ETV Bharat / state

রাস্তার পাশ থেকে রক্তাক্ত মহিলাকে উদ্ধার পুলিশের, হাসপাতালে মৃত্যু - UNIDENTIFIED WOMAN RECOVERED

চাষের জমি থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনার পরদিনই দক্ষিণ 24 পরগনায় রক্তাক্ত অবস্থায় মিলল মহিলা ৷ তাঁর শরীর ক্ষতবিক্ষত ছিল বলে স্থানীয়দের দাবি ৷

unidentified woman recovered
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 5:53 PM IST

বকুলতলা(দক্ষিণ 24 পরগনা), 22 জানুয়ারি: রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করল পুলিশ ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বকুলতলা থানা এলাকায় । ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে । পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনায় তদন্ত নেমেছে বকুলতলা থানার পুলিশ ।

এ বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "গতকাল রাতে বকুলতলা থানা এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ এরপর পুলিশকে খবর দেয় ৷ বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত্যু হয় । আমরা ওই অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশ থেকে ভেসে আসে গোঙানির শব্দ । স্থানীয়রা শব্দ অনুসরণ করে কাছে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে এক মহিলার মাথা । পাশাপাশি চারিদিকে ক্ষতবিক্ষত শরীর থেকে অঝোরে পড়ছে রক্ত । এরপর স্থানীয়রা খবর দেয় বকুলতলা থানায় । ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ এসে গুরুতর জখম ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে 3টে নাগাদ ওই মহিলার মৃত্যু হয় । বুধবার মহিলার দেহের ময়নাতদন্ত হবে ৷

উল্লেখ্য, সোমবার নাবালিকার দেহ উদ্ধার হয় দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকায় । 12 দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ ৷ ওই ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় মহিলা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল বকুলতলায় ৷

বকুলতলা(দক্ষিণ 24 পরগনা), 22 জানুয়ারি: রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করল পুলিশ ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বকুলতলা থানা এলাকায় । ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে । পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনায় তদন্ত নেমেছে বকুলতলা থানার পুলিশ ।

এ বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "গতকাল রাতে বকুলতলা থানা এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ এরপর পুলিশকে খবর দেয় ৷ বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত্যু হয় । আমরা ওই অজ্ঞাত পরিচয় মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশ থেকে ভেসে আসে গোঙানির শব্দ । স্থানীয়রা শব্দ অনুসরণ করে কাছে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে এক মহিলার মাথা । পাশাপাশি চারিদিকে ক্ষতবিক্ষত শরীর থেকে অঝোরে পড়ছে রক্ত । এরপর স্থানীয়রা খবর দেয় বকুলতলা থানায় । ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ এসে গুরুতর জখম ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে 3টে নাগাদ ওই মহিলার মৃত্যু হয় । বুধবার মহিলার দেহের ময়নাতদন্ত হবে ৷

উল্লেখ্য, সোমবার নাবালিকার দেহ উদ্ধার হয় দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকায় । 12 দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ ৷ ওই ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার অজ্ঞাত পরিচয় মহিলা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল বকুলতলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.