চন্দ্রকোনা, 22 জানুয়ারি: শ্রাদ্ধবাড়িতে এসে দুই বেয়াই মিলে বসেছিলেন মদ্যপানে ৷ অর্ধেক গ্লাস পানের পরই অসুস্থতা শুরু হয় দু'জনের ৷ এরপর দ্রুত তাদের চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দুজনের মৃত্যু হয় ৷ বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াসাই গ্রামে ।
জানা গিয়েছে, উড়াসাই গ্রামের বাসিন্দা লক্ষণ রুইদাসের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল ৷ সেই উপলক্ষে আমন্ত্রিত ছিল আত্মীয় পরিজনরা । তেমনই কেশপুর থানার মুগবাসন এলাকার বাসিন্দা সন্তু রুইদাস এবং গড়বেতার বাসিন্দা গণেশ রুইদাস এসেছিলেন লক্ষণের বাড়িতে ৷ গণেশ ও সন্তু দুজন সম্পর্কে বেয়াই হন ৷ শ্রাদ্ধানুষ্ঠান শেষে আজ বুধবার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল । তার আগে দু'জনেই একসঙ্গে মদ্যপান করতে বসেছিলেন ৷ সেই সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন তাঁরা ৷
তারপর তাদের চন্দ্রকোনা হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি ৷ কর্তব্যরত চিকিৎসক দুই বেয়াইকেই মৃত বলে জানান ৷ সন্তু রুইদাসকে আনামাত্রই মৃত বলে জানানো হলেও গণেশ রুইদাসের চিকিৎসা শুরু হয়েছিল ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনিও মারা যান । শুধু মদ্যপান করতেই কীভাবে মৃত্যু হতে পারে তা ভেবে পাচ্ছে না দুজনের পরিবার ৷ মদের বোতলে বিষাক্ত জাতীয় কিছু ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন মৃতের পরিজনরা । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ দু'টি উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মত পুলিশের ৷