নয়াদিল্লি, 4 ডিসেম্বর: এভাবেই কি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দেওয়া যায় ? বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে প্রশ্ন তুলল স্বয়ং সুপ্রিম কোর্ট ৷ এদিন ইডির মামলায় জামিন মঞ্জুর করা নিয়ে শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন জামিনের মামলায় রায়দান স্থগিত রাখে দুই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ ৷
এর আগে 27 নভেম্বরের শুনানিতে ইডিকে আদালত প্রশ্ন করেছিল, অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আর কতদিন জেলে রাখা যায় ? এদিন জামিনের মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে বলে, "আপনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ৷ আপনার জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ এরকম একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এভাবে জামিন পেয়ে যাবেন ? "
পার্থ চট্টোপাধ্য়ায়ের তরফে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি আদালতে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা থেকে অর্থ উদ্ধার হয়নি ৷ তখন বেঞ্চ জবাব দেয় যে, অভিযুক্ত কোম্পানিগুলি নিয়ন্ত্রণ করতেন ৷ এছাড়া সম্পত্তিগুলি কেনা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়-দু'জনের নামে ৷
গত 25 নভেম্বর জামিন পেয়েছেন পার্থ-'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় ৷ সুপ্রিম কোর্টে এই বিচারপতির বেঞ্চই নিয়োগ দুর্নীতিতে আরেক অভিযুক্ত কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করেছে ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায়ও জামিন পেয়েছেন ৷ তবে জেল থেকে ছাড়া পাননি তিনি ৷
এই বিষয়ে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়ের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি বেঞ্চকে অবহিত করে, এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছে ৷ মাত্র এক সপ্তাহ আগেই একজনের জামিন হয়েছে ৷ এর জবাবে বেঞ্চ পার্থর আইনজীবীকে বলে, "তাঁদের মধ্যে সবাই মন্ত্রী ছিলেন না ৷ আপনি সবার উপরে রয়েছেন ৷ আপনি অন্যদের সঙ্গে তুলনা করতে পারেন না ৷ তবে হ্যাঁ, আপনি দেরি হওয়া ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন ৷ কিন্তু এই মামলার যোগ্যতা নিয়ে নয় ৷"
ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেলেও কারাবাস থেকে এখনই ছাড়া পাবেন না ৷ কারণ সিবিআই-এর মামলায় তাঁকে জেল হেফাজতে থাকতে হবে ৷ তাঁর এই সওয়ালের বিরোধিতা করে আইনজীবী মুকুল রোহতাগি বলেন, "মনে হচ্ছে যেন, আমার এই কষ্টে আপনার খুব আনন্দ হচ্ছে ৷ এই মামলায় যা-ই হোক না কেন, সেটা আমার বিষয়, আমি দেখব ৷ এটা কী ধরনের সওয়াল-জবাব ? আমি আড়াই বছর ধরে জেলের ভিতর রয়েছি ৷"
বেঞ্চ রোহতাগিকে বলে, "আপনি মন্ত্রী হওয়ার পর কয়েকজন নকল লোকজনকে কাজে লাগিয়েছিলেন ৷ প্রথম দিকে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলেন ৷ কিন্তু এই মামলাগুলি 2022 সালের ৷ আপনি তখন মন্ত্রী ৷ আপনি অবশ্যই নিজের বিরুদ্ধে নিজেই তদন্তের আদেশ দেবেন না ৷ বিচার বিভাগীয় হস্তক্ষেপের পরই তদন্ত শুরু হয় ৷ অভিযোগ উঠেছে, 28 কোটি টাকা উদ্ধারের অভিযোগ উঠেছে ৷ এই বিপুল পরিমাণ টাকা কেউ নিশ্চয় বাড়িতে রাখে না ৷"
শুনানি শেষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর নিয়ে কোর্ট জানায় যে, তাঁকে ছাড়লে তদন্ত প্রভাবিত হবে কি না, তা পর্যালোচনা করে দেখতে হবে ৷ একই সঙ্গে তাঁকে অনির্দিষ্ট সময়ের জন্য় জেলের ভিতর রেখে দেওয়া যায় না ৷ রোহতাগি আদালতে আবেদন জানান, তাঁর মক্কেলের বয়স 70-এর কোঠায় ৷ বিচার চলাকালীন আদালত কক্ষেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তাই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করুক শীর্ষ আদালত ৷
এর আগে 30 এপ্রিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে অস্বীকার করে ৷ আদালত জানায়, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা বিষয়ক পিএমএলএ আইনে মামলা দায়ের হয়েছে ৷ এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান ৷ অক্টোবরে সুপ্রিম কোর্ট ইডিকে এনিয়ে নোটিশ পাঠায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চায় ৷