পটনা, 19 ডিসেম্বর: অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই কটাক্ষ করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ রাজ্যসভায় অমিত শাহের আম্বেদকর-মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই এই কটাক্ষ করেছেন আরজেডি সুপ্রিমো ৷
সংসদের শীতকালীন অধিবেশন সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা চলছে ৷ গত 17 ডিসেম্বর সেই বিতর্কে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই বক্তৃতার একটি অংশে তিনি বলেন, "এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর...এইভাবে ভগবানের নাম করলে সাতজন্মে স্বর্গে পৌঁছে যেত ৷"
তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় সংবিধানের স্থপতি আম্বেদকরকে অসম্মান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এই নিয়ে উত্তাল সংসদীয় তথা দেশের রাজনীতি ৷ বৃহস্পতিবারও এই ইস্যুতে উত্তপ্ত হয় সংসদ চত্বর ৷
এই ইস্যুতেই অমিত শাহের সমালোচনায় সরব হন লালু প্রসাদ যাদব ৷ তিনি বিআর আম্বেদকরকে ভগবান হিসাবে উল্লেখ করেন এবং বলেন, "অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন ৷ তিনি বাবাসাহেব আম্বেদকরকে ঘৃণা করেন ৷ তিনি কী বলেছেন, তা আমরা শুনেছি এবং দেখেওছি ৷ আমরা তাঁর এই পাগলামোর সমালোচনা করছি ৷ বাবাসাহেব আম্বেদকর একজন মহান ব্যক্তিত্ব ৷ অমিত শাহের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত ৷ পদত্যাগ করে চলে যাওয়া উচিত ৷"
তিনি আরও জানান, আম্বেদকরের প্রতি কোনও অপমান সহ্য করা হবে না ৷ লালুপ্রসাদ বলেন, "এতে তাঁর (অমিত শাহ) সংবিধান-বিরোধী ভাবনাচিন্তা প্রকাশ্যে এসেছে ৷"
শাহের এমন মন্তব্যে 'ইন্ডিয়া'র বড় শরিক কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে ৷ জোটের অন্য দল আপ, সমাজবাদী পার্টি প্রতিবাদ জানিয়েছে ৷ বিহারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা-কর্মীরা পটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে ৷ ওই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব অমিত শাহের সমালোচনা করেছেন ৷
বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বলেন, "ইতিহাস বলছে, অতীতে বিজেপি ও আরএসএস মহাত্মা গান্ধি, কর্পূরি ঠাকুর, জওহরলাল নেহরুর মতো বিশিষ্ট নেতাদের আক্রমণ করেছে ৷ এবার আম্বেদকরকে অসম্মান করল তারা ৷ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় জন সঙ্ঘ এবং বর্তমান আরএএস-এর কোনও ভূমিকাই নেই ৷ কোনও কিছু অর্জনের ক্ষেত্রে তাদের নাম নেই, তাই এখন এধরনের আক্রমণের পথ বেছে নিয়েছে তারা ৷"
তেজস্বী আরও অভিযোগ করেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে আরএসএস এবং জন সঙ্ঘ আত্মসমর্পণ করেছিল ৷ বিহার এবং দেশের মানুষের জন্য বিআর আম্বেদকরের অবদানের কথাও তুলে ধরেন তিনি ৷
- আম্বেদকর-কাণ্ডে সংসদের বাইরে ধাক্কাধাক্কির অভিযোগ, আহত দুই বিজেপি সাংসদ