নয়াদিল্লি, 30 জানুয়ারি: বন্ধ হয়ে গিয়েছে অভিনেত্রী স্বরা ভাস্করের এক্স হ্যান্ডেল ৷ বিষয়টি তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ৷ গত 26 জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে অভিনেত্রী দু'টি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে ৷ অভিযোগ, সেই পোস্ট দু'টিতে কপিরাইট লঙ্ঘিত হয়েছে ৷ তাই তাঁর এক্স হ্যান্ডলটি বরাবরের জন্য বন্ধ করেছে ইলন মাস্কের সংস্থা। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন স্বরা নিজেই ৷
বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থা এক্স তাঁকে এই বিষয়টি মেইল করে জানিয়েছে ৷ মেইলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বরা ভাস্কর ৷ তিনি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ৷ ইলন মাস্কের এক্স-এর উদ্দেশে স্বরা লিখেছেন, দু'টি টুইটের দু'টি ছবিতে কপিরাইট লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে ৷ তার উপর ভিত্তি করে আমার এক্স অ্যাকাউন্ট লক বা অচল করা হয়েছে ৷ আমি এটা ব্যবহার করতে পারছি না ৷"
যে দু'টি পোস্টে কপিরাইট লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ, তার বর্ণনাও দিয়েছেন স্বরা ৷ তিনি লেখেন, "একটি পোস্টের ব্যাকগ্রাউন্ডে কমলা রঙের উপর হিন্দি দেবনাগরী হরফে লেখা ছিল 'গান্ধি হাম শরমিন্দা হ্যাঁয়, তেরে কাতিল জিন্দা হ্যাঁয়' ৷ এটি ভারতের প্রগতিশীল আন্দোলনের একটি জনপ্রিয় স্লোগান ৷ এখানে কোনও কপিরাইট লঙ্ঘিত হয়নি ৷ এটা অতি প্রচলিত প্রবাদ ৷"
এরপর দ্বিতীয় পোস্ট নিয়ে স্বরা জানিয়েছেন, "আমি আমার নিজের সন্তানের একটি ছবি দিয়েছি ৷ তার মুখ লুকনো ৷ হাতে ভারতের জাতীয় পতাকা রয়েছে ৷ পোস্টে লেখা 'হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া' ৷" স্বরার প্রশ্ন, "এতেই বা কীভাবে কপিরাইট লঙ্ঘিত হয় ? আমার সন্তানের পছন্দ-অপছন্দের উপর কার কপিরাইট রয়েছে ?"
'তনু ওয়েডস মনু' ফিল্মের অভিনেত্রী স্বরা এই অভিযোগকে হাস্যকর বলে উল্লেখ করেছেন ৷ তিনি লিখেছেন, "এই অভিযোগের নেপথ্যে কোনও দিক দিয়ে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না ৷ কপিরাইটের কোনও আইনি সংজ্ঞা অনুযায়ী-ই এই অভিযোগ যুক্তিগ্রাহ্য নয় ৷ এই টুইটগুলি নিয়ে যদি গণ-রিপোর্ট হয়ে থাকে, তাহলে তার লক্ষ্য আমাকে হেনস্তা করা ৷ আমার বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা ৷" সবশেষে অভিনেত্রী এক্স কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ৷