নরেন্দ্রপুর (দক্ষিণ 24 পরগনা), 20 ডিসেম্বর: দোকানে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়৷ অভিযোগ, দোকান মালিককে না-পেয়ে তাঁর নাবালক ছেলেকে মারধর করা হয় ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত মণ্ডল নামে ওই কাউন্সিলর ৷
যে দোকানে হামলা হয়, সেটি নরেন্দ্রপুর স্টেশন রোডে অবস্থিত ৷ বৃহস্পতিবার সেখানে গিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল হামলা চালায় বলে অভিযোগ ৷ সেই দোকান মালিক সুব্রত সরকার দোকানে ছিলেন না ৷ তাই তাঁর নাবালক ছেলের উপর হামলা হয় বলে অভিযোগ ৷
আক্রান্ত কিশোরের অভিযোগ, ‘‘প্রতিদিনের মতো আমার বাবা আমাকে দোকান খুলতে বলে ৷ সকালবেলা আমি দোকান খুলেছিলাম ৷ সেই সময় স্থানীয় কাউন্সিলর রঞ্জিত মণ্ডল আসেন এবং আমাকে দোকান বন্ধ করতে বলেন ৷ আমাকে মারধর করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন । এমনকি আমার গোপলাঙ্গেও লাথি মারেন ।’’
সুব্রত সরকার বলেন, ‘‘আজ মার্কেটে যাওয়ার কথা ছিল ৷ দোকান খুলেছি আমি আর আমার ছেলে ৷ সেই সময় আমি একটি জরুরি কাগজ বাড়িতে ফেলে আসার কারণে আমি আমার ছেলেকে দোকানে বসিয়ে বাড়িতে গিয়েছিলাম ৷ সেই সময় স্থানীয় কাউন্সিলর এসে আমার ছেলেকে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে । অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খুলছে না ।’’
এর আগেও তাঁর উপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ সুব্রত সরকারের ৷ তিনি এই নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর রঞ্জিত মণ্ডল ৷
তিনি বলেন, ‘‘এটা ওদের পারিবারিক সম্পত্তি বিবাদ । ওরাও অন্যের জায়গায় জবরদখল করে ব্যবসা করছে । আমি আজ সকালে এসেছি ৷ কিন্তু আমি কাউকে মারধর করিনি । আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে । যদি এই অভিযোগের সঙ্গে আমি যদি কোনোভাবে যুক্ত থাকি, তা হলে আমার বিরুদ্ধে প্রমাণ দিক ওরা । আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করছে ওরা ।’’