নয়াদিল্লি, 19 মে:রাজধানীতে আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকে আম আদমি পার্টির প্রতিবাদ মিছিল ৷ তার জেরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর দিল্লি পুলিশ ৷ রবিবার জোরদার করা হয়েছে বিজেপির সদর দফতরের নিরাপত্তা ব্যবস্থা ৷ দফতরের বাইরে 144 ধারা জারি করা হয়েছে ৷ মিছিলের কথা উল্লেখ করে দিল্লি ট্রাফিক পুলিশ বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কয়েকটি রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে নাগরিকদের ৷ বলা হয়েছে, ওই রাস্তাগুলিতে বন্ধ থাকতে পারে যান চলাচল ৷
উল্লেখ্য, স্বাতী মালিওয়ালের অভিযোগের পর অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার গ্রেফতার হওয়ায়, তারই প্রতিবাদে দলের সব নেতাদের নিয়ে বিজেপি সদর দফতরে হাজির হওয়ার কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে, বিজেপি তাঁর দলের সব নেতাকে গ্রেফতার করতে চায় । তাই তিনি তাঁর সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বিজেপি অফিসে পৌঁছবেন । তাঁর কথায়, যাঁকে গ্রেফতার করতে হয়, করুক ।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকে এই প্রতিবাদ মিছিলের কথা মাথায় রেখে, রবিবার দিল্লি পুলিশ বিজেপির সদর দফতরে নিরাপত্তা জোরদার করেছে । দিল্লি ট্র্যাফিক পুলিশ একটি পরামর্শও জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, "ডিডিইউ মার্গ দিল্লিতে একটি রাজনৈতিক দলের প্রস্তাবিত প্রতিবাদের প্রেক্ষিতে, ডিডিইউ মার্গ, আইপি মার্গ, মিন্টো রোড এবং বিকাশ মার্গে যানজট থাকবে ৷ তাই ডিডিইউ মার্গ সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে যান চলাচলের জন্য বন্ধ থাকতে পারে । দয়া করে এই রাস্তাগুলি এড়িয়ে চলুন এবং সেই অনুযায়ী আপনার যাত্রার পরিকল্পনা করুন ৷"