ETV Bharat / bharat

সংসদে ধাক্কাধাক্কির ঘটনায় রাহুলের বিরুদ্ধে তদন্তে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা - PARLIAMENT SCUFFLE

রাহুলের গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল গতকাল ৷ এবার সংসদে ধাক্কাধাক্কিতে দুই বিজেপি সাংসদের আহত হওয়ার ঘটনায় তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ ৷

Rahul, Priyanka and other INDIA block members protest
সংসদে বিআরআম্ববেদকরের মূর্তির সামনে বিক্ষোভরত রাহুল, প্রিয়াঙ্কা এবং ইন্ডিয়া ব্লকের সদস্যরা (ছবি সৌজন্য: কংগ্রেসের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 4:17 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি সাংসদরা ৷ এরপরে দিল্লি পুলিশ এই ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ শুক্রবার সন্ধ্যায় এই মামলাটি দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার কাছে স্থানান্তরিত করল পুলিশ ৷

এদিনই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হয়তো আহত দুই বিজেপি সাংসদের বয়ান রেকর্ড করবে পুলিশ ৷ পাশাপাশি কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ৷ সূত্র আরও জানিয়েছে, দিল্লি পুলিশ সংসদে ঘটনাস্থলের সিসি ফুটেজ খতিয়ে দেখতে চায় ৷ এর জন্য সংসদের সচিবালয়কে চিঠি দিতে পারে পুলিশ ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানান, "এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হয়েছে ৷ তারাই তদন্ত করবে ৷"

বৃহস্পতিবার বিকেলে বিজেপির তরফে সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরী স্বরাজ, হেমাঙ্গ জোশীরা দিল্লি পুলিশের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ৷ ওই ধারাগুলির মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে ৷ বিএনএস-এর 115, 117 (ইচ্ছাকৃত গুরুতর আঘাত করা), 125 (মানুষকে বিপদে ফেলা), 131 (অপরাধী বাহিনীর ব্যবহার), 351 (হুমকি দেওয়ার অপরাধ), 3(5) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনাকে প্রিয়াঙ্কা বিজেপি সরকারের ঔদ্ধত্য বলে উল্লেখ করেছেন ৷ চত্বরে সাংবাদিকদের বলেন, "সরকার ভয় পেয়েছে ৷ সরকার আদানি ইস্যুতে বিতর্কে ভয় পাচ্ছে । তারা কোনও বিষয়েই বিতর্কে যেতে ভীত ৷ তারা জানে, আম্বেদকরজির প্রতি তাদের অনুভূতি কী । সেটা প্রকাশ্যেও এসে গিয়েছে ৷ আমরা যে ইস্যুগুলি নিয়ে সরব হচ্ছি, তাতে এখন তাঁরা বিরোধীদের ভয় পাচ্ছেন ৷" সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, "এফআইআর দায়ের করাটা সরকারের হতাশার প্রতীক ৷ তারা এতটাই হতাশ যে, মিথ্যা এফআইআর দায়ের করেছে ৷ রাহুলজি কখনও কাউকে ধাক্কা দিতে পারেন না ৷ আমি তাঁর বোন, আমি তাঁকে জানি ৷ তিনি এধরনের কাজ করতে পারেন না ৷"

গতকাল সকালে সংসদের মকর দ্বারে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চত্বর ৷ জানা গিয়েছে, মকর দ্বারে বিজেপি সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই সময় রাহুল-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ তাঁরা আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন ৷

এই ঘটনায় কংগ্রেসের রায়বরেলির সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, বিক্ষোভের সময় গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁরা দু'জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি সাংসদরা ৷ এরপরে দিল্লি পুলিশ এই ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ শুক্রবার সন্ধ্যায় এই মামলাটি দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার কাছে স্থানান্তরিত করল পুলিশ ৷

এদিনই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হয়তো আহত দুই বিজেপি সাংসদের বয়ান রেকর্ড করবে পুলিশ ৷ পাশাপাশি কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ৷ সূত্র আরও জানিয়েছে, দিল্লি পুলিশ সংসদে ঘটনাস্থলের সিসি ফুটেজ খতিয়ে দেখতে চায় ৷ এর জন্য সংসদের সচিবালয়কে চিঠি দিতে পারে পুলিশ ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানান, "এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হয়েছে ৷ তারাই তদন্ত করবে ৷"

বৃহস্পতিবার বিকেলে বিজেপির তরফে সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরী স্বরাজ, হেমাঙ্গ জোশীরা দিল্লি পুলিশের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ৷ ওই ধারাগুলির মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে ৷ বিএনএস-এর 115, 117 (ইচ্ছাকৃত গুরুতর আঘাত করা), 125 (মানুষকে বিপদে ফেলা), 131 (অপরাধী বাহিনীর ব্যবহার), 351 (হুমকি দেওয়ার অপরাধ), 3(5) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনাকে প্রিয়াঙ্কা বিজেপি সরকারের ঔদ্ধত্য বলে উল্লেখ করেছেন ৷ চত্বরে সাংবাদিকদের বলেন, "সরকার ভয় পেয়েছে ৷ সরকার আদানি ইস্যুতে বিতর্কে ভয় পাচ্ছে । তারা কোনও বিষয়েই বিতর্কে যেতে ভীত ৷ তারা জানে, আম্বেদকরজির প্রতি তাদের অনুভূতি কী । সেটা প্রকাশ্যেও এসে গিয়েছে ৷ আমরা যে ইস্যুগুলি নিয়ে সরব হচ্ছি, তাতে এখন তাঁরা বিরোধীদের ভয় পাচ্ছেন ৷" সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, "এফআইআর দায়ের করাটা সরকারের হতাশার প্রতীক ৷ তারা এতটাই হতাশ যে, মিথ্যা এফআইআর দায়ের করেছে ৷ রাহুলজি কখনও কাউকে ধাক্কা দিতে পারেন না ৷ আমি তাঁর বোন, আমি তাঁকে জানি ৷ তিনি এধরনের কাজ করতে পারেন না ৷"

গতকাল সকালে সংসদের মকর দ্বারে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চত্বর ৷ জানা গিয়েছে, মকর দ্বারে বিজেপি সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই সময় রাহুল-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ তাঁরা আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন ৷

এই ঘটনায় কংগ্রেসের রায়বরেলির সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, বিক্ষোভের সময় গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁরা দু'জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.