ETV Bharat / bharat

বিরল অস্ত্রোপচার, তিন মাসের শিশুর লম্বা লেজ কাটলেন ডাক্তাররা - Human Tail Surgery

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 7:59 PM IST

Human Tail Surgery: তিন মাসের শিশুর শরীরে 15 সেন্টিমিটারের লেজ ৷ বিরলের মধ্যে বিরলতম অস্ত্রোপচারে সেই লেজ দেহ থেকে ছিন্ন করলেন ডাক্তাররা ৷ তেলেঙ্গানার বিবিনগর এইমসে হয়েছে এই বিরল চিকিৎসা ৷

ETV BHARAT
তিন মাসের শিশুর লম্বা লেজ কাটলেন ডাক্তাররা (নিজস্ব চিত্র)

ইয়াদাদ্রি ভুবনগিরি (তেলেঙ্গানা), 16 জুলাই: তিন মাসের একরত্তি শিশু ৷ তার ছিল 15 সেন্টিমিটার লম্বা একটি লেজ ৷ রসিকতা নয়, বাস্তবে ঘটেছে এমন ঘটনা ৷ বিরল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে সেই লেজ কাটলেন শিশুর শরীর থেকে ৷ তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বিবিনগর এইমসে হয়েছে এই বিরল চিকিৎসা ৷

অস্ত্রোপচারটি করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ গত সোমবার এইমস বিবিনগরের চিকিৎসকদের একটি দল শিশুটির শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখে । মেডিক্যাল ইনস্টিটিউটের একজন মুখপাত্র এই ঘটনার বিশদ বিবরণ দিয়ে বলেন, অতিরিক্ত অধ্যাপক তথা পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শশাঙ্ক পান্ডা ও তার দল এই অস্ত্রোপচার করে ৷ তিনি বলেন যে, চিকিৎসক দলটি 3 মাসের একটি পুত্রসন্তানের লাম্বোসক্রাল রিজিয়নে মানুষের লেজের একটি বিরল অস্ত্রোপচার করে । মানুষের লেজ হওয়াটা খুবই বিরল ৷ সারা বিশ্বে চিকিৎসা সাহিত্যে মাত্র 40টি এমন ঘটনার উল্লেখ রয়েছে ।

চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচার যথেষ্ট চ্যালেঞ্জের ছিল ৷ এমন ভাবে লেজটি শরীরের সঙ্গে জুড়ে ছিল, তা কেটে ফেলার ক্ষেত্রে স্নায়বিক ঘাটতির ঝুঁকি ছিল ৷ ফলে অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছে ৷ এইমস বিবিনগরের মুখপাত্রের মতে, অস্ত্রোপচারের পরে রিকভারির সময়টা খুবই অনিশ্চিত ছিল ৷ তবে অস্ত্রোপচারের 6 মাস পরে রোগীর কোনও স্নায়বিক ঘাটতি নেই । সে ভালো আছে ৷

অস্ত্রোপচারের পুরোধা ডা. শশাঙ্ক পান্ডা বলেন, প্রায় 2.5 ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে । কোনও স্নায়বিক ঘাটতি ছাড়াই ছয় মাস পর শিশুটি ভালো আছে । তিনি আরও বলেন যে, শিশুটির মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত ফাইব্রাস ব্যান্ডগুলি সাবধানতার সঙ্গে ছিন্ন করা হয়েছে ৷ অস্ত্রোপচারের দলে ছিলেন দুইজন ফ্যাকাল্টি মেম্বার ও একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ৷ হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন ।

মানুষের লেজ কী দিয়ে তৈরি ?

প্রতিবেদন অনুসারে মানুষের লেজের কিছু সাধারণ বৈশিষ্ট্য হল:

  • এগুলিতে পেশি, সংযোগকারী টিস্যু, রক্তনালী এবং স্নায়ু থাকে
  • এগুলি সর্বদা চামড়া দিয়ে আবৃত থাকে এবং লেজের হাড়ের উপর অবস্থিত
  • এটি 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে
  • কখনও কখনও সেটি সরানো থাকতে পারে
  • মানুষের লেজে হাড়, তরুণাস্থি বা মেরুদণ্ড থাকে না

ইয়াদাদ্রি ভুবনগিরি (তেলেঙ্গানা), 16 জুলাই: তিন মাসের একরত্তি শিশু ৷ তার ছিল 15 সেন্টিমিটার লম্বা একটি লেজ ৷ রসিকতা নয়, বাস্তবে ঘটেছে এমন ঘটনা ৷ বিরল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে সেই লেজ কাটলেন শিশুর শরীর থেকে ৷ তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বিবিনগর এইমসে হয়েছে এই বিরল চিকিৎসা ৷

অস্ত্রোপচারটি করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ গত সোমবার এইমস বিবিনগরের চিকিৎসকদের একটি দল শিশুটির শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখে । মেডিক্যাল ইনস্টিটিউটের একজন মুখপাত্র এই ঘটনার বিশদ বিবরণ দিয়ে বলেন, অতিরিক্ত অধ্যাপক তথা পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শশাঙ্ক পান্ডা ও তার দল এই অস্ত্রোপচার করে ৷ তিনি বলেন যে, চিকিৎসক দলটি 3 মাসের একটি পুত্রসন্তানের লাম্বোসক্রাল রিজিয়নে মানুষের লেজের একটি বিরল অস্ত্রোপচার করে । মানুষের লেজ হওয়াটা খুবই বিরল ৷ সারা বিশ্বে চিকিৎসা সাহিত্যে মাত্র 40টি এমন ঘটনার উল্লেখ রয়েছে ।

চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচার যথেষ্ট চ্যালেঞ্জের ছিল ৷ এমন ভাবে লেজটি শরীরের সঙ্গে জুড়ে ছিল, তা কেটে ফেলার ক্ষেত্রে স্নায়বিক ঘাটতির ঝুঁকি ছিল ৷ ফলে অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছে ৷ এইমস বিবিনগরের মুখপাত্রের মতে, অস্ত্রোপচারের পরে রিকভারির সময়টা খুবই অনিশ্চিত ছিল ৷ তবে অস্ত্রোপচারের 6 মাস পরে রোগীর কোনও স্নায়বিক ঘাটতি নেই । সে ভালো আছে ৷

অস্ত্রোপচারের পুরোধা ডা. শশাঙ্ক পান্ডা বলেন, প্রায় 2.5 ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে । কোনও স্নায়বিক ঘাটতি ছাড়াই ছয় মাস পর শিশুটি ভালো আছে । তিনি আরও বলেন যে, শিশুটির মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত ফাইব্রাস ব্যান্ডগুলি সাবধানতার সঙ্গে ছিন্ন করা হয়েছে ৷ অস্ত্রোপচারের দলে ছিলেন দুইজন ফ্যাকাল্টি মেম্বার ও একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ৷ হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন ।

মানুষের লেজ কী দিয়ে তৈরি ?

প্রতিবেদন অনুসারে মানুষের লেজের কিছু সাধারণ বৈশিষ্ট্য হল:

  • এগুলিতে পেশি, সংযোগকারী টিস্যু, রক্তনালী এবং স্নায়ু থাকে
  • এগুলি সর্বদা চামড়া দিয়ে আবৃত থাকে এবং লেজের হাড়ের উপর অবস্থিত
  • এটি 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে
  • কখনও কখনও সেটি সরানো থাকতে পারে
  • মানুষের লেজে হাড়, তরুণাস্থি বা মেরুদণ্ড থাকে না
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.