ঢাকা, 7 ফেব্রুয়ারি: বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলেছে ভারত সরকার৷ তারপর অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ করার কথা জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷
ধানমন্ডিতে 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার বিবৃতি দিয়েছিল ইউনুস সরকার ৷ রাতে ফের বিবৃতি দিয়ে অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ করার কথা জানাল অন্তর্বর্তী সরকার ৷
![BANGLA-UNREST-GOVT-CONCERN](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/23491285_wb_bang.jpg)
অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম দফতরের প্রধান উপদেষ্টার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর এবং আগুন লাগানোর চেষ্টা করছে । সরকার কঠোর হাতে এই ধরনের কার্যকলাপ প্রতিরোধ করবে । অন্তর্বর্তী সরকার নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রস্তুত ৷" বিবৃতিতে আরও বলা হয়েছে উস্কানিমূলক কাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টায় দোষী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
এই ঘটনাকে ইতিমধ্যেই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ৷ বিবৃতিতে জানানো হয়েছে, "বাংলাদেশ দখল এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক যিনি, সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংস হয়েছে 5 ফেব্রুয়ারি, 2025 তারিখে ৷ এটা দুর্ভাগ্যজনক ৷" ভারত সরকারের তরফে জানানো হয়, যাঁরা বাংলাদেশের পরিচয়ের জন্য স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, যাঁরা বাংলাদেশ পরিচয়ের জন্য গর্ববোধ করেন, তাঁরা জানেন, বাংলাদেশের জাতীয় আবেগে এই বাড়ির গুরুত্ব কতটা ৷ এছাড়াও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার কড়া নিন্দাই হওয়া উচিত বলে মনে করে বিদেশ মন্ত্রক ৷
Our response to media queries regarding destruction of the historic residence of Sheikh Mujibur Rehman⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) February 6, 2025
🔗 https://t.co/iXyaihBjgq pic.twitter.com/ykekfByvke
বুধবার রাত থেকে নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন, আওয়ামী লীগের এই ঘোষণার পরই নতুন করে অশান্তি ছড়ায় ৷ এরপরই 32 নম্বর ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায় বেশ কিছু মানুষ ৷ তাঁর স্মৃতিবিজড়িত ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । তারপর রাতে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয় । বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই কাজ চলে ৷ আগুন লাগানো হয় হাসিনার বাড়ি সুধা সদনেও। চলে দেদার লুটপাট। ধ্বংস করা হয়েছে 'বঙ্গবন্ধু'র স্মৃতিতে হাসিনার তৈরি মিউজিয়ামও ।