ETV Bharat / state

তিনমাসে 6 জন, ফের দার্জিলিং বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু - TOURIST DEATH IN DARJEELING

মৃতের নাম অমিয়নাথ ঘোষ ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনায় ৷ কেন বারবার পাহাড়ে পর্যটকের মৃত্যু, উঠছে প্রশ্ন ৷

Tourist Death in Darjeeling
তিনমাসে 6 জন, ফের দার্জিলিং বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 5:21 PM IST

দার্জিলিং, 31 জানুয়ারি: ফের শৈলরানিতে বেড়াতে গিয়ে মৃত্যু হল পর্যটকের । এবার মৃত্যু হয়েছে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা 55 বছরের অমিয়নাথ ঘোষের । শনিবার তাঁর দেহ দার্জিলিং সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে জিটিএ-র তরফে । তবে পর্যটকের মৃত্যুর কারণে পর্যটন মহলে আতঙ্ক ছড়িয়েছে । এই নিয়ে গত তিনমাসে মোট ছ’জন পর্যটকের হল । কেন বারবার পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Tourist Death in Darjeeling
দার্জিলিংয়ে মৃতের পরিবারের সদস্যরা (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিয়নাথ ঘোষ তাঁর পরিবারের সঙ্গে 29 জানুয়ারি পাহাড়ে বেড়াতে যান । এনজেপি থেকে তাঁরা কালিম্পং যান । কালিম্পং থেকে 30 জানুয়ারি দার্জিলিংয়ে পৌঁছান । সেদিন দার্জিলিংয়ের ঘুম, ম্যাল ও তার পার্শ্ববর্তী জায়গা ঘুরে দেখেন ।

এরপর ঘুরে হোটেলে ফিরলে রাত 11টা নাগাদ আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয় । রাতেই তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । শনিবার তাদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল ।

জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, "ঘুমে বেড়াতে গিয়েছিলেন ওই পর্যটক । রাতে আচমকা তিনি অসুস্থতা বোধ করেন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদের তরফে দেহ বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।"

প্রসঙ্গত, এর আগে গত বছরের 26 মে 29 বছরের উত্তর দিনাজপুরের এক পর্যটকেরও একইভাবে মৃত্যু হয়েছিল । 2022 সালে অক্টোবর মাসে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমানোর পর ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।

গত বছরেরই 21 নভেম্বর সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু হয় কলকাতার ভবানীপুরের বাসিন্দা পর্যটকের আশিস ভট্টাচার্য (58) নামে এক ব্যক্তির । 4 ডিসেম্বর সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যু হয় অঙ্কিতা ঘোষ (28) নামে এক পর্যটকের । তিনি উত্তর 24 পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা ছিলেন ।

এরপর চলতি মাসের 6 জানুয়ারি মালবাজারের ওয়াসাবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় আলাহিন শেখ নামে মুর্শিদাবাদের হরিহর থানার রমনামাঝপাড়ার বাসিন্দা । ওইদিনই দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হয় আরও এক বাঙালি পর্যটকের । মৃতের নাম দীপাঞ্জন সাহা (58) । তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ছিলেন । এর পর গত 15 জানুয়ারি আরও এক পর্যটকের মৃত্যু হয়৷ তাঁর নাম রাজনারায়ণ দে (55) । তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ৷

দার্জিলিং, 31 জানুয়ারি: ফের শৈলরানিতে বেড়াতে গিয়ে মৃত্যু হল পর্যটকের । এবার মৃত্যু হয়েছে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা 55 বছরের অমিয়নাথ ঘোষের । শনিবার তাঁর দেহ দার্জিলিং সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে জিটিএ-র তরফে । তবে পর্যটকের মৃত্যুর কারণে পর্যটন মহলে আতঙ্ক ছড়িয়েছে । এই নিয়ে গত তিনমাসে মোট ছ’জন পর্যটকের হল । কেন বারবার পাহাড়ে এই ধরনের ঘটনা ঘটছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Tourist Death in Darjeeling
দার্জিলিংয়ে মৃতের পরিবারের সদস্যরা (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমিয়নাথ ঘোষ তাঁর পরিবারের সঙ্গে 29 জানুয়ারি পাহাড়ে বেড়াতে যান । এনজেপি থেকে তাঁরা কালিম্পং যান । কালিম্পং থেকে 30 জানুয়ারি দার্জিলিংয়ে পৌঁছান । সেদিন দার্জিলিংয়ের ঘুম, ম্যাল ও তার পার্শ্ববর্তী জায়গা ঘুরে দেখেন ।

এরপর ঘুরে হোটেলে ফিরলে রাত 11টা নাগাদ আচমকা তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয় । রাতেই তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । শনিবার তাদের টাইগার হিল ঘুরতে যাওয়ার কথা ছিল ।

জিটিএ-র চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, "ঘুমে বেড়াতে গিয়েছিলেন ওই পর্যটক । রাতে আচমকা তিনি অসুস্থতা বোধ করেন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদের তরফে দেহ বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।"

প্রসঙ্গত, এর আগে গত বছরের 26 মে 29 বছরের উত্তর দিনাজপুরের এক পর্যটকেরও একইভাবে মৃত্যু হয়েছিল । 2022 সালে অক্টোবর মাসে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমানোর পর ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয় ।

গত বছরেরই 21 নভেম্বর সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু হয় কলকাতার ভবানীপুরের বাসিন্দা পর্যটকের আশিস ভট্টাচার্য (58) নামে এক ব্যক্তির । 4 ডিসেম্বর সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যু হয় অঙ্কিতা ঘোষ (28) নামে এক পর্যটকের । তিনি উত্তর 24 পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা ছিলেন ।

এরপর চলতি মাসের 6 জানুয়ারি মালবাজারের ওয়াসাবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় আলাহিন শেখ নামে মুর্শিদাবাদের হরিহর থানার রমনামাঝপাড়ার বাসিন্দা । ওইদিনই দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হয় আরও এক বাঙালি পর্যটকের । মৃতের নাম দীপাঞ্জন সাহা (58) । তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ছিলেন । এর পর গত 15 জানুয়ারি আরও এক পর্যটকের মৃত্যু হয়৷ তাঁর নাম রাজনারায়ণ দে (55) । তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.