হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি: যে ক্ষীণ সংশয়টুকু ছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হারে তাও দূর হল সোমবার ৷ গ্রুপ পর্বের শেষ ম্য়াচ বাকি থাকতেই চ্য়াম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া ৷ টানা দ্বিতীয় জয়ে শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ডও ৷ প্রথমে পড়শি বাংলাদেশ, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য নিয়ে জয় সত্ত্বেও রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন প্যাট কামিন্স ৷ অজি অধিনায়কের অভিযোগ, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই স্টেডিয়ামে খেলার বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া ৷
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় টিম ইন্ডিয়া তাঁদের চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ আর এই বিষয়টিতেই ভারত সুবিধা আদায় করছে বলে মত চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া স্পিডস্টারের ৷ ইয়াহু স্পোর্টস অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "নিঃসন্দেহে একই মাঠে সব ম্য়াচ খেলার বিষয়টি ভারতীয় দলকে বাড়তি সুবিধা করে দিচ্ছে ৷ ওদেরকে খুবই শক্তিশালী বলে মনে হচ্ছে কিন্তু হ্যাঁ, একই মাঠে সব ম্য়াচ খেলার জন্য স্পষ্টভাবে উপকৃত হচ্ছে তাঁরা ৷"
𝙄𝙣𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙎𝙚𝙢𝙞𝙨!
— BCCI (@BCCI) February 25, 2025
A step forward. A step further 👌👌#TeamIndia | #ChampionsTrophy pic.twitter.com/Fkrg1eyLCh
সম্প্রতি দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন 2023 ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ এনে দেওয়া কামিন্স ৷ তবে গোড়ালির চোটে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে ৷ বলা ভালো সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য চলতি আইসিসি ইভেন্ট থেকে বিরতি নিয়েছেন কামিন্স ৷ যাঁর নেতৃত্বে সম্প্রতি টানা দ্বিতীয়বার ডব্লিউটিসি ফাইনালেও পৌঁছেছে 'ব্য়াগি গ্রিন' শিবির ৷ তবে আগামী মাসে আইপিএলে দেখা যাবে এই অজি জোরে বোলারকে ৷ কামিন্স বলেন, "ঘরে বসে সাময়িক বিরতি উপভোগ করছি একইসঙ্গে গোড়ালির রিহ্যাব ভালোই চলছে ৷ এই সপ্তাহেই দৌড় এবং বোলিং অনুশীলন শুরু করব ৷ সামনেই আইপিএল, তারপর টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ সবমিলিয়ে ব্যস্ত সূচি ৷"
প্য়াট কামিন্সের অনুপস্থিতিতে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ক্যাঙারুবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ ৷ জশ ইংলিসের ঝোড়ো শতরানে প্রথম ম্য়াচে রেকর্ড রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি তাঁরা ৷