কলকাতা, 16 জুলাই: আয়কর রিটার্ন (ITR Filing) ফাইল করার সময় এসেছে । অনেক পেশাদার ব্যক্তি ইতিমধ্যেই আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৷ যাঁরা সবেমাত্র নিজেদের পেশাগত জীবন শুরু করেছেন, তাঁরা আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি নিয়ে বিভ্রান্ত ! অধিকাংশ পেশাদারদের মনে এখন একটাই প্রশ্ন, যদি বার্ষিক আয় 7 লাখ টাকার কম হয়, সে ক্ষেত্রে আইটিআর ফাইল করা প্রয়োজন কিনা ? চলুন, এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
আয়কর আইন 1961-এর 87A ধারার অধীনে কর ছাড়ের সুযোগ রয়েছে ভারতের সকল পেশাদারদের কাছেই । আয়কর বাদ না দিয়ে যদি কারও মোট বার্ষিক আয় 2.5 লাখ টাকার বেশি হয়, সে ক্ষেত্রে তাঁকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ৷ তবে আয়কর রিটার্ন জমা দেওয়ার অর্থ এই নয় যে, আপনাকে আয়কর দিতে হবে ৷ ট্যাক্স রিটার্ন জমা দিয়ে একজন পেশাদার (চাকুরিজীবী বা ব্যবসায়ী) তাঁর বার্ষিক আয়ের হিসাব সরকারকে জানান ৷
যদি আপনার বার্ষিক আয় পুরানো কর ব্যবস্থার (Old Tax Regime) অধীনে 5 লক্ষ টাকার কম বা নতুন কর ব্যবস্থার (New Tax Regime) অধীনে 7 লক্ষ টাকার বেশি না হয় তবে আপনি কর ছাড়ের সুবিধা পাবেন । প্রবীণ নাগরিকদের জন্য (60 বছর বা তার বেশি বয়সী) এই কর ছাড়ের সীমা 3 লক্ষ টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের (যাঁদের বয়স 80 বছর বা তার বেশি) জন্য এই কর ছাড়ের সীমা 5 লক্ষ টাকা । তবে এই সব ক্ষেত্রেই তাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া প্রয়োজন ৷
এর বাইরে, যদি কোনও ব্যক্তি তাঁর সেভিংস অ্যাকাউন্টে 50 লাখ টাকা বা তার বেশি জমা করে থাকেন বা কোনও ব্যক্তির ব্যবসা 60 লাখ টাকার বেশি হয় বা তাঁর পেশাগত বার্ষিক আয় 10 লাখ টাকার বেশি হয়, তাহলে তাঁকেও ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে ।
যদি কোনও ব্যক্তির টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) কাটা হয়, তাহলে তাকেও ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে এবং এর পরই তিনি টিডিএস বাবদ কাটা টাকা ফেরত পেতে পারেন ৷ কারণ, ট্যাক্স রিটার্ন জমা না করে কোনও রিফান্ড দেওয়া হয় না ।
যাইহোক, আপনার আয় করযোগ্য না হলেও আপনার আইটিআর ফাইল করা উচিত । আয়কর আইনের (যেমন ধারা 80C, 80D, ইত্যাদি) অধীনে ট্যাক্স কাটার আগে আপনার মোট আয় ন্যূনতম কর ছাড়ের সীমা ছাড়িয়ে গেলে আপনাকে অবশ্যই ITR ফাইল করতে হবে । পুরানো কর ব্যবস্থার অধীনে মৌলিক ছাড়ের সীমা সম্পর্কে একবার দেখে নিন:
60 বছরের কম বয়সী ব্যক্তি: 2.5 লক্ষ টাকা ৷
60 বছরের বেশি কিন্তু 80 বছরের কম বয়সী ব্যক্তি: 3 লাখ টাকা ৷
80 বছরের বেশি বয়সী ব্যক্তি: 5 লাখ টাকা ৷