ETV Bharat / entertainment

'খাদান' পারবে সব ছবিকে 'টেক্কা' দিতে, প্রতিক্রিয়া দর্শকের - KHADAAN MOVIE BOXOFFICE

প্রথমদিন কেমন হল দেবের 'খাদান' ছবি? কি আশা রাখছেন দর্শকরা, জানল ইটিভি ভারত ৷ মুক্তি পেয়েছে আরও তিনটি বাংলা সিনেমা ৷

Etv Bharat
খাদান দেখতে দর্শকদের ভিড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলা ছবিতে গল্পের বুনন, অভিনয় ও পরিচালনা সঠিক হলে দর্শককে বলতে হয় না 'বাংলা সিনেমার পাশে দাঁড়ান' ৷ দর্শক এমনই ছুটবেন প্রেক্ষাগৃহে ৷ আরও একবার মাস সিনেমা বানিয়ে সেটাই প্রমাণ করলেন অভিনেতা-প্রযোজক দেব ৷ মুক্তি পেয়েছে যীশু সেনগপ্ত, দেব অভিনীত খাদান ৷ একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও তিনটি বাংলা সিনেমা ৷ ফলে কোনটা ছেড়ে দর্শক কোনটা দেখবেন সেটাই এখন ভাবনার ৷

ইতিমধ্যেই রায়গঞ্জে খাদানের রাতের শো ছিল হাউসফুল ৷ একইভাবে স্টার থিয়েটারেও অ্যাডভান্স বুকিংয়ের সঙ্গে সঙ্গে টিকিট বিক্রির সংখ্যা বাড়তে থাকে ৷ প্রথম দিন কেমন হল খাদান ছবির শো, হল ভিজিট করল ইটিভি ভারত ৷ হলের সামনে সকাল থেকেই ছিল দর্শকদের ভিড় ৷ প্রত্যেকেই প্রথম দিন দেবের অভিনয় দেখার জন্য ভিড় করেন প্রেক্ষাগৃহে ৷

খাদান নিয়ে প্রতিক্রিয়া দিলেন দর্শকরা (ইটিভি ভারত)

কেউ বলেছেন, 'খাদান' পারবে সব ছবিকে 'টেক্কা' দিতে। আবার কেউ বলেছেন, ইধিকা-দেবের অভিনয়ের পাশাপাশি রসায়নও আকৃষ্ট করেছে ৷ কারণ ইতিমধ্যেই ভাইরাল খাদান ছবির কিশোরী গান ৷ ফলে ছবি দেখার বড় আকর্ষণ এটাও৷ সঙ্গে অবশ্যই যীশু সেনগুপ্তের অভিনয় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন দর্শকরা ৷

'খাদান'-এর পাশাপাশি একই দিনে মুক্তি পেয়েছে বাংলায় আরও তিনটি ছবি। অনেকের ইচ্ছা সেগুলিও মিস করবেন না। আল্লু অর্জুন নাকি দেব? উত্তরে দুজন দর্শক বলেন, "অবশ্যই দেব।" তবে, শুক্রবার বাংলা সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। টিকিট মিলছে না বুক৷ মাই শো-তেও। তাই আজকের দিনটা 'টলিউড ডে' বললেও ভুল বলা হবে না।

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলা ছবিতে গল্পের বুনন, অভিনয় ও পরিচালনা সঠিক হলে দর্শককে বলতে হয় না 'বাংলা সিনেমার পাশে দাঁড়ান' ৷ দর্শক এমনই ছুটবেন প্রেক্ষাগৃহে ৷ আরও একবার মাস সিনেমা বানিয়ে সেটাই প্রমাণ করলেন অভিনেতা-প্রযোজক দেব ৷ মুক্তি পেয়েছে যীশু সেনগপ্ত, দেব অভিনীত খাদান ৷ একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও তিনটি বাংলা সিনেমা ৷ ফলে কোনটা ছেড়ে দর্শক কোনটা দেখবেন সেটাই এখন ভাবনার ৷

ইতিমধ্যেই রায়গঞ্জে খাদানের রাতের শো ছিল হাউসফুল ৷ একইভাবে স্টার থিয়েটারেও অ্যাডভান্স বুকিংয়ের সঙ্গে সঙ্গে টিকিট বিক্রির সংখ্যা বাড়তে থাকে ৷ প্রথম দিন কেমন হল খাদান ছবির শো, হল ভিজিট করল ইটিভি ভারত ৷ হলের সামনে সকাল থেকেই ছিল দর্শকদের ভিড় ৷ প্রত্যেকেই প্রথম দিন দেবের অভিনয় দেখার জন্য ভিড় করেন প্রেক্ষাগৃহে ৷

খাদান নিয়ে প্রতিক্রিয়া দিলেন দর্শকরা (ইটিভি ভারত)

কেউ বলেছেন, 'খাদান' পারবে সব ছবিকে 'টেক্কা' দিতে। আবার কেউ বলেছেন, ইধিকা-দেবের অভিনয়ের পাশাপাশি রসায়নও আকৃষ্ট করেছে ৷ কারণ ইতিমধ্যেই ভাইরাল খাদান ছবির কিশোরী গান ৷ ফলে ছবি দেখার বড় আকর্ষণ এটাও৷ সঙ্গে অবশ্যই যীশু সেনগুপ্তের অভিনয় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন দর্শকরা ৷

'খাদান'-এর পাশাপাশি একই দিনে মুক্তি পেয়েছে বাংলায় আরও তিনটি ছবি। অনেকের ইচ্ছা সেগুলিও মিস করবেন না। আল্লু অর্জুন নাকি দেব? উত্তরে দুজন দর্শক বলেন, "অবশ্যই দেব।" তবে, শুক্রবার বাংলা সিনেমা নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। টিকিট মিলছে না বুক৷ মাই শো-তেও। তাই আজকের দিনটা 'টলিউড ডে' বললেও ভুল বলা হবে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.