গল, 7 ফেব্রুয়ারি: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় উপরের দিকেই থাকবে তাঁর নাম ৷ সুনীল গাভাসকর, ব্রায়ান লারাদের নজির টপকে আপাতত তাঁর ঝুলিতে 35টি শতরান ৷ ব্যাট হাতে লাল বলের ক্রিকেটে নিশ্চয় আরও নজির গড়বেন তিনি, তবে বৃহস্পতিবার ফিল্ডার হিসেবে টেস্ট ক্রিকেটের এলিট ক্লাবে প্রবেশ করে গেলেন স্টিভ স্মিথ ৷ নন-উইকেটকিপার হিসেবে টেস্টে ক্যাচ তালুবন্দি করার নিরিখে দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ে টপকে প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি ৷
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিন জোড়া ক্যাচ ধরে টেস্ট ক্রিকেটে 197টি ক্যাচের মালিক হন স্মিথ ৷ টপকে যান রিকি পন্টিংয়ের 196 ক্যাচের ট্যালি ৷ অজি ফিল্ডার হিসেবে টেস্টে এখন সর্বাধিক ক্যাচের মালিক তিনিই ৷ সামগ্রিকভাবে বিশ্বে সর্বাধিক ক্যাচের তালিকায় স্মিথের সামনে এখন কেবল চার ৷ এরমধ্যে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি জ্যাক কালিসকে (200) টপকে যেতে আর চারটি ক্যাচের প্রয়োজন অজি ক্রিকেটারের ৷ সেক্ষেত্রে বিশ্বের পঞ্চম ফিল্ডার হিসেবে টেস্টে 200 ক্য়াচের মাইলস্টোনও স্পর্শ করবেন তিনি ৷
STEVE SMITH HAS DONE IT
— Smudge Era (@SS_49_zone) February 6, 2025
NOW STEVE SMITH HOLDS THE RECORD OF MOST CATCHES FOR AUSTRALIA IN TEST WITH 197 CATCHES!! pic.twitter.com/qz13F3xUez
তবে একটি বিষয় এক্ষেত্রে লক্ষ্যণীয় যে, অনেক কম ম্যাচ খেলেই তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়েছেন স্মিথ ৷ রিকি পন্টিংয়ের 196 ক্যাচের নজির এসেছিল 168 ম্যাচে ৷ সেখানে মাত্র 116 ম্য়াচ খেলেই প্রাক্তন অধিনায়ককে টপকে গেলেন বর্তমান ৷ জ্যাক কালিস ছাড়া স্মিথের সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, জো রুট এবং রাহুল দ্রাবিড় ৷ তালিকার শীর্ষে থাকা 'দ্য ওয়ালে'র ঝুলিতে 164 ম্য়াচে রয়েছে 210 ক্যাচের নজির ৷ যা স্পর্শ করতে স্মিথের প্রয়োজন আর 13টি ক্যাচ ৷ তবে তালিকায় সক্রিয় ক্রিকেটার হিসেবে রয়েছে জো রুটের নামও ৷ আপাতত স্মিথের থেকে 10টি ক্যাচ বেশি রয়েছে তাঁর ঝুলিতে ৷
একনজরে টেস্টে সর্বাধিক ক্য়াচ নেওয়া প্রথম পাঁচ:
- রাহুল দ্রাবিড়- 210 ক্যাচ (164 ম্যাচ)
- জো রুট- 207 ক্যাচ (152 ম্য়াচ)
- মাহেলা জয়বর্ধনে- 205 ক্যাচ (149 ম্যাচ)
- জ্যাক কালিস- 200 ক্যাচ (166 ম্যাচ )
- স্টিভ স্মিথ- 197 ক্যাচ (116 ম্যাচ)