নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর করেছেন বিজেপি সাংসদরা ৷ এই ঘটনায় শুক্রবার হয়তো আহত দুই বিজেপি সাংসদের বয়ান রেকর্ড করতে পারে পুলিশ ৷ পাশাপাশি কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে সূত্রের খবর ৷
সূত্র আরও জানিয়েছে, দিল্লি পুলিশ সংসদে ঘটনাস্থলের সিসি ফুটেজ খতিয়ে দেখতে চায় ৷ এর জন্য সংসদের সচিবালয়কে চিঠি দিতে পারে পুলিশ ৷ পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, এই মামলাটি স্থানীয় থানা থেকে ক্রাইম ব্রাঞ্চের কাছেও স্থানান্তরিত করা হতে পারে ৷
#WATCH | Congress MP Priyanka Gandhi Vadra says, " this government is scared. this government is scared to have a discussion on adani matter. it is scared of having any discussion. they know that their true sentiments for ambedkar ji have come out. so, they are now scared of the… pic.twitter.com/SU9LR6xUss
— ANI (@ANI) December 20, 2024
বৃহস্পতিবার বিকেলে বিজেপির তরফে সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরী স্বরাজ, হেমাঙ্গ জোশীরা দিল্লি পুলিশের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ৷ ওই ধারাগুলির মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে ৷ বিএনএস-এর 115, 117 (ইচ্ছাকৃত গুরুতর আঘাত করা), 125 (মানুষকে বিপদে ফেলা), 131 (অপরাধী বাহিনীর ব্যবহার), 351 (হুমকি দেওয়ার অপরাধ), 3(5) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘটনাকে প্রিয়াঙ্কা বিজেপি সরকারের ঔদ্ধত্য বলে উল্লেখ করেছেন ৷ চত্বরে সাংবাদিকদের বলেন, "সরকার ভয় পেয়েছে ৷ সরকার আদানি ইস্যুতে বিতর্কে ভয় পাচ্ছে । তারা কোনও বিষয়েই বিতর্কে যেতে ভীত ৷ তারা জানে, আম্বেদকরজির প্রতি তাদের অনুভূতি কী । সেটা প্রকাশ্যেও এসে গিয়েছে ৷ আমরা যে ইস্যুগুলি নিয়ে সরব হচ্ছি, তাতে এখন তাঁরা বিরোধীদের ভয় পাচ্ছেন ৷" সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, "এফআইআর দায়ের করাটা সরকারের হতাশার প্রতীক ৷ তারা এতটাই হতাশ যে, মিথ্যা এফআইআর দায়ের করেছে ৷ রাহুলজি কখনও কাউকে ধাক্কা দিতে পারেন না ৷ আমি তাঁর বোন, আমি তাঁকে জানি ৷ তিনি এধরনের কাজ করতে পারেন না ৷"
গতকাল সকালে সংসদের মকর দ্বারে বিজেপি ও কংগ্রেসের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চত্বর ৷ জানা গিয়েছে, মকর দ্বারে বিজেপি সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই সময় রাহুল-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ তাঁরা আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন ৷
এই ঘটনায় কংগ্রেসের রায়বরেলির সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, বিক্ষোভের সময় গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেওয়া হয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁরা দু'জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷