হায়দরাবাদ, 28 ডিসেম্বর: আশা ছিল, ট্রেলার দেখে ভরসাও ছিল ৷ কিন্তু বাস্তবে বরুণ ধাওয়ান পেলেন না বক্সঅফিসে সান্তার উপহার ৷ অ্যাকশন ড্রামা ফিল্ম 'বেবি জন' বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে। মুক্তির চতুর্থ দিনে পা রেখেছে 'বেবি জন'। ছুটির দিনে মুক্তি পাওয়া 'বেবি জন' প্রথম দিনে 11.25 কোটি টাকা দিয়ে খাতা খোলে ৷
তবে সময়ের সঙ্গে সঙ্গে কমছে বেবি জনের আয় ৷ আল্লু অর্জুন অভিনীত অ্যাকশন ড্রামায় ভরপুর 'পুষ্পা 2'-র সামনে দাঁড়াতে পারছে না বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ভামিকা গাব্বির 'বেবি জন'। একই সময়ে, 'পুষ্পা 2' বক্সঅফিসে 23 দিন পূর্ণ করার পরেও বেবি জনের থেকে বেশি আয় করছে।
বেবি জনের তৃতীয় দিনের আয়
স্যাকনিল্কের মতে, বরুণ ধাওয়ানের ছবি বেবি জন দ্বিতীয় দিনে 4.75 কোটি টাকা এবং তৃতীয় দিনে 3.65 কোটি (আনুমানিক) আয় করেছে। ভারতে বেবি জনের মোট আয় 19.65 কোটি টাকা ৷ মনে করা হচ্ছিল যে এই ছবি বরুণ ধাওয়ানের সবচেয়ে বড় অপেনিং রেকর্ড হবে ৷ কিন্তু তেমন কিছু সেই লক্ষ্য করা গেল না ৷ যদিও অভিনেতার ভেড়িয়া ছবির অপেনিং কালেকশন ক্রস করেছে এই ছবি ৷
বরুণ ধাওয়ানের সেরা ওপেনিং সিনেমা
কলঙ্ক – (2019) – 21.60 কোটি টাকা
জুড়ুয়া-2-(2017)- 16.10 কোটি টাকা
এবিসিডি-2 (2015)- 14.30 কোটি টাকা
বদ্রীনাথ কি দুলহানিয়া (2017)- 12.25 কোটি টাকা
বেবি জন- 11.25 কোটি টাকা
বেবি জন ছবি প্রযোজনা করেছেন পরিচালক অ্যাটলি, যিনি শাহরুখ খানের সঙ্গে জওয়ান-এর মতো মেগা-ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। বেবি জনের পরিচালক কালীশ, যিনি 'থেরি' ছবির হিন্দি রিমেককে দুর্দান্তভাবে পর্দায় উপস্থাপন করেছেন। একই সময়ে, বেবি জন 160 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ৷ ছবির আয়ের গতি সন্তোষজনক নয় ৷ আগামী সপ্তাহেও কি হলে দর্শক টানতে পারবে বেবি জন? প্রশ্ন উঠছে ৷