ETV Bharat / bharat

ধনখড়ই কথা বলে যান ! কণ্ঠরোধের অভিযোগে সরব ডেরেক - DEREK O BRIEN

সংসদের ইতিহাসে প্রথম কোনও চেয়ারম্যান বা উপ-রাষ্ট্রপতির অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব পেশের ঘটনা ঘটে ৷ আরও একবার বিরোধীদের কথা বলতে না দেওয়ার অভিযোগ উঠল।

Dhankhar spoke for almost 30 per cent of time in RS: Derek O'Brien
কণ্ঠরোধের অভিযোগে সরব ডেরেক (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 5 hours ago

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদে কথা বলতে দিচ্ছেন না উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ৷ দিনকয়েক ধরেই বিরোধীদের এই অভিযোগে উত্তাল রাজ্যসভা ৷ বিরোধীদের এমন দাবির আবহে এবার নয়া অভিযোগ তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েনের ৷ শুক্রবার তৃণমূল সাংসদ অভিযোগ করেন, রাজ্যসভার চেয়ারম্যান প্রায় 30 শতাংশ সময় নিজেই কথা বলেছেন ।

শীতকালীন অধিবেশনের শেষদিনে চেয়ারম্যানের আচরণের প্রতিবাদ জানিয়ে ডেরেক একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, উচ্চসভা 18 ডিসেম্বর পর্যন্ত মোট 43 ঘণ্টা চলেছে ৷ তারমধ্যে চেয়ারম্যান জগদীপ ধনখরই প্রায় সাড়ে চার ঘণ্টা বক্তৃতা করেছেন ।’’ যদিও রাজ্যসভার চেয়ারম্যান বা সাংসদদের কথা বলার কোনও সরকারি রেকর্ড নেই ।

ডেরেক বলেন, ‘‘18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যসভা মোট 43 ঘণ্টা চলেছিল । এরমধ্যে 10 ঘণ্টা ধরে বিলগুলি নিয়ে আলোচনা হয়েছিল ৷ সংবিধান নিয়ে বিতর্ক সাড়ে 17 ঘণ্টা ধরে চলে । বাকি 15 ঘণ্টার মধ্যে কে সাড়ে চার ঘণ্টা বা প্রায় 30 শতাংশ সময় কথা বলেছেন ? রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর কি সংসদে নতুন রেকর্ড গড়েছেন ?’’

ডেরেকের এই মন্তব্যটি নিয়ে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মধ্যেই বিতর্ক তৈরি করেছে ৷ যদিও বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন । নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতা জানিয়েছেন, আসন্ন অধিবেশনে তাঁরা ফের একটি প্রস্তাব আনবেন ।

অনাস্থা প্রস্তাবে অনেক ত্রুটি রয়েছে ৷ এই প্রস্তাব শুধুমাত্র তাঁর সম্মানহানির উদ্দেশ্যেই আনা ৷ এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ৷ শুধু তাই নয়, তাঁর আরও দাবি জগদীপ ধনকড়ের নামের বানানটাও বিরোধী সাংসদরা ঠিক করে লিখতে পারেননি। গত 10 ডিসেম্বর সংসদের উচ্চকক্ষের দুই সাংসদ জয়রাম রমেশ ও নাসির হুসেন এই প্রস্তাব পেশ করেছিলেন ৷ স্বাক্ষর করেছিলেন 60 জন বিরোধী সাংসদ ৷ 25 নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনের প্রথম থেকেই আদানি ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ ৷ এরইমধ্যে রাজ্যসভার বিরোধী সাংসদরা চেয়ারম্যান ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে অনাস্থা প্রস্তাব পেশ করেন ৷ সংসদের 72 বছরের ইতিহাসে এই প্রথম কোনও চেয়ারম্যান বা উপ-রাষ্ট্রপতির অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব পেশের ঘটনা ঘটে ৷

আরও পড়ুন

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদে কথা বলতে দিচ্ছেন না উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ৷ দিনকয়েক ধরেই বিরোধীদের এই অভিযোগে উত্তাল রাজ্যসভা ৷ বিরোধীদের এমন দাবির আবহে এবার নয়া অভিযোগ তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েনের ৷ শুক্রবার তৃণমূল সাংসদ অভিযোগ করেন, রাজ্যসভার চেয়ারম্যান প্রায় 30 শতাংশ সময় নিজেই কথা বলেছেন ।

শীতকালীন অধিবেশনের শেষদিনে চেয়ারম্যানের আচরণের প্রতিবাদ জানিয়ে ডেরেক একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, উচ্চসভা 18 ডিসেম্বর পর্যন্ত মোট 43 ঘণ্টা চলেছে ৷ তারমধ্যে চেয়ারম্যান জগদীপ ধনখরই প্রায় সাড়ে চার ঘণ্টা বক্তৃতা করেছেন ।’’ যদিও রাজ্যসভার চেয়ারম্যান বা সাংসদদের কথা বলার কোনও সরকারি রেকর্ড নেই ।

ডেরেক বলেন, ‘‘18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যসভা মোট 43 ঘণ্টা চলেছিল । এরমধ্যে 10 ঘণ্টা ধরে বিলগুলি নিয়ে আলোচনা হয়েছিল ৷ সংবিধান নিয়ে বিতর্ক সাড়ে 17 ঘণ্টা ধরে চলে । বাকি 15 ঘণ্টার মধ্যে কে সাড়ে চার ঘণ্টা বা প্রায় 30 শতাংশ সময় কথা বলেছেন ? রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর কি সংসদে নতুন রেকর্ড গড়েছেন ?’’

ডেরেকের এই মন্তব্যটি নিয়ে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মধ্যেই বিতর্ক তৈরি করেছে ৷ যদিও বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন । নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতা জানিয়েছেন, আসন্ন অধিবেশনে তাঁরা ফের একটি প্রস্তাব আনবেন ।

অনাস্থা প্রস্তাবে অনেক ত্রুটি রয়েছে ৷ এই প্রস্তাব শুধুমাত্র তাঁর সম্মানহানির উদ্দেশ্যেই আনা ৷ এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ৷ শুধু তাই নয়, তাঁর আরও দাবি জগদীপ ধনকড়ের নামের বানানটাও বিরোধী সাংসদরা ঠিক করে লিখতে পারেননি। গত 10 ডিসেম্বর সংসদের উচ্চকক্ষের দুই সাংসদ জয়রাম রমেশ ও নাসির হুসেন এই প্রস্তাব পেশ করেছিলেন ৷ স্বাক্ষর করেছিলেন 60 জন বিরোধী সাংসদ ৷ 25 নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনের প্রথম থেকেই আদানি ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ ৷ এরইমধ্যে রাজ্যসভার বিরোধী সাংসদরা চেয়ারম্যান ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে অনাস্থা প্রস্তাব পেশ করেন ৷ সংসদের 72 বছরের ইতিহাসে এই প্রথম কোনও চেয়ারম্যান বা উপ-রাষ্ট্রপতির অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব পেশের ঘটনা ঘটে ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.