ETV Bharat / entertainment

'রক্তবীজ 2' ছবিতে তারকা চমক ! অঙ্কুশ এবার খলনায়কের ভূমিকায় - RAKTABEEJ 2

ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে ৷ আইটেম ডান্সে থাকবেন নুসরত জাহান । রয়েছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় ৷

Raktabeej 2
'রক্তবীজ 2' ছবিতে খলনায়কের ভূমিকায় অঙ্কুশ হাজরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 9:26 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: পুজো মাতাতে ফের তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । চলতি বছরের পুজোতে 'রক্তবীজ 2' ছবি নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক-প্রযোজক জুটি । তবে, এবার তারকার তালিকা আরও লম্বা । গতবার একটা আইটেম ডান্সেই শুধু দেখা যায় অঙ্কুশ হাজরাকে । তখনই রেশ রেখে গিয়েছিলেন তিনি । বলতে দ্বিধা নেই, অঙ্কুশকে সামনে রেখেই ছবিটা পরিচালক এমনভাবে শেষ করেন যে 'রক্তবীজ'-এর পার্ট টু'র প্রমিস থেকে গিয়েছিল তখনই ।

অঙ্কুশের কথায়, "শিবু দা আমাকে বলেছিলেন ছবিটাতে একটা ক্যামিও আছে । সঙ্গে গানও আছে । তুই করলে ভালো লাগবে । আমি শিবু দা'কে বলেছিলাম যদি গানটা এমন হয় যে, আমাকে লোক এভাবে আগে কখনও দেখেনি । মানে আমি শিবু দা'কে বলতে চেয়েছিলাম, অঙ্কুশের আরেকটা ডান্স নম্বর আসছে, এর থেকেও বেশি যদি এমন হয় যে গানটার মধ্যে গোবিন্দর একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে । গানটার শেষে আমি যদি ছবির গল্পটাতে কোনও ইনপুট দিতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে ।"

Raktabeej 2
রয়েছেন আবির চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

তিনি বলেন, "শিবুদা সেদিন বলেছিলেন আমি সেটাই প্ল্যান করছি । গানটার মধ্যে তুই অঙ্কুশ নয়, গোবিন্দ । শেষে দেখা গেল, শিবুদা আমাকে ছবিটার একটা পার্ট করে দিয়েছেন গানটার মাধ্যমে । আর ছবির শেষে আমাকে ভর করেই সিক্যুয়েলের প্রমিস রেখে গিয়েছিলেন । আমি শিবুদা'র কাছে কৃতজ্ঞ । আমি সামান্য কিছুই চেয়েছিলাম । পেলাম অনেকটা ।"

আর এবার মুখ্য খলচরিত্রে চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে ৷ এই ছবিতে তাঁর চরিত্রে পেশীর থেকেও মগজের জোর বেশি বলে জানিয়েছেন অভিনেতা । তাঁর বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে । আইটেম ডান্সে থাকবেন নুসরত জাহান ।

Raktabeej 2
'রক্তবীজ 2' ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 'রক্তবীজ' ছবির কেন্দ্রে ছিল খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ড । এবারেও সেই গল্পেরই ধারাবাহিকতা । এই বিস্ফোরণে একাধিক থিওরি উঠে এসেছিল । সেগুলিই দেখানো হয়েছিল আগের ছবিতে । এবার তার মধ্যে থেকেই একটি থিওরি অনুসরণ করে 'রক্তবীজ 2' ছবির গল্পের মোড়ক তৈরি করছে পরিচালক জুটি ।

Raktabeej 2
ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে (নিজস্ব ছবি)

এবারেও ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক যথাযথ স্থানে থাকবেন । মার্চ-এপ্রিল মাস জুড়ে চলবে 'রক্তবীজ 2' ছবির শুটিং । পুজোয় বিগ বাজেটের ছবি নিয়ে আসছে শিবু-নন্দিতা জুটি । সঙ্গীতের দায়িত্বে থাকতে পারেন বনি চক্রবর্তী, অনুপম রায় ও শিলাজিৎ মজুমদার ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি: পুজো মাতাতে ফের তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । চলতি বছরের পুজোতে 'রক্তবীজ 2' ছবি নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক-প্রযোজক জুটি । তবে, এবার তারকার তালিকা আরও লম্বা । গতবার একটা আইটেম ডান্সেই শুধু দেখা যায় অঙ্কুশ হাজরাকে । তখনই রেশ রেখে গিয়েছিলেন তিনি । বলতে দ্বিধা নেই, অঙ্কুশকে সামনে রেখেই ছবিটা পরিচালক এমনভাবে শেষ করেন যে 'রক্তবীজ'-এর পার্ট টু'র প্রমিস থেকে গিয়েছিল তখনই ।

অঙ্কুশের কথায়, "শিবু দা আমাকে বলেছিলেন ছবিটাতে একটা ক্যামিও আছে । সঙ্গে গানও আছে । তুই করলে ভালো লাগবে । আমি শিবু দা'কে বলেছিলাম যদি গানটা এমন হয় যে, আমাকে লোক এভাবে আগে কখনও দেখেনি । মানে আমি শিবু দা'কে বলতে চেয়েছিলাম, অঙ্কুশের আরেকটা ডান্স নম্বর আসছে, এর থেকেও বেশি যদি এমন হয় যে গানটার মধ্যে গোবিন্দর একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে । গানটার শেষে আমি যদি ছবির গল্পটাতে কোনও ইনপুট দিতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে ।"

Raktabeej 2
রয়েছেন আবির চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

তিনি বলেন, "শিবুদা সেদিন বলেছিলেন আমি সেটাই প্ল্যান করছি । গানটার মধ্যে তুই অঙ্কুশ নয়, গোবিন্দ । শেষে দেখা গেল, শিবুদা আমাকে ছবিটার একটা পার্ট করে দিয়েছেন গানটার মাধ্যমে । আর ছবির শেষে আমাকে ভর করেই সিক্যুয়েলের প্রমিস রেখে গিয়েছিলেন । আমি শিবুদা'র কাছে কৃতজ্ঞ । আমি সামান্য কিছুই চেয়েছিলাম । পেলাম অনেকটা ।"

আর এবার মুখ্য খলচরিত্রে চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে ৷ এই ছবিতে তাঁর চরিত্রে পেশীর থেকেও মগজের জোর বেশি বলে জানিয়েছেন অভিনেতা । তাঁর বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে । আইটেম ডান্সে থাকবেন নুসরত জাহান ।

Raktabeej 2
'রক্তবীজ 2' ছবিতে থাকছেন মিমি চক্রবর্তী (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 'রক্তবীজ' ছবির কেন্দ্রে ছিল খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ড । এবারেও সেই গল্পেরই ধারাবাহিকতা । এই বিস্ফোরণে একাধিক থিওরি উঠে এসেছিল । সেগুলিই দেখানো হয়েছিল আগের ছবিতে । এবার তার মধ্যে থেকেই একটি থিওরি অনুসরণ করে 'রক্তবীজ 2' ছবির গল্পের মোড়ক তৈরি করছে পরিচালক জুটি ।

Raktabeej 2
ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে (নিজস্ব ছবি)

এবারেও ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক যথাযথ স্থানে থাকবেন । মার্চ-এপ্রিল মাস জুড়ে চলবে 'রক্তবীজ 2' ছবির শুটিং । পুজোয় বিগ বাজেটের ছবি নিয়ে আসছে শিবু-নন্দিতা জুটি । সঙ্গীতের দায়িত্বে থাকতে পারেন বনি চক্রবর্তী, অনুপম রায় ও শিলাজিৎ মজুমদার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.