ETV Bharat / state

বামফ্রন্টের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার মালদায়

বুধবার মালদায় পুলিশ সুপারের অফিসে অভিযান করে বামফ্রন্ট ৷ উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

LEFT FRONT DEPUTATION
বামফ্রন্টের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার মালদায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

মালদা, 4 ডিসেম্বর: বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার ডাকে মালদার পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে বুধবার তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি । দু’টি ব্যারিকেড ভেঙেও পুলিশ সুপারের অফিস পর্যন্ত পৌঁছতে পারলেন না বাম সমর্থকরা । প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ । মালদা জেলা পরিষদের সভাধিপতির গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে গেলে গাড়ি ঘিরে ‘চোরদের সরকারের প্রয়োজন নেই’ ও ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয় । বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে ফিরতে হয় সভাধিপতিকে ।

বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে যান বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার সদস্যরা । মিছিলে পা মেলান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । বামফ্রন্টের এই অভিযানকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপার অফিসে পৌঁছনোর রাস্তা । দু’টি ব্যারিকেড ভেঙে বাম সমর্থকরা এগিয়ে গেলেও বাঁশের বিশাল ব্যারিকেডের সামনে থামতে হয় অভিযানকারীদের ।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ফের অভিযানকারীরা গৌড়রোড মোড়ে এসে অবরোধ করেন । ঘটনাচক্রে সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের লিপিকা বর্মন ঘোষের গাড়ি । তাঁর গাড়িকে ঘিরে চলতে থাকে স্লোগান ।

মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “সারা রাজ্যের মতো মালদা জেলাতেও একাধিক পাচার, নেশা বিক্রি, খুন সবই হচ্ছে । রাস্তাতে টোটো চললেও তৃণমূল নেতাদের টাকা দিতে হচ্ছে । পুলিশ এসব জানে না ? তবে কি পুলিশ শুধু রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাস-ট্রাকের থেকে তোলা আদায় করার জন্য আছে ? পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ ছাত্র, যুব, মহিলা মিলে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম । পুলিশ সুপাররা কি মানুষের জন্য রয়েছেন, নাকি থানাগুলোকে যেমন তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে, তেমনই পুলিশ সুপার তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন ।”

মালদা, 4 ডিসেম্বর: বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার ডাকে মালদার পুলিশ সুপারের অফিস অভিযান ঘিরে বুধবার তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি । দু’টি ব্যারিকেড ভেঙেও পুলিশ সুপারের অফিস পর্যন্ত পৌঁছতে পারলেন না বাম সমর্থকরা । প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ । মালদা জেলা পরিষদের সভাধিপতির গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে গেলে গাড়ি ঘিরে ‘চোরদের সরকারের প্রয়োজন নেই’ ও ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয় । বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে ফিরতে হয় সভাধিপতিকে ।

বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে যান বামফ্রন্টের ছাত্র, যুব ও মহিলা মোর্চার সদস্যরা । মিছিলে পা মেলান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । বামফ্রন্টের এই অভিযানকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পুলিশ সুপার অফিসে পৌঁছনোর রাস্তা । দু’টি ব্যারিকেড ভেঙে বাম সমর্থকরা এগিয়ে গেলেও বাঁশের বিশাল ব্যারিকেডের সামনে থামতে হয় অভিযানকারীদের ।

মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ফের অভিযানকারীরা গৌড়রোড মোড়ে এসে অবরোধ করেন । ঘটনাচক্রে সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের লিপিকা বর্মন ঘোষের গাড়ি । তাঁর গাড়িকে ঘিরে চলতে থাকে স্লোগান ।

মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “সারা রাজ্যের মতো মালদা জেলাতেও একাধিক পাচার, নেশা বিক্রি, খুন সবই হচ্ছে । রাস্তাতে টোটো চললেও তৃণমূল নেতাদের টাকা দিতে হচ্ছে । পুলিশ এসব জানে না ? তবে কি পুলিশ শুধু রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাস-ট্রাকের থেকে তোলা আদায় করার জন্য আছে ? পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ ছাত্র, যুব, মহিলা মিলে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলাম । পুলিশ সুপাররা কি মানুষের জন্য রয়েছেন, নাকি থানাগুলোকে যেমন তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে, তেমনই পুলিশ সুপার তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.