ETV Bharat / state

আরজি কর: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের - RG KAR RAPE AND MURDER CASE

সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের ৷

Rg kar Rape and murder case
কলকাতা হইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 10:43 AM IST

Updated : Feb 7, 2025, 10:49 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: আরজি কর খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ তবে সিবিআইয়ের আবেদন গ্রহণ করেছে আদালত। সিবিআই ও রাজ্য সরকার একসঙ্গে আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল ৷ সেই মামলাতেই শুক্রবার রায় ঘোষণা করল আদালত ৷

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ এদিন এই রায় দেয় ৷ উল্লেখ্য, শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস গত 20 জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন। চার্জশিটে তাঁকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছিল সিবিআই। বিচারকের যুক্তি ছিল, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় ।

তারপরই রাজ্যের তরফে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও সেই আবেদন করে। এরপর গত 27 জানুয়ারি সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি সংক্রান্ত রাজ্য ও সিবিআইয়ের আবেদন মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার জানানো হয় শুক্রবার সকালে আদালত রায় ঘোষণা করবে ৷

বৃহস্পতিবার রাজ্যের এজি কিশোর দত্ত আদালতে জানিয়েছিলেন, দিল্লি পুলিশ এস্টাবলিসমেন্ট অ্যাক্টের 417-এর (2) ধারা অনুযায়ী রাজ্যও আপিল জানাতে পারে ৷ এই ধরনের অপরাধে যদি আসামীকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়, তাহলে এই আপিল করা যায়। অথবা নিম্ন আদালত যে শাস্তির নির্দেশ দিয়েছে সেটা যদি উপযুক্ত না-মনে হয় তাহলেও এটি করা যেতে পারে ।

এর উত্তরে বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিলেন, বিএনএসএস (BNSS)-এর 418 ধারা অনুয়ায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না-করে একমাত্র তখনই তদন্তের অগ্রগতির স্বার্থে রাজ্য আপিল করতে পারে। এই শুনানির পর রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ ৷ গতাকাল মামলার শুনানি স্থগিত রাখার পর আজ রাজ্যের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: আরজি কর খুন ও ধর্ষণের মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ৷ তবে সিবিআইয়ের আবেদন গ্রহণ করেছে আদালত। সিবিআই ও রাজ্য সরকার একসঙ্গে আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করেছিল ৷ সেই মামলাতেই শুক্রবার রায় ঘোষণা করল আদালত ৷

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ এদিন এই রায় দেয় ৷ উল্লেখ্য, শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস গত 20 জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন। চার্জশিটে তাঁকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছিল সিবিআই। বিচারকের যুক্তি ছিল, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় ।

তারপরই রাজ্যের তরফে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করা হয়। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও সেই আবেদন করে। এরপর গত 27 জানুয়ারি সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি সংক্রান্ত রাজ্য ও সিবিআইয়ের আবেদন মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার জানানো হয় শুক্রবার সকালে আদালত রায় ঘোষণা করবে ৷

বৃহস্পতিবার রাজ্যের এজি কিশোর দত্ত আদালতে জানিয়েছিলেন, দিল্লি পুলিশ এস্টাবলিসমেন্ট অ্যাক্টের 417-এর (2) ধারা অনুযায়ী রাজ্যও আপিল জানাতে পারে ৷ এই ধরনের অপরাধে যদি আসামীকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়, তাহলে এই আপিল করা যায়। অথবা নিম্ন আদালত যে শাস্তির নির্দেশ দিয়েছে সেটা যদি উপযুক্ত না-মনে হয় তাহলেও এটি করা যেতে পারে ।

এর উত্তরে বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছিলেন, বিএনএসএস (BNSS)-এর 418 ধারা অনুয়ায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি আপিল না-করে একমাত্র তখনই তদন্তের অগ্রগতির স্বার্থে রাজ্য আপিল করতে পারে। এই শুনানির পর রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ ৷ গতাকাল মামলার শুনানি স্থগিত রাখার পর আজ রাজ্যের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ ৷

Last Updated : Feb 7, 2025, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.