সুরেন্দ্রনগর (গুজরাত), 23 ফেব্রুয়ারি: ভয়াবহ দুর্ঘটনা গুজরাতের সুরেন্দ্রনগরে ৷ মৃত পশ্চিমবঙ্গের পাঁচ পর্যটক ৷ পুলিশ সূত্রে খবর, আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ চুড়া থানার উপ-পরিদর্শক জেএন গামারা জানিয়েছেন, লিম্বদি তালুকের নাভি মোরওয়াদ গ্রামের কাছে বিকেল 4.30 নাগাদ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে ।
তিনি জানান, বাংলার একদল পর্যটক একটি টেম্পো ট্রাভেলারে করে যাচ্ছিলেন ৷ সেসময় গাড়িটি একটি ডাম্পারে ধাক্কা খায় । ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ নিহতদের মধ্যে দু’জন মহিলা এবং তিনজন পুরুষ ৷ গুরুতর আহত পাঁচজনকে চিকিৎসার জন্য জেলার সায়লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিউ এবং গির পরিদর্শন করে ফিরে আসছিলেন তাঁরা ৷ দু’দিন পর আমেদাবাদ থেকে বাড়ি ফেরার বিমান ছিল । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।