ETV Bharat / bharat

370 ধারা বাতিলের 5 বছর পূর্তি, জম্মু ও কাশ্মীরে আঁটোসাঁটো নিরাপত্তা - Article 370 Abrogation Anniversary - ARTICLE 370 ABROGATION ANNIVERSARY

Jammu and Kashmir Security Heightened: জুলাই মাসে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ এরপরেই সোমবার 370 ধারা বাতিলের পঞ্চম বার্ষিকীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ শহরে থেকে গ্রামের প্রতিটি কোণে নজরদারি রাখা হচ্ছে ৷

Article 370 Abrogation Anniversary
নিরাপত্তা জোরদার করা হয়েছে জম্মু ও কাশ্মীর (সংবাদ সংস্থা-এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 11:32 AM IST

শ্রীনগর, 5 অগস্ট: 2019 সালের 5 অগস্ট ৷ আজকের দিনে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছিল কেন্দ্র ৷ বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয় । জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের আজ 5 বছর পূর্তি ৷ এই উপলক্ষে সোমবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

জম্মু ও কাশ্মীর পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট তৈরি করে জাতীয় সড়কে টহল বাড়িয়েছে । যানবাহন ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে । জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিও সতর্ক রয়েছে । শহর থেকে গ্রামে কড়া নজরদারি করা হচ্ছে ৷ বিশেষ করে এই অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে, যা এই বছরের জুলাই মাসে বেশ কয়েকটি জঙ্গি হামলার সাক্ষী থেকেছে । যাতে পাকিস্তানের দিক থেকে যে কোনও ধরনের অনুপ্রবেশ বা অন্যান্য ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে সতর্ক প্রশাসন । জম্মু অঞ্চলের বিভিন্ন এলাকা যেমন কাঠুয়া, ডোডা, রেয়াসি, রাজৌরি এবং পুঞ্চের মাচেদ্দিতে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷

দেশের বিভিন্ন রাজনৈতিক দল 5 অগস্টকে 'কালো দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ দিকে বিজেপির জম্মু ও কাশ্মীর ইউনিট সোমবার 370 ধারা বাতিলের পঞ্চম বার্ষিকী উদযাপন করতে ব্যস্ত ৷ 'একাত্ম মহাৎসব' সমাবেশ করবে বিজেপি ৷ 370 ধারা বাতিল বর্ষপূর্তি উদযাপনের জন্য অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি-সহ বিরোধী দলগুলি (পিডিপি) । পিডিপি প্রেস বিবৃতিতে বলেছে, তারা গান্ধিনগরে দলের সদর দফতরের বাইরে 5 অগস্টকে 'কালো দিবস' হিসাবে পালন করতে বিক্ষোভ করেছে । আর গুলাম নবি আজাদের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) 370 ধারা বাতিলের নিন্দা করে সোমবার মহারাজা হরি সিং পার্কে বিক্ষোভ দেখাবে ।

দক্ষিণ জম্মুর এসপি অজয় ​​শর্মা মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, "সন্ত্রাসী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমরা সর্বদা সতর্ক থাকি ৷ সেটা 5 অগস্ট হোক বা 15 অগস্ট । আমরা ক্যামেরার সামনে আমাদের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সবকিছু বলতে পারি না । আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনও খামতি রাখছি না ।"

সাম্প্রতিক অতীতে জম্মু অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে ৷ যার মধ্যে কাঠুয়ায় একটি সেনা কনভয়ে হামলা এবং ডোডা ও উধমপুরে এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছে । স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে লোকসভাতে বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ চলতি বছর 21 জুলাই পর্যন্ত 11টি সন্ত্রাস-সম্পর্কিত ঘটনা এবং 24টি এনকাউন্টার বা সন্ত্রাসবিরোধী অভিযান হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ এই ঘটনাগুলিতে সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মী মিলিয়ে মোট 28 জন নিহত হয়েছেন ।

শ্রীনগর, 5 অগস্ট: 2019 সালের 5 অগস্ট ৷ আজকের দিনে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করেছিল কেন্দ্র ৷ বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয় । জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের আজ 5 বছর পূর্তি ৷ এই উপলক্ষে সোমবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

জম্মু ও কাশ্মীর পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট তৈরি করে জাতীয় সড়কে টহল বাড়িয়েছে । যানবাহন ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে । জম্মু ও কাশ্মীর পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিও সতর্ক রয়েছে । শহর থেকে গ্রামে কড়া নজরদারি করা হচ্ছে ৷ বিশেষ করে এই অঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে, যা এই বছরের জুলাই মাসে বেশ কয়েকটি জঙ্গি হামলার সাক্ষী থেকেছে । যাতে পাকিস্তানের দিক থেকে যে কোনও ধরনের অনুপ্রবেশ বা অন্যান্য ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে সতর্ক প্রশাসন । জম্মু অঞ্চলের বিভিন্ন এলাকা যেমন কাঠুয়া, ডোডা, রেয়াসি, রাজৌরি এবং পুঞ্চের মাচেদ্দিতে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷

দেশের বিভিন্ন রাজনৈতিক দল 5 অগস্টকে 'কালো দিবস' হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ দিকে বিজেপির জম্মু ও কাশ্মীর ইউনিট সোমবার 370 ধারা বাতিলের পঞ্চম বার্ষিকী উদযাপন করতে ব্যস্ত ৷ 'একাত্ম মহাৎসব' সমাবেশ করবে বিজেপি ৷ 370 ধারা বাতিল বর্ষপূর্তি উদযাপনের জন্য অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি-সহ বিরোধী দলগুলি (পিডিপি) । পিডিপি প্রেস বিবৃতিতে বলেছে, তারা গান্ধিনগরে দলের সদর দফতরের বাইরে 5 অগস্টকে 'কালো দিবস' হিসাবে পালন করতে বিক্ষোভ করেছে । আর গুলাম নবি আজাদের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) 370 ধারা বাতিলের নিন্দা করে সোমবার মহারাজা হরি সিং পার্কে বিক্ষোভ দেখাবে ।

দক্ষিণ জম্মুর এসপি অজয় ​​শর্মা মিডিয়াকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, "সন্ত্রাসী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমরা সর্বদা সতর্ক থাকি ৷ সেটা 5 অগস্ট হোক বা 15 অগস্ট । আমরা ক্যামেরার সামনে আমাদের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সবকিছু বলতে পারি না । আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনও খামতি রাখছি না ।"

সাম্প্রতিক অতীতে জম্মু অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে ৷ যার মধ্যে কাঠুয়ায় একটি সেনা কনভয়ে হামলা এবং ডোডা ও উধমপুরে এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছে । স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে লোকসভাতে বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ চলতি বছর 21 জুলাই পর্যন্ত 11টি সন্ত্রাস-সম্পর্কিত ঘটনা এবং 24টি এনকাউন্টার বা সন্ত্রাসবিরোধী অভিযান হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ এই ঘটনাগুলিতে সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মী মিলিয়ে মোট 28 জন নিহত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.