ETV Bharat / state

ভারতীয় সেনার ভুয়ো ক্যাপ্টেনকে গ্রেফতার লালবাজারের - FAKE ARMY CAPTAIN ARRESTED

ধৃতের নাম শেখ নাজির হোসেন ৷ পার্কস্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ৷

KOLKATA POLICE
ভারতীয় সেনার ভুয়ো ক্যাপ্টেনকে গ্রেফতার লালবাজারের (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 7:02 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: খাস কলকাতায় গোর্খা রাইফেলসের জাওয়ানের পোশাক উদ্ধার । উদ্ধার গোর্খা রাইফেলসের টুপি, বেল্ট, একজোড়া বুট, তিনটি করে মোট ছ'টি স্টার-সহ একাধিক সামগ্রী । দীর্ঘক্ষণ ধরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পাশাপাশি একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ।

তাঁর নাম শেখ নাজির হোসেন (35) । শুক্রবার রাতে পার্কস্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডের একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় । পরে সেখান থেকে এই সামগ্রীগুলি উদ্ধার হয় ।

Fake Army Captain Arrested
ভুয়ো পরিচয়পত্র (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া রিবন (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "শেখ নাজির হোসেন নামে একজনকে আমরা গ্রেফতার করেছি । তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে নাকি যুবকদের ভারতীয় সেনায় পাঠানোর জন্য একটি সেন্টার চালাত । তবে তার কাছে সেই সংক্রান্ত কোনও নথিপত্র উদ্ধার হয়নি । তাকে গ্রেফতার করা হয় ।"

Fake Army Captain Arrested
ভুয়ো পরিচয়পত্র (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া বেল্ট (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

এই ঘটনায় এখন প্রশ্ন উঠেছে যে, কীভাবে ওই ব্যক্তির কাছে অসম রাইফেলসের জওয়ানের যাবতীয় সামগ্রী এসে পৌঁছালো ? পাশাপাশি তার কাছে কীভাবে ভারতীয় সেনার পোশাক এল ? এই ব্যক্তির সঙ্গে ভারতীয় সেনার কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই ব্যাপারগুলিও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে ।

Fake Army Captain Arrested
শেখ নাজির হোসেন (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার নেমপ্লেট (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

তদন্তকারীদের সূত্রে খবর, তিনি মানুষকে ভারতীয় সেনার ক্যাপ্টেন বলে পরিচয় দিতেন । পার্কস্ট্রিটের ওই বাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনার ভুয়ো ইউনিফর্ম, আধার কার্ড, ক্যাশ মেমো, সেনা জাওয়ানের জুতো, সেনার ভুয়ো নেমপ্লেট-সহ একাধিক ভুয়ো ডকুমেন্ট ।

Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া ইউনিফর্ম (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া টুপি (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

পুলিশ সূত্রে খবর, নিজেকে গোর্খা রাইফেলসের আধিকারিক হিসেবে পরিচয় দিতেন এই নাজির । অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে ।

Fake Army Captain Arrested
ভারতীয় সেনার ভুয়ো ক্যাপ্টেন গ্রেফতার (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

কলকাতা, 22 ফেব্রুয়ারি: খাস কলকাতায় গোর্খা রাইফেলসের জাওয়ানের পোশাক উদ্ধার । উদ্ধার গোর্খা রাইফেলসের টুপি, বেল্ট, একজোড়া বুট, তিনটি করে মোট ছ'টি স্টার-সহ একাধিক সামগ্রী । দীর্ঘক্ষণ ধরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পাশাপাশি একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ।

তাঁর নাম শেখ নাজির হোসেন (35) । শুক্রবার রাতে পার্কস্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডের একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় । পরে সেখান থেকে এই সামগ্রীগুলি উদ্ধার হয় ।

Fake Army Captain Arrested
ভুয়ো পরিচয়পত্র (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া রিবন (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "শেখ নাজির হোসেন নামে একজনকে আমরা গ্রেফতার করেছি । তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে নাকি যুবকদের ভারতীয় সেনায় পাঠানোর জন্য একটি সেন্টার চালাত । তবে তার কাছে সেই সংক্রান্ত কোনও নথিপত্র উদ্ধার হয়নি । তাকে গ্রেফতার করা হয় ।"

Fake Army Captain Arrested
ভুয়ো পরিচয়পত্র (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া বেল্ট (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

এই ঘটনায় এখন প্রশ্ন উঠেছে যে, কীভাবে ওই ব্যক্তির কাছে অসম রাইফেলসের জওয়ানের যাবতীয় সামগ্রী এসে পৌঁছালো ? পাশাপাশি তার কাছে কীভাবে ভারতীয় সেনার পোশাক এল ? এই ব্যক্তির সঙ্গে ভারতীয় সেনার কোনও যোগাযোগ রয়েছে কি না, সেই ব্যাপারগুলিও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে ।

Fake Army Captain Arrested
শেখ নাজির হোসেন (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার নেমপ্লেট (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

তদন্তকারীদের সূত্রে খবর, তিনি মানুষকে ভারতীয় সেনার ক্যাপ্টেন বলে পরিচয় দিতেন । পার্কস্ট্রিটের ওই বাড়ি থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনার ভুয়ো ইউনিফর্ম, আধার কার্ড, ক্যাশ মেমো, সেনা জাওয়ানের জুতো, সেনার ভুয়ো নেমপ্লেট-সহ একাধিক ভুয়ো ডকুমেন্ট ।

Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া ইউনিফর্ম (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
Fake Army Captain Arrested
উদ্ধার হওয়া টুপি (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)

পুলিশ সূত্রে খবর, নিজেকে গোর্খা রাইফেলসের আধিকারিক হিসেবে পরিচয় দিতেন এই নাজির । অভিযুক্তর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে ।

Fake Army Captain Arrested
ভারতীয় সেনার ভুয়ো ক্যাপ্টেন গ্রেফতার (কলকাতা পুলিশ থেকে পাওয়া ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.