ETV Bharat / entertainment

শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মঞ্চে ফিরছেন 'দেবী চৌধুরাণী', কবে ? - Devi Chaudhurani - DEVI CHAUDHURANI

Devi Chaudhurani: মঞ্চে ফিরছেন দেবী চৌধুরাণী ৷ বদলে যাওয়া সময়ের জীবন্ত ছবি ফুটে উঠবে শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মঞ্চে ৷ দেবী চৌধুরাণীর নবরূপায়ণ করলেন প্রখ্যাত নাট্যকার তথা নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায় ।

ETV BHARAT
শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মঞ্চে ফিরছেন 'দেবী চৌধুরাণী' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 5:14 PM IST

কলকাতা, 4 অগস্ট: আগামী 16 ও 17 অগস্ট শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে বসবে নাটকের আসর । মঞ্চস্থ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি 'দেবী চৌধুরাণী'। যেটির একসময় নাট্যরূপ দিয়েছিলেন প্ৰখ্যাত নাট্যকার, মঞ্চাভিনেতা তথা নাট্য পরিচালক মহেন্দ্র গুপ্ত । আর এবার তার নবরূপায়ণ করলেন প্রখ্যাত নাট্যকার তথা নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায় ।

শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মঞ্চে ফিরছেন 'দেবী চৌধুরাণী' (নিজস্ব ভিডিয়ো)

'সুতানুটি পালাপার্বণ'-এর প্রথম নিবেদন 'দেবী চৌধুরাণী'। নাট্য সহযোগিতায় ব্যারাকপুর ব্রাত্যজন । নাটকে দেবী চৌধুরাণীর ভূমিকায় কাকলি চৌধুরী এবং ভবানী পাঠকের চরিত্রে অনল চক্রবর্তী । বাংলার যাত্রার জগতে এই দুটি নাম মানুষের মুখে মুখে ফেরে । নাটকের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখা তাঁদের । এরপর যাত্রায় এক প্রকার নবজাগরণ ঘটান এই দম্পতি তথা সহ অভিনেতা ।

পরিচালক প্রান্তিক চৌধুরী বলেন, "কাকলি চৌধুরীর জন্যই এই নাটকের পরিকল্পনা ।" কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী দীর্ঘ 28 বছর ধরে একসঙ্গে অভিনয় করছেন । দু'জনে পৃথকভাবে তারও আগে থেকে । নাটকটিতে অভিনয় নিয়ে বেশ আশাবাদী অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী উভয়েই । তাঁরা বলেন, "রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র আমাদের শিকড় । তাঁদের ভুললে চলবে না । আমরা যাঁরা একটু মনন দিয়ে কাজ করি, তাঁদের উচিত ওঁদের মতো মানুষদের এই প্রজন্মকে চেনানো ।"

এই নাটকের নব রূপায়ণ করেছেন, অর্থাৎ একে আজকের প্রজন্মের জন্য উপযোগী করে তুলেছেন প্রখ্যাত নাট্যকার তথা নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায় । তিনি বলেন, "বাঙালি বরাবরই আত্মবিস্মৃত জাতি । তাই সে আজ উদাসীন উপনিবেশ কালে ঘটে যাওয়া সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে । যা ছিল এদেশে মন্বন্তর কালে উপনিবেশ বিরোধী প্রথম সশস্ত্র বিরোধী ।"

মহেন্দ্র গুপ্তর নাটকটির নব রূপায়ণ কেন ? তিনি বলেন, "মহেন্দ্রবাবুর এই নাটকটা স্টার থিয়েটারে চারের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চস্থ হয় তখনকার মতো করে । পরবর্তীকালে যখন আমি নাটকটা কর‍তে গেলাম, তখন অনেককিছুই মনে হল আজকের দর্শকের জন্য করতে হবে । যা তাঁরা এখন দেখলে বুঝতে পারবেন । এখানে খারাপ ভালোর প্র‍শ্ন আসছে না । আসলে মানুষের জীবন, রুচি, খাদ্যাভ্যাস সময়ের সঙ্গে সঙ্গে বদলায় । তাই তাল মিলিয়ে শিল্পকেও সেই সময়ের মতো করেই বদলাতে হয় । ফলে মহেন্দ্রবাবুর নাটকটাকে অনেকটাই এই সময়ের মতো করতে হয়েছে । কিন্তু আমি ওঁর নাটককে বিকৃত করিনি । তবে একটা বড় বদল তো আছেই ।"

নাটকের পরিচালনায় প্রান্তিক চৌধুরী, নবরূপায়ণে সম্রাট মুখোপাধ্যায়, নাট্যভিত্তি মহেন্দ্র গুপ্ত । উল্লেখ্য, অনল চক্রবর্তী ছিলেন মহেন্দ্র গুপ্ত'র ছাত্র ।
একে তো এটা স্বাধীনতা দিবস পালনের সপ্তাহ, অন্যদিকে, শহর কলকাতার জন্মদিন সপ্তাহ ৷ একইসঙ্গে স্টার থিয়েটারের নাট্য কর্ণধার
মহেন্দ্র গুপ্তর প্রয়াণের 40 বছর এটি । তাই এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা । এই নাটকে 11টি গান রয়েছে । কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী ছাড়াও অভিনয় করবেন সৌমিত্র মিত, রাজু বড়ুয়া, সম্রাট বিশ্বাস, সায়ন ঘোষ, ন্যান্সি, নয়না সাহা, বিশ্বজিৎ সরকার, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ-আরও অনেকে ।

কলকাতা, 4 অগস্ট: আগামী 16 ও 17 অগস্ট শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে বসবে নাটকের আসর । মঞ্চস্থ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি 'দেবী চৌধুরাণী'। যেটির একসময় নাট্যরূপ দিয়েছিলেন প্ৰখ্যাত নাট্যকার, মঞ্চাভিনেতা তথা নাট্য পরিচালক মহেন্দ্র গুপ্ত । আর এবার তার নবরূপায়ণ করলেন প্রখ্যাত নাট্যকার তথা নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায় ।

শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরের মঞ্চে ফিরছেন 'দেবী চৌধুরাণী' (নিজস্ব ভিডিয়ো)

'সুতানুটি পালাপার্বণ'-এর প্রথম নিবেদন 'দেবী চৌধুরাণী'। নাট্য সহযোগিতায় ব্যারাকপুর ব্রাত্যজন । নাটকে দেবী চৌধুরাণীর ভূমিকায় কাকলি চৌধুরী এবং ভবানী পাঠকের চরিত্রে অনল চক্রবর্তী । বাংলার যাত্রার জগতে এই দুটি নাম মানুষের মুখে মুখে ফেরে । নাটকের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখা তাঁদের । এরপর যাত্রায় এক প্রকার নবজাগরণ ঘটান এই দম্পতি তথা সহ অভিনেতা ।

পরিচালক প্রান্তিক চৌধুরী বলেন, "কাকলি চৌধুরীর জন্যই এই নাটকের পরিকল্পনা ।" কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী দীর্ঘ 28 বছর ধরে একসঙ্গে অভিনয় করছেন । দু'জনে পৃথকভাবে তারও আগে থেকে । নাটকটিতে অভিনয় নিয়ে বেশ আশাবাদী অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী উভয়েই । তাঁরা বলেন, "রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র আমাদের শিকড় । তাঁদের ভুললে চলবে না । আমরা যাঁরা একটু মনন দিয়ে কাজ করি, তাঁদের উচিত ওঁদের মতো মানুষদের এই প্রজন্মকে চেনানো ।"

এই নাটকের নব রূপায়ণ করেছেন, অর্থাৎ একে আজকের প্রজন্মের জন্য উপযোগী করে তুলেছেন প্রখ্যাত নাট্যকার তথা নাট্য সমালোচক সম্রাট মুখোপাধ্যায় । তিনি বলেন, "বাঙালি বরাবরই আত্মবিস্মৃত জাতি । তাই সে আজ উদাসীন উপনিবেশ কালে ঘটে যাওয়া সন্ন্যাসী ফকির বিদ্রোহ নিয়ে । যা ছিল এদেশে মন্বন্তর কালে উপনিবেশ বিরোধী প্রথম সশস্ত্র বিরোধী ।"

মহেন্দ্র গুপ্তর নাটকটির নব রূপায়ণ কেন ? তিনি বলেন, "মহেন্দ্রবাবুর এই নাটকটা স্টার থিয়েটারে চারের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চস্থ হয় তখনকার মতো করে । পরবর্তীকালে যখন আমি নাটকটা কর‍তে গেলাম, তখন অনেককিছুই মনে হল আজকের দর্শকের জন্য করতে হবে । যা তাঁরা এখন দেখলে বুঝতে পারবেন । এখানে খারাপ ভালোর প্র‍শ্ন আসছে না । আসলে মানুষের জীবন, রুচি, খাদ্যাভ্যাস সময়ের সঙ্গে সঙ্গে বদলায় । তাই তাল মিলিয়ে শিল্পকেও সেই সময়ের মতো করেই বদলাতে হয় । ফলে মহেন্দ্রবাবুর নাটকটাকে অনেকটাই এই সময়ের মতো করতে হয়েছে । কিন্তু আমি ওঁর নাটককে বিকৃত করিনি । তবে একটা বড় বদল তো আছেই ।"

নাটকের পরিচালনায় প্রান্তিক চৌধুরী, নবরূপায়ণে সম্রাট মুখোপাধ্যায়, নাট্যভিত্তি মহেন্দ্র গুপ্ত । উল্লেখ্য, অনল চক্রবর্তী ছিলেন মহেন্দ্র গুপ্ত'র ছাত্র ।
একে তো এটা স্বাধীনতা দিবস পালনের সপ্তাহ, অন্যদিকে, শহর কলকাতার জন্মদিন সপ্তাহ ৷ একইসঙ্গে স্টার থিয়েটারের নাট্য কর্ণধার
মহেন্দ্র গুপ্তর প্রয়াণের 40 বছর এটি । তাই এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা । এই নাটকে 11টি গান রয়েছে । কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী ছাড়াও অভিনয় করবেন সৌমিত্র মিত, রাজু বড়ুয়া, সম্রাট বিশ্বাস, সায়ন ঘোষ, ন্যান্সি, নয়না সাহা, বিশ্বজিৎ সরকার, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ-আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.