পশ্চিমবঙ্গ

west bengal

নাট্যপিপাসুদের জন্য অডিয়ো অ্যাপ, 'ট্রানজিস্টার অ্যাপ ডট কম' থাকলেই শোনা যাবে নানা স্বাদের নাটক

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 9:44 PM IST

Audio Theatre: এবার মুঠোফোনে শোনা যাবে নাটকও ৷ 'ট্রানজিস্টার অ্যাপ ডট কম' অ্যাপে বিভিন্ন সাহিত্যিকদের লেখা জনপ্রিয় গল্পেরও নাট্যরূপ শোনা যাবে নিমেষে ৷

Etv Bharat
অডিয়ো অ্যাপ লঞ্চ অনুষ্ঠান প্রেস ক্লাবে

কলকাতা, 11 জানুয়ারি: খোলা মঞ্চে নাটক বা থিয়েটার দেখার অভিজ্ঞতা শহর বা গ্রামে ক্রমশ হ্রাস পাচ্ছে ৷ বর্তমান প্রজন্মের সকলেই ব্যস্ত মুঠোফোনের বিনোদন দুনিয়ায় ৷ সিনেমা থেকে গল্প শোনার অভ্যাস এখন রেডিয়ো ছেড়ে জনপ্রিয় হয়েছে মোবাইলেই ৷ সেই মাধ্যমে এবার শোনা যাবে নাটকও ৷ প্রথমবার অডিয়ো নাটক শোনার সুযোগ পাচ্ছেন শ্রোতারা ৷ সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে আনা হল 'ট্রানজিস্টার অ্যাপ ডট কম' অ্যাপ ৷ বিভিন্ন সাহিত্যিকদের লেখা জনপ্রিয় সব গল্পেরও নাট্যরূপ শোনা যাবে এই অ্যাপে।

অ্যাপ ডাউনলোড করলেই কানে বাজবে জনপ্রিয় বাচিক শিল্পীদের কণ্ঠে নানা স্বাদের নাটক। স্বনামধন্য সাহিত্যিকদের অনবদ্য সব গল্প ও নাটক উঠে আসবে জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, বিপ্লব চট্টোপাধ্যায়দের মতো শিল্পীদের কণ্ঠে। নাটকের মাহাত্ম্য সারা পৃথিবীজুড়ে। তা সে মঞ্চে হোক বা রেডিয়োতে। তবে, অ্যাপে নাটক এই প্রথমবার। সারা দেশের নানা অঞ্চলের স্থানীয় ভাষায় অডিয়ো থিয়েটারের পাশাপাশি থাকছে আরও অনেক চমক। নেপথ্যে রয়েছেন তিন প্রবাসী বাঙালি গৌতম সরকার, শুভ্রজিৎ চক্রবর্তী, মনোজ চট্টোপাধ্যায়। কলকাতা প্রেস ক্লাবে এই অ্যাপ লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী জগন্নাথ বসু, উর্মিমালা বসু সহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস বসু।

বাচিক শিল্পী জগন্নাথ বসু বলেন, "এখানে নাটক শুধু নয়, গল্পপাঠও রয়েছে ৷ মিউজিক বা সাউন্ড এফেক্টস ছাড়া শুধুমাত্র পড়া দিয়ে, বলার ভঙ্গিমা দিয়ে চরিত্রগুলিকে চোখের সামনে ফুটিয়ে তোলার ব্যাপারটা আমরা চেষ্টা করেছি ৷ আমরা দেখেছি, এখনও দর্শক অডিয়ো নাটক শোনার জন্য অপেক্ষা করে রয়েছে ৷ এর মাধ্যমে যদি বাচ্চাদের কাছে সাহিত্যকে পৌঁছে দেওয়া যায়, এর থেকে ভালো কী হতে পারে ৷" বাচিক শিল্পী ঊর্মিমালা বসু বলেন, "যে সমস্ত সাহিত্য কর্ম আছে, তা সকলের কাছে পৌঁছে দেওয়া এই অ্যাপের মাধ্যমে সেটা খুব প্রশংসীয় ৷ এই অ্যাপে গল্পপাঠ করে ভালো লেগেছে ৷"

আকাশবাণীর নাটক আজও একইরকমভাবে জনপ্রিয়। এখানে সম্প্রচারিত হওয়া 'গল্প দাদুর আসর', 'পল্লীকথা', 'মহিলা মহল' অডিয়ো থিয়েটার বা শ্রুতি নাটক ছিল বেতারের অমূল্য সম্পদ। শুধু তাই নয় সাহিত্য পাঠ কিংবা সংবাদ কথিকাও সংলাপ আকারে পরিবেশিত হত। কলকাতা বেতার কেন্দ্রে প্রথম নাট্যধর্মী অনুষ্ঠান 'মাইক্রোড্রামা' প্রচারিত হয় 1927 সালের 3 সেপ্টেম্বর রাত 9টা 45 মিনিটে। সেই মাধ্যমের পর এবার অ্যাপে শোনা যাবে ভালোলাগার নানা নাটক ৷

ABOUT THE AUTHOR

...view details