নয়াদিল্লি, 27 অগস্ট: দল যে ছাড়বেন, সেটা ঠিকই ছিল ৷ নিজের দল গড়বেন নাকি বিজেপিতে যাবেন, সেই নিয়ে জলঘোলা চলছিল ৷ তা স্পষ্ট হল সোমবার রাতে ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিজেপিতে নাম লেখানোর খবর প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ 30 অগস্ট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা চম্পাই সোরেন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন, সোমবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন হিমন্ত ৷
গতকাল চম্পাই সোরেন ও হিমন্ত বিশ্বশর্মাকে বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বাড়ি থেকে একসঙ্গে বেরতে দেখা যায় ৷ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের স্বতন্ত্র আদিবাসী নেতা চম্পাই সোরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ৷ 30 অগস্ট তিনি (চম্পাই সোরেন) রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন ৷" এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছেন হিমন্ত ৷ তাতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেন, হিমন্ত বিশ্বশর্মাকে একই ফ্রেমে দেখা যাচ্ছে ৷
এবছরের শেষে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ৷ তার আগে জেএমএম নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ এর নেপথ্যে রয়েছে হঠাৎ তাঁর মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া বলেও মত মহলের ৷