কলকাতা, 10 ফেব্রুয়ারি: উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা এখনও নীচের দিকে রয়েছে। বায়ুমণ্ডলের ওপরের স্তরে এখনও ঠান্ডা হাওয়ার স্রোত বইছে। ফলে শীত এখনও রয়েছে। তবে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে। যার জেরে বঙ্গের পারদ চড়বে। বিদায় লগ্নে বঙ্গে পিছুটান শীতের এখনও। গত দু'দিন শীতের আমেজ ফিরেছিল রাজ্যে। তবে, কনকনে ঠান্ডা নয় ৷ কিন্তু, মালুম হচ্ছে শীতের উপস্থিতি। রবিবারের পরে আজ, সোমবারও ঠান্ডার রেশ থাকবে বঙ্গে।
আগামিকাল, মঙ্গলবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ফের পারদ পতনের সম্ভাবনার কথা বলছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা। তবে তা কখনওই 'মাঘের শীত বাঘের গায়ে'র মতো হবে না। বরং, সেটা ফাল্গুনে বিদায়ী শীত বার্তা। উত্তরবঙ্গে আরও কয়েকদিন শীত থাকবে। তারপরই শীতের বিদায়, স্বাগত বসন্ত।
মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। জেলায় কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। পাহাড়ে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 34 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সোমবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।