ফরিদকোট (পঞ্জাব), 18 ফেব্রুয়ারি: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মঙ্গলের সকালে ৷ আজ সকালে পঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা রোডে বেসরকারি বাসটি অপরদিক থেকে আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে ৷ তারপরই সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় বাসটি ৷ বাসটিতে 26 জন যাত্রী ছিলেন ৷ খালে পড়ে 5 জন যাত্রীর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন 2 জন ৷ প্রায় 20 জনকে কোনওকরমে উদ্ধার করা হয়েছে ৷ তাঁরাও হাসপাতলে চিকিৎসাধীন ৷
ফরিদকোটের এসএসপি প্রজ্ঞা জৈন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ওই এলাকায় পৌঁছন ৷ 5 জনের মৃত্যু হয়েছে ৷ আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনার কারণ পরে বলা সম্ভব ৷
বাস দুর্ঘটনার কবল থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, "বাসটি খুব জোরে চলছিল ৷ যার কারণে ট্রাকের সঙ্গে ধাক্কা হয় ৷ সংঘর্ষের পর বাসটি খালে পড়ে যায় ৷ তারপর কী ঘটেছিল আমার মনে নেই ৷ জ্ঞান হারিয়ে ফেলি ৷ স্থানীয় ও পুলিশ আমাকে নিরাপদে বের করে আনে।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অনেকই কোটকাপুরা, আবোহর, শ্রী মুক্তসর সাহেব, নাইওয়ালা গঙ্গানগর, ফাজিলকা এবং ফরিদকোটের বাসিন্দা ৷
পথ দুর্ঘটনার জেরে ফরিদকোট-কোটকাপুরা রোড পরবর্তী 5 ঘণ্টার জন্য বন্ধ থাকে ৷ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প রুট জারি করা হয় ৷ ফরিদকোট প্রশাসন বাস দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর জারি করেছে ৷ দুর্ঘটনায় আহতদের সম্পর্কে তথ্যের জন্য, 9872300138 নম্বরে যোগাযোগ করা যেতে পারে জানিয়েছে ফরিদকোট প্রশাসন ৷