ETV Bharat / politics

উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারলে আলাদা করে দিন, বিধানসভায় দাবি বিজেপি বিধায়কের - STATEHOOD FOR NORTH BENGAL

বিজেপি বাংলা ভাগ চায়, অভিযোগ তৃণমূলের ৷ শুভেন্দু অধিকারীর দাবি, শিখা চট্টোপাধ্যায়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে ৷

West Bengal Assembly
পশ্চিমবঙ্গ বিধানসভা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 9:22 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাজ্য পতাকার দাবি বুধবার উঠেছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় । বৃহস্পতিবার উঠল আলাদা রাজ্যের দাবি । রাজ্য পতাকার দাবি তুলেছিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । আর এদিন বিধানসভায় রাজ্যভাগের দাবি তুলে বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । তবে এবারই প্রথম নয় । অতীতেও রাজ্য বিধানসভাতে পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ৷

এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে শিখা চট্টোপাধ্যায় দাবি করেন, উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ রাজ্য সরকার । তাই উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত । পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ এই সরকার । উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গকে আপনারা ছেড়ে দিন । সেখানকার মানুষ নিজেদের উন্নয়নের নিজেরা বুঝে নেবে ।’’

বাজেট ভাষণের অংশ নিয়ে পরে বিধানসভার বাইরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত । উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন । বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত ।’’

তিনি এও বলেন, ‘‘এটা আমার একার কথা না উত্তরবঙ্গের মানুষের মনের কথা । তারা চান হয় উন্নয়ন হোক, না হয় আলাদা হোক উত্তরবঙ্গ । কারণ, তারা দিনের পর দিন বঞ্চিত । উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম ।’’

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে যান, এটা সত্যি । তবে তিনি উত্তরবঙ্গে যান নাচ-গান করতে । হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে আসেন । কিন্তু উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের খবর তিনি রাখেন না । আর তাই তাঁর সরকারের সময় উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি । মানুষ ওখানে পরিশ্রুত পানীয় জল পর্যন্ত পায় না । আর সেই কারণেই দিনের পর দিন উত্তরবঙ্গ আলাদা হওয়ার দাবি জোরালো হচ্ছে ।’’

এদিন শিখা চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘ওরা আরও একবার বাংলা ভাগের জিগির তোলার চেষ্টা করছে । বাংলা কি আমরা ভাগ হতে দেব না এটা আমাদের শপথ । এ কথা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ৷ এটাও সত্যি উত্তরবঙ্গের মানুষও বাংলা ভাগ চায় না । বাংলা ভাগের কথা শুধুমাত্র বিজেপির লোকেরাই বলছেন ৷ অন্য কেউ বলছেন না । ওদের মধ্যে অতীতেও অনেকেই ভাগ চেয়েছেন । মূলত, নির্বাচন এলেই এই ধরনের কথা বলে । এসব বলে নির্বাচনে জেতা যাবে না ।’’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, ‘‘শিখা চট্টোপাধ্যায় বাংলা ভাগের কথা বলেননি । ওটা আপনাদের ব্যাখ্যা । উনি বলেছেন, উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারলে, আলাদা করে দিন । অর্থাৎ উত্তরবঙ্গের উন্নয়ন চেয়েছেন তিনি । অহেতুক ভুল ব্যাখ্যা করবেন না ।’’

মনোরঞ্জন ব্যাপারীর রাজ্য পতাকা নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া

দিল্লিতে এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এই ধরনের কাজ করে এঁরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লাই দেওয়ার চেষ্টা করছেন । সব থেকে মজার বিষয় হচ্ছে যিনি এটা করছেন অর্থাৎ মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু ওপার বাংলা থেকে ... এপার বাংলায় এসেছেন । আমার পূর্বপুরুষরা যেমন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল । তাহলে তোমার ভাই এত সেকুলারিজম, সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না ? কী ছিল না ওখানে ? ... এখানে এসে তুমি আলাদা পতাকার কথা বলছ । ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সেই শক্তির সঙ্গে আমাদেরকে নির্দয়ের মত লড়তে হবে ।"

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাজ্য পতাকার দাবি বুধবার উঠেছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় । বৃহস্পতিবার উঠল আলাদা রাজ্যের দাবি । রাজ্য পতাকার দাবি তুলেছিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী । আর এদিন বিধানসভায় রাজ্যভাগের দাবি তুলে বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । তবে এবারই প্রথম নয় । অতীতেও রাজ্য বিধানসভাতে পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ৷

এদিন বিধানসভায় বাজেট অধিবেশনে শিখা চট্টোপাধ্যায় দাবি করেন, উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ রাজ্য সরকার । তাই উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত । পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ এই সরকার । উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গকে আপনারা ছেড়ে দিন । সেখানকার মানুষ নিজেদের উন্নয়নের নিজেরা বুঝে নেবে ।’’

বাজেট ভাষণের অংশ নিয়ে পরে বিধানসভার বাইরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত । উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন । বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত ।’’

তিনি এও বলেন, ‘‘এটা আমার একার কথা না উত্তরবঙ্গের মানুষের মনের কথা । তারা চান হয় উন্নয়ন হোক, না হয় আলাদা হোক উত্তরবঙ্গ । কারণ, তারা দিনের পর দিন বঞ্চিত । উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম ।’’

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উত্তরবঙ্গে যান, এটা সত্যি । তবে তিনি উত্তরবঙ্গে যান নাচ-গান করতে । হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে আসেন । কিন্তু উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের খবর তিনি রাখেন না । আর তাই তাঁর সরকারের সময় উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি । মানুষ ওখানে পরিশ্রুত পানীয় জল পর্যন্ত পায় না । আর সেই কারণেই দিনের পর দিন উত্তরবঙ্গ আলাদা হওয়ার দাবি জোরালো হচ্ছে ।’’

এদিন শিখা চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘ওরা আরও একবার বাংলা ভাগের জিগির তোলার চেষ্টা করছে । বাংলা কি আমরা ভাগ হতে দেব না এটা আমাদের শপথ । এ কথা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ৷ এটাও সত্যি উত্তরবঙ্গের মানুষও বাংলা ভাগ চায় না । বাংলা ভাগের কথা শুধুমাত্র বিজেপির লোকেরাই বলছেন ৷ অন্য কেউ বলছেন না । ওদের মধ্যে অতীতেও অনেকেই ভাগ চেয়েছেন । মূলত, নির্বাচন এলেই এই ধরনের কথা বলে । এসব বলে নির্বাচনে জেতা যাবে না ।’’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, ‘‘শিখা চট্টোপাধ্যায় বাংলা ভাগের কথা বলেননি । ওটা আপনাদের ব্যাখ্যা । উনি বলেছেন, উত্তরবঙ্গের উন্নয়ন করতে না পারলে, আলাদা করে দিন । অর্থাৎ উত্তরবঙ্গের উন্নয়ন চেয়েছেন তিনি । অহেতুক ভুল ব্যাখ্যা করবেন না ।’’

মনোরঞ্জন ব্যাপারীর রাজ্য পতাকা নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া

দিল্লিতে এই নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এই ধরনের কাজ করে এঁরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লাই দেওয়ার চেষ্টা করছেন । সব থেকে মজার বিষয় হচ্ছে যিনি এটা করছেন অর্থাৎ মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু ওপার বাংলা থেকে ... এপার বাংলায় এসেছেন । আমার পূর্বপুরুষরা যেমন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল । তাহলে তোমার ভাই এত সেকুলারিজম, সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না ? কী ছিল না ওখানে ? ... এখানে এসে তুমি আলাদা পতাকার কথা বলছ । ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সেই শক্তির সঙ্গে আমাদেরকে নির্দয়ের মত লড়তে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.