নয়াদিল্লি, 19 ডিসেম্বর: বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে বিজেপি সাংসদদের ধাক্কা মারার অভিযোগের পাল্টা একই অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ বৃহস্পতিবার তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে জানান, সংসদ চত্বরে বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা মারেন এবং তিনি পড়ে যান ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধও জানিয়েছেন স্পিকারকে ৷
অশীতিপর দলিত নেতা বলেন, "মকর দ্বারে বিজেপির সাংসদরা আমায় ধাক্কা দেন ৷ আমি ভারসাম্য হারিয়ে ফেলি ৷ এরপর মাটিতে বসে পড়ি ৷" জানা গিয়েছে, এদিন সকালে সংসদের মকর দ্বারে বিজেপি সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ সেই সময় রাহুল-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ তাঁরা আম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন ৷
কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, সেই সময় গেরুয়া শিবিরের সাংসদরা তাঁকে সংসদে ঢুকতে বাধা দেন ৷ এমনকী হুমকিও দেয় ৷ সেই সময় দু'তরফে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ রাজপুত, প্রতাপ সারাঙ্গি ৷ তাঁদের দু'জনেই এখন হাসপাতালে ৷ এই ঘটনায় বিজেপি সাংসদরা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি তাঁদের ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছেন ৷ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ৷
#WATCH | Delhi | Congress MP Priyanka Gandhi Vadra says, " rahul ji carrying a photo of dr br ambedkar and saying "jai bhim" slogan was peacefully entering the parliament. you can see who stopped him from going inside. we have been protesting for so many days now and always give… pic.twitter.com/XWhojoZTXQ
— ANI (@ANI) December 19, 2024
এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "রাহুলজি বিআর আম্বেদকরের একটি ফোটো ধরেছিলেন এবং 'জয় ভীম' স্লোগান দিচ্ছিলেন ৷ তিনি শান্তিপূর্ণভাবে সংসদের ভিতরে প্রবেশ করছিলেন ৷ আপনারা দেখতে পাবেন, কাকে ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল ৷ আমরা এতদিন ধরে প্রতিবাদ করছি, সমসময় মানুষকে রাস্তা ছেড়ে দিয়েছি ৷ আজ ওরা (বিজেপি সাংসদরা) বিক্ষোভ দেখানোর সময় ধাক্কাধাক্কি, গুন্ডাগিরি করছিলেন ৷ ওরা চক্রান্ত করে দাদাকে (রাহুল গান্ধি) ধাক্কা মারেন ৷ আমার চোখের সামনে খাড়গেজিকে ধাক্কা দেওয়া হয়, তিনি মাটিতে পড়ে যান ৷ আবার এক সিপিএম সাংসদকে ধাক্কা দিলে তিনি খাড়গেজির উপর পড়ে যান ৷ এটা পুরোটাই ষড়যন্ত্র ৷ তাঁদের প্রকৃত ভাবাবেগ আজ চোখের সামনে দেখেছি... আমি বিজেপি সাংসদদের চ্যালেঞ্জ জানাই, তাঁরা 'জয় ভীম' স্লোগান দিন ৷" |
এরপর কংগ্রেসের কয়েকজন সিনিয়র নেতা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ করেন, রাহুল গান্ধির উপর শারীরিক নিগ্রহ করা হয় ৷ এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক ৷ এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, কুদুকুনিল সুরেশ, রবীন্দ্র চওয়ান ডিন কুরিয়াকোস এবং ভিকে শ্রীধরন ৷ তাঁরা বলেন, "আমরা মকর দ্বার দিয়ে প্রবেশের চেষ্টা করছিলাম ৷ বিক্ষোভরত সাংসদরা আমাদের রাস্তা রুখে দাঁড়ান ৷"
#WATCH | Delhi: BJP MP Anurag Thakur says, " we have filed a complaint with delhi police against rahul gandhi for assault and incitement. we have mentioned in detail the incident that happened today outside makar dwar, where nda mps were protesting peacefully... we have given a… pic.twitter.com/sKQYaTbJG9
— ANI (@ANI) December 19, 2024
অধ্যক্ষ ওম বিড়লাকে তাঁরা লেখেন, "শাসকদলের তিনজন সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন, এটাও আমরা আপনাকে জানাতে চাই ৷ এটা বিরোধী দলনেতার স্বাধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ তিনি নিজ পদমর্যাদাবলে যে ক্ষমতা পেয়েছেন, তাঁর উল্লঙ্ঘন করা হয়েছে ৷ এটা শুরু রাহুল গান্ধির ব্যক্তিগত মর্যাদাতেই অবমাননা নয়, আমাদের সংসদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধাচরণ ৷ আমরা আশা করি, আপনি বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন ৷"
VIDEO | Here's what Congress leader Digvijaya Singh (@digvijaya_28) said as party members reach Parliament street police station:
— Press Trust of India (@PTI_News) December 19, 2024
" it was decided that we will stage a protest march from the statue of br ambedkar to makar dwar of parliament but bjp leaders gathered at the makar… pic.twitter.com/pROK3Yum4L
থানায় অভিযোগ দায়ের
এদিকে বিজেপির তরফে সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরী স্বরাজ দিল্লি পুলিশের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন ৷ ওই ধারাগুলির মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে ৷ এর পাল্টা কংগ্রেসের তরফে দিগ্বিজয় সিং-সহ অন্য সাংসদরাও পৌঁছন পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ প্রবীণ নেতা বলেন, "আমরা ঠিক করেছিলাম সংসদের বিআর আম্বেদকরের মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত প্রতিবাদ মিছিল করব ৷ কিন্তু বিজেপি নেতারা মকরদ্বারে ছিল এবং সেখানে গোলমাল করতে থাকে ৷ এই সময় আমাদের দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে পড়ে যান এবং তাঁর দু'টি হাঁটুতে আঘাত লেগেছে ৷ আমরা আজ এখানে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছি ৷ আম্বেদকরের বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য করা হয়েছে, তা থেকে নজর ঘোরাতে এই পুরো নাটক ৷"