পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাইরে না তিহাড়ে ! আজ কেজরির জামিনের আবেদনের শুনানি আদালতে - Arvind Kejriwal

Delhi CM Bail plea: নির্বাচনী কাজে কয়েকদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ যদিও ভোট মিটতেই ফিরতে হয়েছে তিহাড়ে ৷ শুক্রবার তাঁর জামিনের শুনানি শুনবে রাউজ অ্যাভেনিউ আদালত ৷

Rouse Avenue Court to hear Delhi CM Bail plea
দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের শুনানি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 10:51 AM IST

Updated : Jun 14, 2024, 2:59 PM IST

নয়াদিল্লি, 14 জুন:লোকসভা নির্বাচনের জন্য অন্তর্বর্তী জামিনে কয়েকদিনের জন্য তিহাড়ের বাইরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ ভোট মিটতেই ফের জেলে ফিরতে হয়েছে তাঁকে ৷ তবে কী জামিন পাবে না কেজরি ? এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে আজ, শুক্রবার ৷ আবগারি দুর্নীতি মামলায় কেজরির জামিনের আবেদনের শুনানি করবে দিল্লির রাউজ অ্যাভেনিউ আদালত । ভোটের পর শারীরিক সমস্যার কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা ৷ যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দেয় ইডি-র এই বিশেষ আদালত ৷

মামলা চলাকালীন গত 7 জুন কেজরির জামিন আবেদনের বিরোধিতা করেন ইডি আধিকারিকরা ৷ যদিও কেন্দ্রীয় আধিকারিকদের সেই বক্তব্যের তীব্র করেন কেজরির আইনজীবী এন হরিহরন ৷ অবশ্য ইডি-র আচরণে আপত্তি জানায় আদালতও ৷ তবে ইডি-র তরফে এএসজি এসভি রাজু জানান, তাঁদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রীর মামলা ছাড়াও আরও অনেক মামলা রয়েছে ৷ কেন্দ্রীয় সংস্থার সেই মন্তব্যের উত্তরে আইনজীবী হরিহরন গ্রীষ্মের ছুটিতে মামলার শুনানির আবেদন জানান ৷

উল্লেখ্য, গত 5 জুন কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত ৷ বরং কেজরিওয়ালের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আদালতের তরফে তিহাড় জেলের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় ৷ সেইসঙ্গে কেজরির সঙ্গে দেখা করার ক্ষেত্রে তাঁর আইনজীবীকে ছাড়ও দেওয়া হয় ৷ জামিনের জন্য সুপ্রিম কোর্টেও আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী ৷ যদিও গত 30 মে সেই আবেদন মঞ্জুর করেনি শীর্ষ আদালত ৷ অবশেষে 10 মে লোকসভা নির্বাচনে প্রচার এবং বিভিন্ন নির্বাচনী কাজের জন্য আপ নেতার 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনে সবুজ সংকেত দেয় শীর্ষ আদালত ৷

Last Updated : Jun 14, 2024, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details