ETV Bharat / state

জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি, উস্থিতে মৃত এক - MAN SHOT DEAD

অফিসে বসেছিলেন, তখনই বুদ্ধদেবকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন দুষ্কৃতী ৷ পুলিশ জানিয়েছে, জমি বিবাদের জেরেই এই ঘটনা ৷

SHOT DEAD ON LAND DISPUTE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 1:37 PM IST

উস্থি, 7 ফেব্রুয়ারি: জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। নিহত হলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার উস্থি থানার বাগাড়িয়ার। নিহত বুদ্ধদেব হালদার (55) উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে বুদ্ধদেব হালদার তাঁর অফিসে বসেছিলেন ৷ সেই সময় বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি (ইটিভি ভারত)

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, মাটিকাটা ও জমিজমা সংক্রান্ত ব্যবসা নিয়েই বচসার জেরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি অভিযানে চলছে ৷ এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুদ্ধদেব হালদার এলাকায় জমির দালালি ও মাটি কাটার ব্যবসা করতেন।

SHOT DEAD ON LAND DISPUTE
মৃত বুদ্ধদেব হালদার (ইটিভি ভারত)

এবিষয়ে মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে মাটি কাটার ও জমির দালালির ব্যবসা করতো বুদ্ধদেব হালদার। এই ঘটনায় বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন এমন কোনও বিষয় নয়। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। জমি বিবাদকে কেন্দ্র করে এবং এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

উস্থি, 7 ফেব্রুয়ারি: জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। নিহত হলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যক্তি ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার উস্থি থানার বাগাড়িয়ার। নিহত বুদ্ধদেব হালদার (55) উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে বুদ্ধদেব হালদার তাঁর অফিসে বসেছিলেন ৷ সেই সময় বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বুদ্ধদেব হালদারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি (ইটিভি ভারত)

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, মাটিকাটা ও জমিজমা সংক্রান্ত ব্যবসা নিয়েই বচসার জেরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি অভিযানে চলছে ৷ এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুদ্ধদেব হালদার এলাকায় জমির দালালি ও মাটি কাটার ব্যবসা করতেন।

SHOT DEAD ON LAND DISPUTE
মৃত বুদ্ধদেব হালদার (ইটিভি ভারত)

এবিষয়ে মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে মাটি কাটার ও জমির দালালির ব্যবসা করতো বুদ্ধদেব হালদার। এই ঘটনায় বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন এমন কোনও বিষয় নয়। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। জমি বিবাদকে কেন্দ্র করে এবং এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.