হায়দরাবাদ, 5 অগস্ট: প্লে-অফ ম্যাচে গ্রেট ব্রিটেনকে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় হকি টিম ৷ 42 মিনিটে জয় ছিনিয়ে আনে ভারতীয় দল। হকি টিমের এই জয়ে উচ্ছ্বসিত বলিতারকারা ৷ সোশাল মিডিয়ায় অভিনন্দন জানালেন অনিল কাপুর, ইমরান হাশমি, তাপসী পান্নু ৷
ইন্সটাগ্রাম স্টোরিতে মিস্টার ইন্ডিয়া লেখেন, "অসাধারণ জয় হকি টিমের ৷ টিম ইন্ডিয়ার সেমি ফাইনালে খেলা আরও দুর্ধর্ষ হতে চলেছে ৷ অভিনন্দন ৷ তোমরা এই জয় ডিজার্ভ করো ৷" অভিনেতা ইমরান হাশমিও ইন্সটাগ্রাম স্টোরিতে হকি টিমকে শুভেচ্ছা-অভিনন্দন জানান ৷ তিনি লেখেন, "অভিনন্দন টিম ইন্ডিয়া ৷" নেহা ধুপিয়া একটি ভিডিয়ো শেয়ার করে নিজের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "চক দে ভারত ৷ সেমি-ফাইনাল, দুর্দান্ত ৷ শ্রীজেশ, হরমনপ্রীত সিং এবং পুরো হকি টিমের সদস্যরা দারুণ ৷"
অন্যদিকে, 'ডাঙ্কি' অভিনেত্রী তাপসী পান্নুও সোশাল মিডিয়ায় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি প্যারিসে অলিম্পিক্স দেখতে গিয়েছেন ৷ তিনিও স্টোরি ক্যাপশনে একটি ছোট ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে লেখেন, "আমরা জিতে গিয়েছি ৷" এরপর সেখানকার এক সাংবাদিক সাক্ষাৎকারে তাপসী জানান, খেলার শুরুটা বেশ কঠিন ছিল ৷ ফার্স্ট কোয়ার্টারে টিম ইন্ডিয়া রেড কার্ড দেখে যা মোটেও সুখকর ছিল না ৷ এরপর শ্রীজেশ দুর্দান্ত খেলেন ৷ ভারতের এই জয় সত্যিই দারুণ ৷
উল্লেখ্য, সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে পদক জেতার থেকে আর একটু দূরে ভারত। হকিতে বিশ্বের পাঁচ নম্বরে থাকা ভারত মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকি প্রতিযোগিতার সেমিফাইনালে চারবারের অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী জার্মানির মুখোমুখি হবে। বর্তমানে, ভারতীয় দল প্যারিস অলিম্পিক্সে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে ৷ সবকটা পদক এসেছে শুটিংয়ে।