ETV Bharat / sports

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল অলিম্পিক্স পদকজয়ী মনুর কোচের বাড়ি - Samaresh Jung - SAMARESH JUNG

Manu Bhaker coach house demolished: শেষরক্ষা হল না ৷ শুটার হিসেবে দেশকে একাধিক পদক এনে দেওয়া এবং কোচ হিসেবে অলিম্পিক্সে দেশকে তিনটি ব্রোঞ্জ জেতানো সমরেশ জাংয়ের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অন্তর্গত ভূমি ও উন্নয়ন বিভাগ ৷

Manu Bhaker coach house demolished
ভাঙা পড়ল মনু ভাকেরের কোচ সমরেশ জাংয়ের বাড়ি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 1:03 PM IST

Updated : Aug 5, 2024, 1:50 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট: আগেই নোটিশ দিয়েছিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনস্ত ভূমি ও উন্নয়ন বিভাগ ৷ সেই নোটিশ অনুযায়ী 48 ঘণ্টার মধ্যে ভাঙা পড়ল প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয়ী শুটার মনু ভাকেরের কোচ কর্নেল সমরেশ জাংয়ের বাড়ি ৷ দিল্লির সিভিল লাইন্স কলোনির সবক’টি বাড়ি ভাঙা পড়েছে ৷

ভাঙা পড়ল মনু ভাকেরের কোচ সমরেশ জাংয়ের বাড়ি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত শুক্রবার তড়িঘড়ি প্যারিস থেকে দেশে ফেরেন সমরেশ জাং ৷ বাড়ি ফিরেই হাতে পান ভূমি ও উন্নয়ন বিভাগের বাড়ি ভাঙার নোটিশ ৷ কারণ হিসেবে বলা হয়, সিভিল লাইন্স কলোনির সব বাড়ি প্রতিরক্ষা মন্ত্রকের 32 একর জমিতে তৈরি ৷ তাই সবক’টি বাড়ি ভাঙা পড়বে ৷ উল্লেখ্য, প্রায় 75 বছর ধরে এই কলোনিতে সব পরিবারের বসবাস ৷ কিন্তু, মাত্র 48 ঘণ্টার নোটিশে বাড়ি ছাড়া হওয়া মেনে নিতে পারছেন না কেউই ৷ এমনকি খেলোয়াড় হিসেবে এশিয়াড ও কমনওয়েলথে দেশকে 7টি সোনা জেতানো সমরেশ জাং ৷

মাত্র দু’দিনের নোটিশে বাড়ি খালি করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি ৷ তাঁর বক্তব্য ছিল, বাড়িগুলি সত্যিই সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হয়ে থাকলে, তিনি অবশ্যই খালি করে দেবেন ৷ কিন্তু, নতুন বাড়ি খুঁজে সেখানে জিনিসপত্র নিয়ে স্থানান্তরিত হতে 2 মাসের সময় চেয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, সরকারি আধিকারিকরা তাঁর কথায় গুরুত্ব দেননি ৷ সমরেশ জাংয়ের বক্তব্য অনুযায়ী, 1978 সালে ওই জমি ও বাড়ি জনৈক সিংয়ের থেকে লিজে নিয়েছিলেন ৷ সেই সময় থেকে সমরেশ জাংরা ওই ব্যক্তিকে ভাড়া দিয়ে আসছেন ৷

কিন্তু, তাঁর বাড়িতে থাকা বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে মাত্র 2 দিনের মধ্যে অন্যত্র যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন সমরেশ জাং ৷ তবে, সে সব কথা বর্তমানে বৃথা ৷ রবিবার সকাল থেকে বিশাল পুলিশ দিয়ে সিভিল কলোনি ঘিরে ফেলে 32 একর জমির উপরে তৈরি সব বাড়ি ধুলিসাৎ করে দেওয়া হয় বুল্ডোজার দিয়ে ৷ তবে, প্রশ্ন উঠছে দেশকে চলতি অলিম্পিক গেমসে জোড়া পদক এনে দেওয়া কোচের ক্ষেত্রে কী নরম মনোভাব দেখাতে পারত না প্রশাসন ? তাঁর অনুরোধে 2 মাসের সময় কি তাঁকে দেওয়া যেত না ?

রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দমি জবর দখল হয়ে রয়েছে যুগের পর যুগ ৷ সেগুলি খালি করার ক্ষেত্রে এমন তৎপরতা তো সহসা দেখা যায় না ! এক্ষেত্রে এত তাড়াহুড়ো সত্যিই কি জরুরি ছিল ? বিশেষত, যেখানে উল্টোদিকের ব্যক্তিটি দেশকে অলিম্পিক্সের মঞ্চে গর্বিত করা কোচের ৷

নয়াদিল্লি, 5 অগস্ট: আগেই নোটিশ দিয়েছিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনস্ত ভূমি ও উন্নয়ন বিভাগ ৷ সেই নোটিশ অনুযায়ী 48 ঘণ্টার মধ্যে ভাঙা পড়ল প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয়ী শুটার মনু ভাকেরের কোচ কর্নেল সমরেশ জাংয়ের বাড়ি ৷ দিল্লির সিভিল লাইন্স কলোনির সবক’টি বাড়ি ভাঙা পড়েছে ৷

ভাঙা পড়ল মনু ভাকেরের কোচ সমরেশ জাংয়ের বাড়ি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত শুক্রবার তড়িঘড়ি প্যারিস থেকে দেশে ফেরেন সমরেশ জাং ৷ বাড়ি ফিরেই হাতে পান ভূমি ও উন্নয়ন বিভাগের বাড়ি ভাঙার নোটিশ ৷ কারণ হিসেবে বলা হয়, সিভিল লাইন্স কলোনির সব বাড়ি প্রতিরক্ষা মন্ত্রকের 32 একর জমিতে তৈরি ৷ তাই সবক’টি বাড়ি ভাঙা পড়বে ৷ উল্লেখ্য, প্রায় 75 বছর ধরে এই কলোনিতে সব পরিবারের বসবাস ৷ কিন্তু, মাত্র 48 ঘণ্টার নোটিশে বাড়ি ছাড়া হওয়া মেনে নিতে পারছেন না কেউই ৷ এমনকি খেলোয়াড় হিসেবে এশিয়াড ও কমনওয়েলথে দেশকে 7টি সোনা জেতানো সমরেশ জাং ৷

মাত্র দু’দিনের নোটিশে বাড়ি খালি করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি ৷ তাঁর বক্তব্য ছিল, বাড়িগুলি সত্যিই সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হয়ে থাকলে, তিনি অবশ্যই খালি করে দেবেন ৷ কিন্তু, নতুন বাড়ি খুঁজে সেখানে জিনিসপত্র নিয়ে স্থানান্তরিত হতে 2 মাসের সময় চেয়েছিলেন ৷ তিনি অভিযোগ করেছিলেন, সরকারি আধিকারিকরা তাঁর কথায় গুরুত্ব দেননি ৷ সমরেশ জাংয়ের বক্তব্য অনুযায়ী, 1978 সালে ওই জমি ও বাড়ি জনৈক সিংয়ের থেকে লিজে নিয়েছিলেন ৷ সেই সময় থেকে সমরেশ জাংরা ওই ব্যক্তিকে ভাড়া দিয়ে আসছেন ৷

কিন্তু, তাঁর বাড়িতে থাকা বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে মাত্র 2 দিনের মধ্যে অন্যত্র যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন সমরেশ জাং ৷ তবে, সে সব কথা বর্তমানে বৃথা ৷ রবিবার সকাল থেকে বিশাল পুলিশ দিয়ে সিভিল কলোনি ঘিরে ফেলে 32 একর জমির উপরে তৈরি সব বাড়ি ধুলিসাৎ করে দেওয়া হয় বুল্ডোজার দিয়ে ৷ তবে, প্রশ্ন উঠছে দেশকে চলতি অলিম্পিক গেমসে জোড়া পদক এনে দেওয়া কোচের ক্ষেত্রে কী নরম মনোভাব দেখাতে পারত না প্রশাসন ? তাঁর অনুরোধে 2 মাসের সময় কি তাঁকে দেওয়া যেত না ?

রাজধানী দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দমি জবর দখল হয়ে রয়েছে যুগের পর যুগ ৷ সেগুলি খালি করার ক্ষেত্রে এমন তৎপরতা তো সহসা দেখা যায় না ! এক্ষেত্রে এত তাড়াহুড়ো সত্যিই কি জরুরি ছিল ? বিশেষত, যেখানে উল্টোদিকের ব্যক্তিটি দেশকে অলিম্পিক্সের মঞ্চে গর্বিত করা কোচের ৷

Last Updated : Aug 5, 2024, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.