ETV Bharat / state

তন্ময় ভট্টাচার্যকে ফের 6 মাস সাসপেন্ড সিপিএমের, যেকোনও সম্মেলনে যোগদানে নিষেধাজ্ঞা - TANMOY BHATTACHARYA

সিপিএম ইন্টারনাল কমপ্লেইন কমিটির তদন্ত রিপোর্ট ও সুপারিশ অনুসারে দল তন্ময় ভট্টাচার্যকে ছ’মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ।

Tanmoy Bhattacharya
ফের 6 মাসের জন্য সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কলকাতা, 20 ডিসেম্বর: মহিলা সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে ফের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ছ’মাসের জন্য সাসপেন্ড করল দলের রাজ্য কমিটি । সিপিএমের মুখপত্রে এই সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে । এই ছ’মাস সময়ের মধ্যে জেলা বা রাজ্য কোনও সম্মেলনেই যোগ দিতে পারবেন না তন্ময় ভট্টাচার্য । তন্ময় ঘনিষ্ট শিবিরের অবশ্য দাবি, তাঁকে সম্মেলন থেকে দূরে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এই প্রসঙ্গে দলের কোনও পক্ষ প্রকাশ্যে মুখ খুলতে চায়নি ।

সিপিএমের তরফে জানানো হয়েছে, সিপিএম ইন্টারনাল কমপ্লেইন কমিটি তদন্ত রিপোর্ট ও সুপারিশ অনুসারে দল তন্ময় ভট্টাচার্যকে ছ’মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে । দলের তরফে বলা হয়েছে, পোর্টালের এক মহিলা সাংবাদিক অভিযোগ আনেন যে, তাঁর সঙ্গে অভব্য ও অশালীন আচরণ করেছেন তন্ময় ভট্টাচার্য । সেই অভিযোগের তদন্ত করছে দলের ইন্টারনাল কমপ্লেইন কমিটি । তারাই এবার রাজ্য পার্টিকে সুপারিশ করেছে ছ’মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হোক । সেই অনুসারে তাঁকে দল সাসপেন্ড করেছে ।

সিপিএম সূত্রে খবর, বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই বিষয়ে রিপোর্ট ও সুপারিশ জমা করে কমপ্লেইন কমিটি । চলতি মাসে 30, 31 রাজ্য কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ হবে । তন্ময় ভট্টাচার্য পার্টির উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য । এই সিদ্ধান্তের অনুমোদন দেবে কেন্দ্রীয় কমিটি । তবে রাজ্যের সিদ্ধান্তের খুব একটা বিপরীতে যায় না কেন্দ্রীয় কমিটি, তাও আবার মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ।

উল্লেখ্য, চলতি বছরের গত 27 অক্টোবর পোর্টালের এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ সামনে এসেছিল । অভিযোগকারী মহিলা সাংবাদিক সোশাল মিডিয়ায় লাইভ করে নিজের সঙ্গে ঘটা ঘটনা তুলে ধরেন । তিনি অভিযোগ করেছিলেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর কোলে বসে যান ।

সেই ঘটনা নিয়ে মুহূর্তে বিভিন্ন মাধ্যমে খবর হয় । এরপরেই পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগের গুরুত্ব দিয়ে জানান, তদন্ত কমিটি তদন্ত করবে । শুরু হয় তন্ময়ের বিরুদ্ধে পার্টির তদন্ত । কমিটি তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেন । সেলিম জানিয়েছিলেন, তদন্ত চলাকালীন সময়কালে সাসপেন্ড থাকবেন তন্ময় ভট্টাচার্য । সেই মতো তিনি সাসপেন্ড ছিলেন ৷ তবে তদন্ত শেষে সাময়িক সাসপেনশন উঠে গিয়েছিল ওই সিপিএম নেতার । কিন্তু রিপোর্টে দোষ মিলতেই উত্তর 24 পরগনা জেলার নেতার উপর নামল ফের সাসপেনশনের খাঁড়া ।

কলকাতা, 20 ডিসেম্বর: মহিলা সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে ফের সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ছ’মাসের জন্য সাসপেন্ড করল দলের রাজ্য কমিটি । সিপিএমের মুখপত্রে এই সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে । এই ছ’মাস সময়ের মধ্যে জেলা বা রাজ্য কোনও সম্মেলনেই যোগ দিতে পারবেন না তন্ময় ভট্টাচার্য । তন্ময় ঘনিষ্ট শিবিরের অবশ্য দাবি, তাঁকে সম্মেলন থেকে দূরে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এই প্রসঙ্গে দলের কোনও পক্ষ প্রকাশ্যে মুখ খুলতে চায়নি ।

সিপিএমের তরফে জানানো হয়েছে, সিপিএম ইন্টারনাল কমপ্লেইন কমিটি তদন্ত রিপোর্ট ও সুপারিশ অনুসারে দল তন্ময় ভট্টাচার্যকে ছ’মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে । দলের তরফে বলা হয়েছে, পোর্টালের এক মহিলা সাংবাদিক অভিযোগ আনেন যে, তাঁর সঙ্গে অভব্য ও অশালীন আচরণ করেছেন তন্ময় ভট্টাচার্য । সেই অভিযোগের তদন্ত করছে দলের ইন্টারনাল কমপ্লেইন কমিটি । তারাই এবার রাজ্য পার্টিকে সুপারিশ করেছে ছ’মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হোক । সেই অনুসারে তাঁকে দল সাসপেন্ড করেছে ।

সিপিএম সূত্রে খবর, বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই বিষয়ে রিপোর্ট ও সুপারিশ জমা করে কমপ্লেইন কমিটি । চলতি মাসে 30, 31 রাজ্য কমিটির বৈঠকে এই প্রস্তাব পাশ হবে । তন্ময় ভট্টাচার্য পার্টির উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য । এই সিদ্ধান্তের অনুমোদন দেবে কেন্দ্রীয় কমিটি । তবে রাজ্যের সিদ্ধান্তের খুব একটা বিপরীতে যায় না কেন্দ্রীয় কমিটি, তাও আবার মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে ।

উল্লেখ্য, চলতি বছরের গত 27 অক্টোবর পোর্টালের এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ সামনে এসেছিল । অভিযোগকারী মহিলা সাংবাদিক সোশাল মিডিয়ায় লাইভ করে নিজের সঙ্গে ঘটা ঘটনা তুলে ধরেন । তিনি অভিযোগ করেছিলেন, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর কোলে বসে যান ।

সেই ঘটনা নিয়ে মুহূর্তে বিভিন্ন মাধ্যমে খবর হয় । এরপরেই পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগের গুরুত্ব দিয়ে জানান, তদন্ত কমিটি তদন্ত করবে । শুরু হয় তন্ময়ের বিরুদ্ধে পার্টির তদন্ত । কমিটি তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেন । সেলিম জানিয়েছিলেন, তদন্ত চলাকালীন সময়কালে সাসপেন্ড থাকবেন তন্ময় ভট্টাচার্য । সেই মতো তিনি সাসপেন্ড ছিলেন ৷ তবে তদন্ত শেষে সাময়িক সাসপেনশন উঠে গিয়েছিল ওই সিপিএম নেতার । কিন্তু রিপোর্টে দোষ মিলতেই উত্তর 24 পরগনা জেলার নেতার উপর নামল ফের সাসপেনশনের খাঁড়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.