কলকাতা, 20 ফেব্রুয়ারি: আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের সূচি জটে ইস্টবেঙ্গলে এখন 'শ্যাম রাখি না কুল রাখি' অবস্থা। শনিবার পঞ্জাবের বিরুদ্ধে জয় তুলে নিতে পারলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে তিন ধাপ উপরে উঠে আসবে। প্রথম ছ'য়ে ঢুকে পড়ার সুযোগ কার্যত শেষ হতে এখন লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য যতটা সম্ভব উপরের দিকে লিগ শেষ করা। সামনের চার ম্যাচের প্রতিটিতে সেই ভাবনা মাথায় রেখেই এগোনোর কথা বলছেন কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু সমস্যা হিসেবে দেখা দিয়েছে আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের সূচি জট।
আগামী মাসের 2, 5, 8 এবং 12 তারিখ আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের চারটি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। 8 মার্চ শিলংয়ে খেলেই ইস্টবেঙ্গলকে তুর্কমেনিস্তানে পৌঁছতে হবে। দীর্ঘ বিমানযাত্রার ধকল সামলে কীভাবে ভালো ফুটবল সম্ভব ? বুঝে উঠতে পারছে না লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷ ক্লাবের পক্ষ থেকে অনেক আগেই এই ব্যাপারে আইএসএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু তার কোনও সদুত্তর মেলেনি। অস্কার ব্রুজোঁ খানিকটা রাগের সুরেই বলছেন, "আইএসএল সূচির অনেক আগে এএফসি ক্রীড়াসূচি তৈরি করেছে। তাহলে কি ভারতীয় ক্লাব মূলপর্বে খেলতে পারে এই ভাবনা কেউ ভাবতে পারছে না। এখন দেখা যাক কীভাবে সব সমস্যা মিটিয়ে দু'টো টুর্নামেন্টেই ভালো কিছু করা যায়।"
পঞ্জাব এফসি ম্যাচে রিচার্ড সেলিস এবং নন্দকুমার সেকর খেলার মত জায়গায় নেই। কোচ বলছেন, "জিকসন এবং সেলিসের চোটের ধরন একইরকম। সেলিসের ক্ষেত্রে আমরা ঝুঁকি নিতে চাইছি না। কারণ সামনে ব্যস্ত ক্রীড়াসূচি রয়েছে। তাই পঞ্জাব ম্যাচে না-হলেও পরের ম্যাচগুলোতে ওকে খেলিয়ে ফিট করার জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে। দলের চোট সমস্যা চলতি মরশুমে সাফল্যের অন্তরায় হয়েছে। বেশিরভাগ চোটই ম্যাচের মাঝে হয়েছে। একমাত্র রাকিপের চোট প্র্যাকটিসে হয়েছে। প্রথম ছ'টি ম্যাচে পরাজয়ের ধাক্কা সরিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন। তা সত্ত্বেও যদি পুরো দলকে পাওয়া সম্ভব হয়।"
এখন পুরো দলকে পাওয়ার মত পরিস্থিতি কিছুটা তৈরি হয়েছে। তাই বাকি চার ম্যাচে সফল হয়ে পয়েন্ট টেবিলে উপরে ওঠাই লক্ষ্য অস্কার ব্রুজোঁ ও তাঁর দলের ৷ কোচের পাশে বসে আইএসএলের বাকি ম্যাচগুলো থেকে জয় তুলে নেওয়ার লক্ষ্য স্থির করলেন সল ক্রেসপোও। তিনিও মানছেন প্রথম ছয় ম্য়াচের সবক'টিতে হারের কারণেই দলের এমন অবস্থা। উল্লেখ্য, পঞ্জাব খেলতে শুক্রবার দিল্লি উড়ে যাবে ইস্টবেঙ্গল ৷