মুম্বই, 22 জানুয়ারি: হাতে একমাসেরও কম সময় ৷ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ ৷ এরইমধ্যে নয়া বিতর্ক দানা বেঁধেছিল ভারতীয় দলের জার্সি নিয়ে ৷ ভারত সেদেশে খেলতে যেতে অনীহা প্রকাশ করায় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে গিয়েছে আইসিসি ৷ এরপর আয়োজক পাকিস্তানের নাম থাকার দরুণ জার্সিতে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো ব্যবহারেও বিসিসিআই অনিচ্ছা প্রকাশ করেছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয় ৷ কিন্তু সেই খবর যে মোটেই সত্যি নয়, তা জানিয়ে দেওয়া হল বিসিসিআই'য়ের তরফে ৷
বিসিসিআই'য়ের নবনির্বাচিত সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিলেন, আইসিসি'র ইউনিফর্ম সংক্রান্ত সমস্ত নির্দেশিকা বিসিসিআই অনুসরণ করবে নিয়ম মেনেই ৷ অর্থাৎ, আয়োজক পাকিস্তানের নাম লেখা অফিসিয়াল লোগো নিশ্চিতভাবে থাকবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জার্সিতে ৷ বোর্ডের নয়া সচিব সংবাদসংস্থা পিটিআই'কে বলেন, "ভারতীয় ক্রিকেট বোর্ড ইউনিফর্ম সংক্রান্ত আইসিসি'র যাবতীয় নিয়ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেনে চলবে ৷"
সইকিয়া আরও বলেন, "লোগো কিংবা ড্রেস কোডের বিষয়ে বাকি দলগুলো যে নিয়ম মেনে চলবে, আমরাও ক্রিকেটের স্পিরিটের কথা মাথায় রেখে একই নিয়ম অনুসরণ করব ৷" তবে রোহিত শর্মার পাকিস্তানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে বলে জানান বোর্ডে জয় শাহের উত্তরসূরি ৷ উল্লেখ্য, পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অফিসিয়াল ফটোশুট এবং সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে সমস্ত অংশগ্রহণকারী দলের অধিনায়কের ৷ নিয়ম মেনে সেদেশে যাওয়ার কথা ভারত অধিনায়ক রোহিত শর্মারও ৷ কিন্তু দু'দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে ভারত যেমন পাকিস্তানে খেলতে যাচ্ছে না, একইভাবে রোহিতের যাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা ৷
🚨 THE BCCI AGREES TO HAVE PAKISTAN ON CT JERSEY. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 22, 2025
- BCCI Secretary confirms the BCCI will follow every uniform related ICC rule during the Champions Trophy. (PTI). pic.twitter.com/X2Yx9RrhTW
এব্যাপারে সইকিয়া পিটিআই'কে বলেন, "আইসিসি'র তরফে সাংবাদিক সম্মেলনে অংশ নিতে রোহিত পাকিস্তানে যাবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি ৷" আগামী 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ ৷ ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টে তাঁদের প্রথম ম্য়াচটি খেলবে 20 ফেব্রুয়ারি ৷ গ্রুপ পর্বের পরবর্তী দু'টি ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে 23 ফেব্রুয়ারি ও 2 মার্চ ৷ 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ টিম ইন্ডিয়ার ৷ 2 মার্চ রোহিতরা খেলবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷