স্ত্রীর ঝামেলা চলছিল ৷ তিন শিশু নিখোঁজ হওয়ার খানিক আগেই তাঁদের মধ্যে মারপিটও হয় ৷ তাঁদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সব দিক দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে ৷" পুলিশের সন্দেহ, কুয়ো থেকে শিশুদের দেহ উদ্ধারের ঘটনায় বাবা-মায়ের হাত রয়েছে ৷

সমস্তিপুর, 24 ফেব্রুয়ারি: নিখোঁজ তিন ভাই-বোনের দেহ মিলল একটি কুয়োর মধ্যে ৷ সোমবার পুলিশ জানিয়েছে বিহারের সমস্তিপুরে একটি কুয়ো থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাদের বয়স দু'বছর, চার বছর এবং ছ'বছর ৷ শনিবার রাত থেকে তাদের পাওয়া যাচ্ছিল না ৷ এই ঘটনায় ওই তিন সন্তানের বাবা-মাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে ৷

পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সমস্তিপুর জেলার চাকমেহাসি থানা এলাকার মালিনগর পঞ্চায়েতের মালিনগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ মৃতরা তরুণ কুমার (4), তানিষ্ক কুমার (2) এবং মেয়ে তানিয়া কুমারী (6) ৷

এসপি অশোক মিশ্র ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ তিনি জানান, ওই নিখোঁজ তিন সন্তানের বাবা চন্দন কুমার নিখোঁজের ডায়রি করেছিলেন ৷ তিনি থানায় জানিয়েছিলেন, তাঁর দুই ছেলে এবং মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানান, তদন্ত শুরু হয়েছে ৷

অভিযোগ পেয়ে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে ৷ কিন্তু শিশুদের কোথাও খুঁজে পায়নি ৷ পরের দিন সকালে তিন শিশুর সন্ধান পেতে পুলিশ কুকুর আনা হয় ৷ এই সময় কুয়ো থেকে তিনটি দেহ পাওয়া যায় ৷

এসপি অশোক মিশ্র বলেন, "ফরেনসিক দল এই ঘটনার তদন্ত করছে ৷ চন্দন কুমারের বিবৃতি অনুযায়ী তাঁর সঙ্গে স্ত্রীর ঝামেলা চলছিল ৷ তিন শিশু নিখোঁজ হওয়ার খানিক আগেই তাঁদের মধ্যে মারপিটও হয় ৷ তাঁদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সব দিক দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে ৷" পুলিশের সন্দেহ, কুয়ো থেকে শিশুদের দেহ উদ্ধারের ঘটনায় বাবা-মায়ের হাত রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.