ভুবনেশ্বর, 12 জুন:প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল ওড়িশা ৷ বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আদিবাসী নেতা চারবারের বিধায়ক মোহন চরণ মাঝি ৷ তিনি কেওনঝার বিধানসভা কেন্দ্রের চার বারের বিধায়ক ৷
ভুবনেশ্বরের জনতা ময়দানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ হাজির ছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসম, গুজরাত, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা ৷
এদিন রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ বিজেপি নেতা কেভি সিং দেও এবং প্রভাতী পারিদা ৷ বিজেপি নেতা কেভি সিং দেও পাটনাগড়ের বিধায়ক ৷ অন্যদিকে প্রভাতী পারিদা এই প্রথম নিমপাড়া কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস তাঁদের শপথ বাক্য পাঠ করান ৷ মুখ্যমন্ত্রী ও দু'জন উপমুখ্যমন্ত্রী ছাড়া আরও 8 জন মন্ত্রী এবং 3 জন প্রতিমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন ৷
পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রথম বিজেপি সরকার গঠিত হল ৷ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেডি প্রধান নবীন পট্টনায়ক ৷ একটানা 24 বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন ৷ 2024-এর বিধানসভা নির্বাচনে 147টি বিধানসভা আসনের মধ্যে 78টিতেই জয়ী হয়েছে বিজেপি ৷ মাত্র 51টি আসন পায় বিজু জনতা দল বা বিজেডি ৷ কংগ্রেস জয়ী হয়েছে 14টি আসনে এবং সিপিআই(এম) একটি মাত্র আসন দখল করতে পেরেছে ৷