নয়াদিল্লি, 20 ডিসেম্বর: প্রিয়াঙ্কা গান্ধিকে ব্যাগ উপহার দিলেন বিজেপির মহিলা সাংসদ ৷ সাদা রঙের ব্যাগে লাল ইংরেজি হরফে লেখা 1984 ৷ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হত্যার পরপরই শিখ-বিরোধী দাঙ্গা হয়েছিল দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশে ৷ সূত্রে জানা গিয়েছে, সেই স্মৃতি উসকে দিতেই ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কাকে এমন ব্যাগ উপহার দিয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি ৷
ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গির প্রিয়াঙ্কাকে ব্যাগ দেওয়ার মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি '1984' লেখা ব্যাগটি নিয়ে সংসদ চত্বরে অপেক্ষা করছিলেন ৷ প্রিয়াঙ্কা গান্ধিকে সংসদের করিডোরে ঢুকতে দেখে তিনিও ওয়েনাড়ের জনপ্রতিনিধির পিছু নেন ৷ সারাঙ্গি তাঁর দিকে ব্যাগটি এগিয়ে দিলে প্রিয়াঙ্কা তাঁর হাত থেকে ব্যাগটি নিয়ে চলে যান ৷
VIDEO | Delhi: BJP MP Aparajita Sarangi (@AprajitaSarangi) brings a bag with '1984' written on it to the Parliament.
— Press Trust of India (@PTI_News) December 20, 2024
(Source: Third Party) pic.twitter.com/yaHYUqn5qZ
এই শীতকালীন অধিবেশনেই সংসদে প্রথম পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ বিভিন্ন বিষয়ের সমর্থনে প্রতিবাদের অভিনব পন্থা বেছে নিয়েছিলেন তিনি ৷ এই অধিবেশন চলাকালীন গত 16 ডিসেম্বর, বিজয় দিবসে প্রিয়াঙ্কার কাঁধে প্যালেস্তাইন লেখা ব্যাগ দেখা যায় ৷ ওই ব্যাগে প্যালেস্তাইনের প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল ৷ এই ব্যাগ নিয়ে বিজেপি সাংসদরা তাঁর সমালোচনা করেন ৷ কংগ্রেস তোষণের রাজনীতি করে বলে আক্রমণ করেন ৷ এদিকে ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধে বারংবার প্রিয়াঙ্কা প্যালেস্তাইনের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন ৷
#WATCH | Delhi | BJP MP Aparajita Sarangi gave a bag with ‘1984’ purportedly written on it to Congress MP Priyanka Gandhi Vadra
— ANI (@ANI) December 20, 2024
(Source: BJP) pic.twitter.com/oiudvpMCce
এর পরদিন 17 ডিসেম্বর, প্রিয়াঙ্কা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপর অত্যাচারের প্রতিবাদে একটি ব্যাগ নিয়ে সংসদে আসেন ৷ ওই ব্যাগে বাংলাদেশ লেখা ছিল ৷ সেই ব্যাগ নিয়েও তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিজেপি সাংসদরা ৷ এদিকে সেদিনই তিনি লোকসভায় বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের উপর অত্যাচার নিয়ে সরব হন ৷ কেন্দ্রের বিজেপি সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক, দাবি তুলেছিলেন প্রিয়াঙ্কা ৷