ETV Bharat / entertainment

এলাহি বাগদান সারলেন অনন্যা-সুকান্ত, মেনুতে রকমারি ভর্তা ছাড়া আর কী - ANANYA GUHA ENGAGEMENT

ছাদনাতলায় যাওয়ার প্রথম ধাপ সারলেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু ৷ বাগদান পর্বেই ছিল এলাহি আয়োজন ৷ খাবার থেকে পোশাক চমকই চমক ৷

Ananya Guha engagement
বাগদান সারলেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু (ছবি - সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 26, 2025, 6:04 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আংটি বদল সেরে ফেললেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ । মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি । তার আগে প্রি ওয়েডিং পর্ব সেরে ফেললেন অনন্যা এবং সুকান্ত ।

মঙ্গলবার সকালে প্রথমে ছিল আশীর্বাদ পর্ব । আর তারপর রাতে হয় আংটি বদল । সামাজিক মাধ্যমের দৌলতেই একের সঙ্গে অপরের পরিচয় । আর সেই পরিচয়ই আজ পরিণতি পেতে চলেছে । যার প্রথম ধাপ পার করলেন তাঁরা । মঙ্গলবার সকালে দুই পরিবারের সদস্যই হাজির হন সুকান্তের বাড়িতে । সেখানেই হবু দম্পতিকে একসঙ্গে আশীর্বাদ করেন তাঁদের আপনজনেরা ।

Ananya Guha engagement
কালো ও লাল পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন দু'জনে (ছবি - সংগৃহীত)

এদিন সকালে দু'জনের পরনেই ছিল লাল পোশাক । আশীর্বাদের সময়ে অনন্যা সেজেছিলেন লাল বেনারসিতে । তার সঙ্গে পরেছিলেন সোনালি গয়না এবং ঘড়ি । সুকান্তের পরনে ছিল লাল পাঞ্জাবি, সাদা চোস্তা পাজামা ।

Ananya Guha engagement
বন্ধুদের সঙ্গে অনন্যা-সুকান্ত (ছবি - সংগৃহীত)

রাতের পোশাকে অনন্যা বেছে নিয়েছিলেন অফ শোল্ডার মেরুন গাউন । ঢেউ খেলানো খোলা চুলে আর হিরের গয়নায় অনন্যা যেন সত্যিই অনন্যা । মেরুন রঙের অফ শোল্ডার থাই স্লিট গাউন পরেছিলেন অভিনেত্রী । সঙ্গে ছিল শিমারি, উজ্জ্বল মেকআপ । গলায় ছিল ডায়মন্ড নেকলেস, কানে মানানসই দুল । পায়ে ছিল স্টিলেটো ।

Ananya Guha engagement
বাগদান পর্বে অনন্যা-সুকান্তর নাচ (ছবি - সংগৃহীত)

অন্যদিকে সুকান্ত কুণ্ডু পরেছিলেন কালো কোট-প্যান্ট । আংটি বদলের জায়গাটিও সেজে ওঠে লাল গোলাপে, আর মায়াবী আলোয় । ছবি তোলার জন্য ছিল আলাদা জায়গা । যাকে এ যুগের ভাষায় বলে সেলফি জোন ৷ এদিন সকাল থেকেই অনন্যা-সুকান্তর পাশে ছায়ার মতো ছিলেন তাঁদের কাছের বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তী । মাকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন বন্ধুর বিয়েতে । তাঁর সাজেও ছিল রকমারি স্বাদ । অনন্যার বিয়েতে পরিচালক স্বামী মনোজিৎ মজুমদারকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দিদি অভিনেত্রী অলকানন্দা গুহ । তাঁদের সাজেও ছিল চমক ।

Ananya Guha engagement
আংটি বদল সারলেন অনন্যা-সুকান্ত (ছবি - সংগৃহীত)

টেলিভিশনে জনপ্রিয় মুখ অনন্যা গুহ ৷ ছোট থেকেই বিনোদন জগতে কাজ করছেন তিনি ৷ তাঁর বয়স এখন 21 বছর ৷ এত কম বয়সে এ যুগে দাঁড়িয়ে খুব একটা অভিনেত্রীদের বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায় না ৷ তবে এক্ষেত্রে বলা চলে, কিছুটা ব্যতিক্রমী অনন্যা ৷ তিনি নিজের থেকে প্রায় 10 বছরের বড় ইউটিউবার তথা কন্টেন্ট ক্রিয়েটার সুকান্ত কুণ্ডুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ৷ যদিও তাঁদের মতে, সম্পর্কে বন্ধুত্বটাই আসল ৷ বয়সে কী বা যায় আসে ৷ তবে সামাজিক বিয়ে সারতে আরও এক বছর বাকি অনন্যা-সুকান্তর । আরও চমক দিতেই দু'জনে এই সময়টা নিয়েছেন বলে মনে করছেন কাছের মানুষেরা ।

মঙ্গলবার এই জুটির বাগদানের মেনুতেই ছিল এলাহি আয়োজন । খাবারে সকালে অতিথিদের পাতে পড়ে মুরগির রসুন ভর্তা-সহ রকমারি ভর্তা । এরই সঙ্গে ছিল চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি থেকে মিষ্টি । রাতের খাবারে ভাত, পোলাও, মাংস ছাড়াও ছিল পঞ্জাবি এবং চিনা খাবার । আংটি বদলেই এমন চাকচিক্য এরপর বিয়েতে কী হবে, তা দেখতে অপেক্ষাই কাম্য ।

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আংটি বদল সেরে ফেললেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ । মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি । তার আগে প্রি ওয়েডিং পর্ব সেরে ফেললেন অনন্যা এবং সুকান্ত ।

মঙ্গলবার সকালে প্রথমে ছিল আশীর্বাদ পর্ব । আর তারপর রাতে হয় আংটি বদল । সামাজিক মাধ্যমের দৌলতেই একের সঙ্গে অপরের পরিচয় । আর সেই পরিচয়ই আজ পরিণতি পেতে চলেছে । যার প্রথম ধাপ পার করলেন তাঁরা । মঙ্গলবার সকালে দুই পরিবারের সদস্যই হাজির হন সুকান্তের বাড়িতে । সেখানেই হবু দম্পতিকে একসঙ্গে আশীর্বাদ করেন তাঁদের আপনজনেরা ।

Ananya Guha engagement
কালো ও লাল পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন দু'জনে (ছবি - সংগৃহীত)

এদিন সকালে দু'জনের পরনেই ছিল লাল পোশাক । আশীর্বাদের সময়ে অনন্যা সেজেছিলেন লাল বেনারসিতে । তার সঙ্গে পরেছিলেন সোনালি গয়না এবং ঘড়ি । সুকান্তের পরনে ছিল লাল পাঞ্জাবি, সাদা চোস্তা পাজামা ।

Ananya Guha engagement
বন্ধুদের সঙ্গে অনন্যা-সুকান্ত (ছবি - সংগৃহীত)

রাতের পোশাকে অনন্যা বেছে নিয়েছিলেন অফ শোল্ডার মেরুন গাউন । ঢেউ খেলানো খোলা চুলে আর হিরের গয়নায় অনন্যা যেন সত্যিই অনন্যা । মেরুন রঙের অফ শোল্ডার থাই স্লিট গাউন পরেছিলেন অভিনেত্রী । সঙ্গে ছিল শিমারি, উজ্জ্বল মেকআপ । গলায় ছিল ডায়মন্ড নেকলেস, কানে মানানসই দুল । পায়ে ছিল স্টিলেটো ।

Ananya Guha engagement
বাগদান পর্বে অনন্যা-সুকান্তর নাচ (ছবি - সংগৃহীত)

অন্যদিকে সুকান্ত কুণ্ডু পরেছিলেন কালো কোট-প্যান্ট । আংটি বদলের জায়গাটিও সেজে ওঠে লাল গোলাপে, আর মায়াবী আলোয় । ছবি তোলার জন্য ছিল আলাদা জায়গা । যাকে এ যুগের ভাষায় বলে সেলফি জোন ৷ এদিন সকাল থেকেই অনন্যা-সুকান্তর পাশে ছায়ার মতো ছিলেন তাঁদের কাছের বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তী । মাকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন বন্ধুর বিয়েতে । তাঁর সাজেও ছিল রকমারি স্বাদ । অনন্যার বিয়েতে পরিচালক স্বামী মনোজিৎ মজুমদারকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দিদি অভিনেত্রী অলকানন্দা গুহ । তাঁদের সাজেও ছিল চমক ।

Ananya Guha engagement
আংটি বদল সারলেন অনন্যা-সুকান্ত (ছবি - সংগৃহীত)

টেলিভিশনে জনপ্রিয় মুখ অনন্যা গুহ ৷ ছোট থেকেই বিনোদন জগতে কাজ করছেন তিনি ৷ তাঁর বয়স এখন 21 বছর ৷ এত কম বয়সে এ যুগে দাঁড়িয়ে খুব একটা অভিনেত্রীদের বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায় না ৷ তবে এক্ষেত্রে বলা চলে, কিছুটা ব্যতিক্রমী অনন্যা ৷ তিনি নিজের থেকে প্রায় 10 বছরের বড় ইউটিউবার তথা কন্টেন্ট ক্রিয়েটার সুকান্ত কুণ্ডুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ৷ যদিও তাঁদের মতে, সম্পর্কে বন্ধুত্বটাই আসল ৷ বয়সে কী বা যায় আসে ৷ তবে সামাজিক বিয়ে সারতে আরও এক বছর বাকি অনন্যা-সুকান্তর । আরও চমক দিতেই দু'জনে এই সময়টা নিয়েছেন বলে মনে করছেন কাছের মানুষেরা ।

মঙ্গলবার এই জুটির বাগদানের মেনুতেই ছিল এলাহি আয়োজন । খাবারে সকালে অতিথিদের পাতে পড়ে মুরগির রসুন ভর্তা-সহ রকমারি ভর্তা । এরই সঙ্গে ছিল চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি থেকে মিষ্টি । রাতের খাবারে ভাত, পোলাও, মাংস ছাড়াও ছিল পঞ্জাবি এবং চিনা খাবার । আংটি বদলেই এমন চাকচিক্য এরপর বিয়েতে কী হবে, তা দেখতে অপেক্ষাই কাম্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.