ETV Bharat / state

চার বছরের শিশুকে ধর্ষণ, যুবকের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত - MAN SENT TO 20 YEARS IN JAIL

6 বছর আগে চার বছরের শিশুকে ধর্ষণের সাজা শোনাল ব‍্যারাকপুর মহকুমা আদালত ৷ অভিযুক্ত যুবকের 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷

20 years jail for raping
ব‍্যারাকপুর মহকুমা আদালত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2024, 9:29 PM IST

ব‍্যারাকপুর, 4 ডিসেম্বর: চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব‍্যস্ত যুবক ৷ 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ব‍্যারাকপুর মহকুমা আদালতের ৷ সাজাপ্রাপ্ত আসামির নাম রঞ্জিৎ দে ৷ ধর্ষণ-কাণ্ডে মঙ্গলবার অভিযুক্ত যুবককে দোষী সাব‍্যস্ত করেন ব‍্যারাকপুর মহকুমা আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায় ৷ বুধবার যুবকের সাজা ঘোষণা করেন বিচারক ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটে 2018 সালের 30 মার্চ । সেদিন হালিশহর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আমবাগান কলোনি এলাকায় রঞ্জিতের বাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শিশুটির মা ৷ সঙ্গে ছিলেন তাঁর চার বছরের শিশু কন‍্যাও ৷ অভিযোগ, শিশুর মা যখন মন্দিরে পুজো দিতে ব্যস্ত ছিলেন, সেই সময় তাঁর অজান্তেই শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় রঞ্জিৎ। এরপর, জোর জবরদস্তি শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুজো দেওয়ার পর শিশুটির মা ভেবেছিলেন, মেয়ে হয়তো প্রতিবেশীর বাড়িতে খেলতে ব্যস্ত ৷ তাই বাড়ি চলে গিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় রঞ্জিতের বাড়িতে মেয়েকে ডাকতে যান নির্যাতিতার মা। সেসময় মেয়ের গলা শুনে রঞ্জিতের ঘরে ঢুকে তাকে কাঁদতে দেখেন তিনি। কাঁদতে কাঁদতেই মাকে প্রতিবেশী ওই যুবকের কু-কর্মের কথা জানায় শিশুটি ৷ এরপরই বীজপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে রঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিকে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে 2018 সালের 6 মে চার্জশিট পেশ করা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে ৷ ছ'বছর ধরে ওই আদালতে মামলা চলার পর মঙ্গলবার অভিযুক্ত রঞ্জিৎকে দোষী সাব্যস্ত করেন বিচারক । বুধবার সাজা ঘোষণা হয়।

এই প্রসঙ্গে মামলার সরকারি আইনজীবী অসীম কুমার দত্ত বলেন,"বিচার প্রক্রিয়ার শেষে এদিন দোষীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড-সহ 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক । অনাদায়ে অতিরিক্ত দু'বছরের সশ্রম কারাদণ্ড হবে।"

ব‍্যারাকপুর, 4 ডিসেম্বর: চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব‍্যস্ত যুবক ৷ 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ব‍্যারাকপুর মহকুমা আদালতের ৷ সাজাপ্রাপ্ত আসামির নাম রঞ্জিৎ দে ৷ ধর্ষণ-কাণ্ডে মঙ্গলবার অভিযুক্ত যুবককে দোষী সাব‍্যস্ত করেন ব‍্যারাকপুর মহকুমা আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায় ৷ বুধবার যুবকের সাজা ঘোষণা করেন বিচারক ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটে 2018 সালের 30 মার্চ । সেদিন হালিশহর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আমবাগান কলোনি এলাকায় রঞ্জিতের বাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শিশুটির মা ৷ সঙ্গে ছিলেন তাঁর চার বছরের শিশু কন‍্যাও ৷ অভিযোগ, শিশুর মা যখন মন্দিরে পুজো দিতে ব্যস্ত ছিলেন, সেই সময় তাঁর অজান্তেই শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় রঞ্জিৎ। এরপর, জোর জবরদস্তি শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুজো দেওয়ার পর শিশুটির মা ভেবেছিলেন, মেয়ে হয়তো প্রতিবেশীর বাড়িতে খেলতে ব্যস্ত ৷ তাই বাড়ি চলে গিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় রঞ্জিতের বাড়িতে মেয়েকে ডাকতে যান নির্যাতিতার মা। সেসময় মেয়ের গলা শুনে রঞ্জিতের ঘরে ঢুকে তাকে কাঁদতে দেখেন তিনি। কাঁদতে কাঁদতেই মাকে প্রতিবেশী ওই যুবকের কু-কর্মের কথা জানায় শিশুটি ৷ এরপরই বীজপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে রঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিকে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে 2018 সালের 6 মে চার্জশিট পেশ করা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে ৷ ছ'বছর ধরে ওই আদালতে মামলা চলার পর মঙ্গলবার অভিযুক্ত রঞ্জিৎকে দোষী সাব্যস্ত করেন বিচারক । বুধবার সাজা ঘোষণা হয়।

এই প্রসঙ্গে মামলার সরকারি আইনজীবী অসীম কুমার দত্ত বলেন,"বিচার প্রক্রিয়ার শেষে এদিন দোষীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড-সহ 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক । অনাদায়ে অতিরিক্ত দু'বছরের সশ্রম কারাদণ্ড হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.