ওয়াশিংটন, 22 জানুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা নাক গলাবে না বলে আগে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ শপথ নেওয়ার পরে যুদ্ধ বন্ধে নিষেধাজ্ঞার হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ 20 জানুয়ারি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন ৷
এরপর তিনি জানান, রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি দেখা করতে চান ৷ একই সঙ্গে এই হুঁশিয়ারিও দিয়েছেন যে, তিনি যদি ইউক্রেন নিয়ে কোনও বোঝাপড়ায় না আসেন, তাহলে আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে ৷ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, পুতিন যুদ্ধ নিয়ে কোনও চুক্তি না করলে কি আমেরিকা অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করবে ? এর উত্তরে প্রেসিডেন্ট বলেন, "সম্ভবত তেমনই হবে ৷ যুদ্ধটাই শুরু হওয়া উচিত হয়নি ৷"
এই বিষয়ে তিনি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকেও অভিযোগের আঙুল তুলে বলেন, "প্রেসিডেন্ট যদি যোগ্য হতেন, তাহলে যুদ্ধটাই হত না ৷ কিন্তু আপনাদের প্রেসিডেন্ট তেমনটা ছিলেন না ৷ আমি প্রেসিডেন্ট থাকলে তো যুদ্ধটা হতেই দিতাম না ৷ ইউক্রেনের মধ্যে রাশিয়ার প্রবেশ করা উচিত হয়নি ৷ আমার সঙ্গে পুতিনের সম্পর্ক খুব ভালো ৷ আবারও বলছি, আমি থাকলে যুদ্ধ কখনও হত না ৷ মধ্যপ্রাচ্যেও যা হচ্ছে, তা উচিত ছিল না ৷ "
আরেকটি প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত ৷ ট্রাম্প বলেন, "তাঁরা যখন চাইবেন, তখনই আমি দেখা করব ৷ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে ৷ পরিস্থিতিটা ভয়ঙ্কর ৷ শহরগুলোকে দেখে ধ্বংসস্তূপ মনে হচ্ছে ৷"
ইউক্রেনের প্রসঙ্গ টেনে আমেরিকার নয়া প্রেসিডেন্ট বলেন, "আপনারা (সংবাদমাধ্যম) যে সংখ্যাটা বলছেন, তার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেনে ৷ আপনারা আসল সংখ্যাটা জানাচ্ছেন না ৷ তার জন্য আমি আপনাদের দোষ দিচ্ছি না ৷ আমি হয়তো আমাদের সরকারকেই দোষ দেবে। কারণ তারা সত্যিটা বাইরে আসতে দেয়নি ৷"
তাহলে ট্রাম্প জমানাতেও কি আমেরিকা ইউক্রেনকে অস্ত্র পাঠাবে ? নাকি শিগগিরিই তা বন্ধ হবে ৷ এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি ৷ আমরা জেলেনস্কির সঙ্গে কথা বলছি ৷ আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও খুব দ্রুত কথা বলব এবং দেখব, কী করে এইসবের সমাধান করা যায় ৷" তিনি জানান প্রেসিডেন্ট জেলেনস্কিও শান্তি চান ৷ এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, "তিনি শান্তি চান, এটা খুব জোর দিয়ে আমাকে বলেছেন ৷ এর জন্য দু'জনের ঐকমত্য প্রয়োজন ৷ আমরা দেখব, সেটা কী করে হয় ৷ তাঁরা যখন চাইবেন তখনই আমি দেখা করব ৷ আমি শেষটা দেখতে চাই ৷ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে ৷"