জলগাঁও, 22 জানুয়ারি: মহারাষ্ট্রের জলগাঁওয়ে রেল দুর্ঘটনায় কমপক্ষে 11 জনের মৃত্যু ৷ বুধবার বিকেলে পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে যাত্রীদের কেউ কেউ চেন টেনে ট্রেন থামিয়ে দেন ৷ ট্রেন থামতেই অনেকে নেমে পড়েন ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ।
সেই সময় পাশের লাইন দিয়ে দ্রুতগতিতে আসা কর্ণাটক এক্সপ্রেস তাঁদের বেশ কয়েকজনকে ধাক্কা মারে ৷ ডিআরএম ভুসাওয়াল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ 11 জনের মৃত্যুর পাশাপাশি আরও অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷
महाराष्ट्र के जलगांव में हुआ रेल हादसा अत्यंत दुःखद है। इस संबंध में मुख्यमंत्री श्री @Dev_Fadnavis जी से बात कर हादसे की जानकारी ली। स्थानीय प्रशासन घायलों को हर संभव मदद पहुँचा रहा है। इस दुर्घटना में जान गँवाने वाले लोगों के परिजनों के प्रति गहरी संवेदनाएँ व्यक्त करता हूँ और…
— Amit Shah (@AmitShah) January 22, 2025
রেল সূত্রে খবর, এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার অন্তর্গত পাচোরা স্টেশন এবং পারধাড়ে স্টেশনের কাছে ৷ পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব রটে যায় ৷ তখন যাত্রীদের মধ্যে কেউ কেউ চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করে ৷ বিকেল 5টা নাগাদ পুষ্পক এক্সপ্রেস পাচোরা স্টেশনের কাছে থামে ৷ এরপর কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময় পাশের ট্র্যাকে উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলে গিয়েছেন রেলের সেকশন ইঞ্জিনিয়র থেকে শুরু করে রাজ্য প্রশসনের কর্তারাও ৷
রেলের এক উচ্চস্তরীয় আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কোনও কারণে ট্রেনে আগুনের ফুলকি দেখা যায় ৷ তাতে কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন ৷ তাঁদের মধ্যে কিছু যাত্রী চেন টানেন ৷ ট্রেন থামলে কেউ কেউ রেলের ট্র্যাকে নেমে পড়েন ৷ ঠিক সেই সময় পাশের ট্র্যাকে উল্টো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস আসছিল ৷" মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল বলেন, "শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷"
जळगाव जिल्ह्यातील पाचोरानजीक एका अत्यंत दुर्दैवी घटनेत काही लोकांचा मृत्यू झाल्याची घटना अतिशय वेदनादायी आहे. मी त्यांना भावपूर्ण श्रद्धांजली अर्पण करतो.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) January 22, 2025
माझे सहकारी मंत्री गिरीश महाजन तसेच पोलिस अधीक्षक हे घटनास्थळी पोहोचले असून, जिल्हाधिकारी काही वेळात तेथे पोहोचत आहेत. संपूर्ण…
নাসিকের ডিভিশনাল কমিশনার প্রবীণ গেদাম বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছেছি ৷ অতিরিক্ত এসপি, এসপি, কালেক্টর এবং প্রত্যেকে রওনা দিয়েছেন ৷ আমরা ডিআরএম এবং রেলওয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ 8টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে ৷ রেলের উদ্ধারকারী ভ্যান এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছচ্ছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ প্রশাসন সব দিক দিয়ে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে ৷" পরে আরও 3 জনের মৃত্যুর খবর মিলেছে ।