ETV Bharat / entertainment

প্রথমবার প্রেমিকার ইমেজে দিতিপ্রিয়া, আসছে 'তোমাকে ভালোবেসে' - DITIPRIYA ROY

ফের নায়িকার ভূমিকায় বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় ৷ আসছে নতুন ধারাবাহিক 'তোমাকে ভালোবেসে'।

Tomake Bhalobese
আসছে 'তোমাকে ভালোবেসে' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 15 hours ago

কলকাতা, 28 ডিসেম্বর: 'করুণাময়ী রানী রাসমণি'র পর ছোট পর্দা থেকে লম্বা ব্রেক। ফের নায়িকার ভূমিকায় বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় ৷ আসছে নতুন ধারাবাহিক 'তোমাকে ভালোবেসে'। অনেকদিন পর বাংলা ধারাবাহিকে দিতিপ্রিয়ার ফেরা নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে ৷ সেখানে সাইকেল চালিয়ে হেলিকপ্টারের থেকে আগে যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। যথারীতি ব্যর্থ। কিন্তু সেই কন্যের বিশ্বাস, ভালোবাসা থাকলে ভালোবাসার টানে আকাশকেও মাটিতে নামিয়ে আনা যায়। ওদিকে এক বহুরূপীর মুখে বলতে শোনা যায়, "আর একদিন দেখলি, ওই কপ্টারে করেই তোর ভালোবাসার মানুষটা এলো.. তখন তাকে কী করে মাটিতে নামাবি?" দিতিপ্রিয়ার উত্তর, "ভালোবাসা থাকলে আকাশও মাটিতে নেমে আসে।"

এই প্রথমবার ছোটপর্দায় কোনও প্রেমের গল্পে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু 'করুণাময়ী রানী রাসমণি' তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। আবালবৃদ্ধবনিতার রানী মা হয়ে ওঠেন তিনি। এবার একই চ্যানেলে একেবারে প্রেমিকার ইমেজে, সাহসী এক চরিত্রে দেখা যাবে তাঁকে।

এর মাঝে 'অনুরাগের ছোঁয়া'তে তাঁর অভিনয়ের কথা ছিল। প্রোমোও আসে। শেষপর্যন্ত আর সেই ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক থেকে লম্বা ব্রেক নিয়ে দিতিপ্রিয়া ব্যস্ত ছিলেন সিনেমা, ওয়েব সিরিজে। সেখানেও বাজিমাত করেছেন পর্দার রানী মা। তাঁর অভিনীত 'অভিযাত্রিক' পেয়েছে জাতীয় পুরস্কার। তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'রাজনীতি' থেকে 'ডাকঘর', 'বোধন' দর্শকের ভালো লেগেছে।

2015 সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনী'র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন দিতিপ্রিয়া। এরপর একে একে ঝুলিতে বাড়তে থাকে সিনেমার সংখ্যা। জানুয়ারিতে মুক্তির পথে দিতিপ্রিয়া অভিনীত 'পাটালিগঞ্জের পুতুলখেলা'। পাশাপাশি ধারাবাহিকের হাত ধরে আবারও দর্শকের ঘরের মেয়ে হওয়ার পালা। প্রতিদিন তাঁর আনাগোনা চলবে দর্শকের ড্রইং রুমে।
এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি এখনও ।

কলকাতা, 28 ডিসেম্বর: 'করুণাময়ী রানী রাসমণি'র পর ছোট পর্দা থেকে লম্বা ব্রেক। ফের নায়িকার ভূমিকায় বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় ৷ আসছে নতুন ধারাবাহিক 'তোমাকে ভালোবেসে'। অনেকদিন পর বাংলা ধারাবাহিকে দিতিপ্রিয়ার ফেরা নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে ৷ সেখানে সাইকেল চালিয়ে হেলিকপ্টারের থেকে আগে যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। যথারীতি ব্যর্থ। কিন্তু সেই কন্যের বিশ্বাস, ভালোবাসা থাকলে ভালোবাসার টানে আকাশকেও মাটিতে নামিয়ে আনা যায়। ওদিকে এক বহুরূপীর মুখে বলতে শোনা যায়, "আর একদিন দেখলি, ওই কপ্টারে করেই তোর ভালোবাসার মানুষটা এলো.. তখন তাকে কী করে মাটিতে নামাবি?" দিতিপ্রিয়ার উত্তর, "ভালোবাসা থাকলে আকাশও মাটিতে নেমে আসে।"

এই প্রথমবার ছোটপর্দায় কোনও প্রেমের গল্পে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু 'করুণাময়ী রানী রাসমণি' তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। আবালবৃদ্ধবনিতার রানী মা হয়ে ওঠেন তিনি। এবার একই চ্যানেলে একেবারে প্রেমিকার ইমেজে, সাহসী এক চরিত্রে দেখা যাবে তাঁকে।

এর মাঝে 'অনুরাগের ছোঁয়া'তে তাঁর অভিনয়ের কথা ছিল। প্রোমোও আসে। শেষপর্যন্ত আর সেই ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক থেকে লম্বা ব্রেক নিয়ে দিতিপ্রিয়া ব্যস্ত ছিলেন সিনেমা, ওয়েব সিরিজে। সেখানেও বাজিমাত করেছেন পর্দার রানী মা। তাঁর অভিনীত 'অভিযাত্রিক' পেয়েছে জাতীয় পুরস্কার। তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'রাজনীতি' থেকে 'ডাকঘর', 'বোধন' দর্শকের ভালো লেগেছে।

2015 সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনী'র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন দিতিপ্রিয়া। এরপর একে একে ঝুলিতে বাড়তে থাকে সিনেমার সংখ্যা। জানুয়ারিতে মুক্তির পথে দিতিপ্রিয়া অভিনীত 'পাটালিগঞ্জের পুতুলখেলা'। পাশাপাশি ধারাবাহিকের হাত ধরে আবারও দর্শকের ঘরের মেয়ে হওয়ার পালা। প্রতিদিন তাঁর আনাগোনা চলবে দর্শকের ড্রইং রুমে।
এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি এখনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.