ETV Bharat / state

আগুনে পুড়ে ছাই বিয়ের টাকা-গয়না-পোশাক, সব হারিয়ে নিঃস্ব নাজমা - TOPSIA FIRE

আগুনে পুড়েছে মেয়ের বিয়ের স্বপ্ন ৷ অর্থ-গয়না সব পুড়ে ছাই ৷ সামনের জানুয়ারিতে মেয়ের বিয়ে কীভাবে হবে তা বুঝে উঠতেকে পারছেন না নাজমা।

TOPSIA FIRE
সব হারিয়ে নিঃস্ব ঝুপড়ির নাজমা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 9:20 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: মাথার ঘাম পায়ে ফেলে টাকা-পয়সা জমিয়ে মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমিয়েছিলেন টাকা ৷ সবমিলিয়ে হাজার পঞ্জাশ-ষাট হবে ৷ সামনের মাসের 12 জানুয়ারি মেয়ের বিয়ে দেখার স্বপ্ন ছিল নাজমার দু'চোখে ৷ এমনকী মেয়ের বিয়ের গয়নাও তৈরি করিয়েছিলেন দিন আনা দিন খাওয়া মা ৷ তাঁঁর মেয়ের বিয়ের জন্য আশপাশের অনেকেই সাহায্যও করেছিলেন ৷ আর আজ যখন ঝুপড়িতে আগুন লাগল তখন রাস্তার পাশে দাঁড়িয়ে ঘর পোড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নকেও ছাই হয়ে যেতে দেখলেন তিনি ৷

কলকাতার তপসিয়ায় বিএন রোডের কাছে বহুতলের পাশের বস্তিতে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে 110 থেকে 120টি ঝুপড়ি ৷ ভয়াবহ ওই আগুনে নাজমা নামের এক মহিলার টালির চালের ছোট্ট বাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ ঘরের মধ্যে ছিল মেয়ের বিয়ের সমস্ত প্রস্তুতি ৷ সমস্ত জমানো অর্থ, পোশাক-আশাক ইত্য়াদি ৷ অর্ধেকের বেশিই বন্দোবস্ত করা হয়ে গিয়েছিল মেয়ের বিয়ের ৷ খানিকটা বাকি ছিল ৷

আগুনে পুড়েছে মেয়ের বিয়ের স্বপ্ন (ইটিভি ভারত)

নাজমা ইটিভি ভারতকে বলেন, "আগামী 12 জানুয়ারি মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে ৷ প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ আর তার আগেই আগুনে পুড়ে সব শেষ ৷ ওর বাবা নেই ৷ কী করে মেয়ের বিয়ে দেব ভাবতে পারছি না ৷ আমার আরও ছোট ছোট সন্তান রয়েছে ৷ কোনওরকমে চেয়ে চিন্তে মেয়ের বিয়ের ব্যবস্থা করছিলাম ৷ আর সবই এখন পুড়ে ছাই ৷ কে আমাদের এখন সাহায্য করবে?" যদিও প্রশাসন ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ নাজমা ৷

TOPSIA FIRE
নাজমার মেয়ের পাশাপাশি আরও এক যুবকের বিয়ের প্রস্তুতি আগুন গ্রাস করেছে (নিজস্ব ছবি)

নাজমার মেয়ের পাশাপাশি আরও এক যুবকের বিয়ের প্রস্তুতি আগুন গ্রাস করেছে বলে জানা গিয়েছে ৷ তাঁর বিয়ের কথা 15 জানুয়ারি ৷ তাঁর বাড়িতেও 50 থেকে 60 হাজার টাকা ছিল ৷ তিনিও নিঃস্ব হয়ে গিয়েছেন ৷ বাকি বাসিন্দারা কীভাবে থাকবেন, কী খাবেন, সামনেই শীতকাল কী করেই বা জীবন অতিবাহিত করবেন তা ভেবেই অঝোরে কেঁদে চলেছেন ৷

TOPSIA FIRE
বিধ্বংসী অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)

এদিন পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেতা স্বর্ণকমল সাহা ৷ তিনি ও এলাকার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান সবকরমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

কলকাতা, 20 ডিসেম্বর: মাথার ঘাম পায়ে ফেলে টাকা-পয়সা জমিয়ে মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমিয়েছিলেন টাকা ৷ সবমিলিয়ে হাজার পঞ্জাশ-ষাট হবে ৷ সামনের মাসের 12 জানুয়ারি মেয়ের বিয়ে দেখার স্বপ্ন ছিল নাজমার দু'চোখে ৷ এমনকী মেয়ের বিয়ের গয়নাও তৈরি করিয়েছিলেন দিন আনা দিন খাওয়া মা ৷ তাঁঁর মেয়ের বিয়ের জন্য আশপাশের অনেকেই সাহায্যও করেছিলেন ৷ আর আজ যখন ঝুপড়িতে আগুন লাগল তখন রাস্তার পাশে দাঁড়িয়ে ঘর পোড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বপ্নকেও ছাই হয়ে যেতে দেখলেন তিনি ৷

কলকাতার তপসিয়ায় বিএন রোডের কাছে বহুতলের পাশের বস্তিতে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে 110 থেকে 120টি ঝুপড়ি ৷ ভয়াবহ ওই আগুনে নাজমা নামের এক মহিলার টালির চালের ছোট্ট বাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ ঘরের মধ্যে ছিল মেয়ের বিয়ের সমস্ত প্রস্তুতি ৷ সমস্ত জমানো অর্থ, পোশাক-আশাক ইত্য়াদি ৷ অর্ধেকের বেশিই বন্দোবস্ত করা হয়ে গিয়েছিল মেয়ের বিয়ের ৷ খানিকটা বাকি ছিল ৷

আগুনে পুড়েছে মেয়ের বিয়ের স্বপ্ন (ইটিভি ভারত)

নাজমা ইটিভি ভারতকে বলেন, "আগামী 12 জানুয়ারি মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে ৷ প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ আর তার আগেই আগুনে পুড়ে সব শেষ ৷ ওর বাবা নেই ৷ কী করে মেয়ের বিয়ে দেব ভাবতে পারছি না ৷ আমার আরও ছোট ছোট সন্তান রয়েছে ৷ কোনওরকমে চেয়ে চিন্তে মেয়ের বিয়ের ব্যবস্থা করছিলাম ৷ আর সবই এখন পুড়ে ছাই ৷ কে আমাদের এখন সাহায্য করবে?" যদিও প্রশাসন ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ নাজমা ৷

TOPSIA FIRE
নাজমার মেয়ের পাশাপাশি আরও এক যুবকের বিয়ের প্রস্তুতি আগুন গ্রাস করেছে (নিজস্ব ছবি)

নাজমার মেয়ের পাশাপাশি আরও এক যুবকের বিয়ের প্রস্তুতি আগুন গ্রাস করেছে বলে জানা গিয়েছে ৷ তাঁর বিয়ের কথা 15 জানুয়ারি ৷ তাঁর বাড়িতেও 50 থেকে 60 হাজার টাকা ছিল ৷ তিনিও নিঃস্ব হয়ে গিয়েছেন ৷ বাকি বাসিন্দারা কীভাবে থাকবেন, কী খাবেন, সামনেই শীতকাল কী করেই বা জীবন অতিবাহিত করবেন তা ভেবেই অঝোরে কেঁদে চলেছেন ৷

TOPSIA FIRE
বিধ্বংসী অগ্নিকাণ্ড (নিজস্ব ছবি)

এদিন পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেতা স্বর্ণকমল সাহা ৷ তিনি ও এলাকার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান সবকরমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.